স্বরচিত কবিতা: "জীবন যখন পরিসমাপ্তির ভাষা বলে দেয়"
নমস্কার
কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালো আছি,যদিও সামনে এক্সাম তাই বেশ ব্যস্ততার মধ্যে দিয়েও সময় কাটছে আমার।যাইহোক তারপরও আজ চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি কবিতা শেয়ার করার জন্য।
@green015
জীবন যখন পরিসমাপ্তির ভাষা বলে দেয়,
তখন একটি রেখা অঙ্কিত হয় হৃদয়ে
সেই রেখাগুলো অনেক রঙে রঞ্জিত--
শুধু একটি মাত্র লাল গোলাপে নয়,
লাল-নীল-সবুজ-হলুদ আরো কত রং!
ভেসে যায় সব স্বপ্ন তরুগুলো
মনে হয় আঙিনায় নতুন কোনো ফুল ফুটবে,
আর আমি সেখানে একেবারেই অনুপস্থিত।
হিসেবের জটিল অঙ্কটা যখন সম্মুখে,
তখন কষে মেলানোর দায়ভারটা বড্ড কঠিন।
রঙিন ডায়েরীর পাতাগুলোতে যেন উইপোকা ধরে,
মরিচা পড়ে সবথেকে দামী উপহারটিতে।
আমার প্রান্ত জুড়ে তখন একটিই সুর--
হাহাকার তোলে অন্তিম সময়ের,
এ যেন পরম সুখের মৃত্যু।
কানে ঝংকার তোলে বাদ্য-বাজনার
কিন্তু এখনো যে অনেক কিছু বাকি--
অনেক কিছু দেখার,,অনেক কিছু ভাবনার,,
অনেক স্বাদ-আশা পূরণের।
কিন্তু সময় খুবই সীমিত
আমি আপেক্ষিক জীবনের কিনারায়,
সাতগোছে বাঁধা অগোছালো এই জীবনের মৃত্যু সন্নিকটতায়।।
কবিতা হলো মনের খোরাক,অনুভূতির ফসল কিংবা অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি কবিতা নিয়ে।
আজকের কবিতাটি লেখা হয়েছে মৃত্যুকে ঘিরে।এই জীবন ক্ষণস্থায়ী, তাই এই জীবনের প্রতি ক্ষণে ক্ষণে মৃত্যুর হাতছানি।মাঝে মাঝেই মৃত্যু আমাদের খুব কাছ থেকে ছুঁয়ে যায় আর আমরা তা স্পষ্ট উপলব্ধি করতে পারি।তো এই ভাবনাতেই লিখে ফেললাম একটি কবিতা।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----
জীবন যখন পরিসমাপ্তির ভাষা বলে দেয়

তখন একটি রেখা অঙ্কিত হয় হৃদয়ে
সেই রেখাগুলো অনেক রঙে রঞ্জিত--
শুধু একটি মাত্র লাল গোলাপে নয়,
লাল-নীল-সবুজ-হলুদ আরো কত রং!
ভেসে যায় সব স্বপ্ন তরুগুলো
মনে হয় আঙিনায় নতুন কোনো ফুল ফুটবে,
আর আমি সেখানে একেবারেই অনুপস্থিত।
হিসেবের জটিল অঙ্কটা যখন সম্মুখে,
তখন কষে মেলানোর দায়ভারটা বড্ড কঠিন।
রঙিন ডায়েরীর পাতাগুলোতে যেন উইপোকা ধরে,
মরিচা পড়ে সবথেকে দামী উপহারটিতে।
আমার প্রান্ত জুড়ে তখন একটিই সুর--
হাহাকার তোলে অন্তিম সময়ের,
এ যেন পরম সুখের মৃত্যু।
কানে ঝংকার তোলে বাদ্য-বাজনার
কিন্তু এখনো যে অনেক কিছু বাকি--
অনেক কিছু দেখার,,অনেক কিছু ভাবনার,,
অনেক স্বাদ-আশা পূরণের।
কিন্তু সময় খুবই সীমিত
আমি আপেক্ষিক জীবনের কিনারায়,
সাতগোছে বাঁধা অগোছালো এই জীবনের মৃত্যু সন্নিকটতায়।।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | কবিতা |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
টাস্ক প্রুফ:
কমেন্টস লিংক--
https://x.com/green0156/status/1910850663124181110
https://x.com/green0156/status/1910851744797519893
https://x.com/green0156/status/1910852968045310023
https://x.com/green0156/status/1910853736961802628
https://x.com/green0156/status/1910854838927184101
https://x.com/green0156/status/1910855930943582354
আপনার কবিতাগুলো সব সময় অনেক সুন্দর হয়ে থাকে৷ সব সময় আপনার কাছ থেকে অনেক সুন্দর কিছু কবিতা পড়ে আসছি৷ আজকে আপনার কাছ থেকে এত সুন্দর কবিতা পড়ে খুব ভালই লাগলো৷ যেভাবে আপনি আজকের সুন্দর কবিতা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা বেশ অসাধারণ হয়েছে৷ একই সাথে এখানে এই কবিতা তৈরি করার মধ্য দিয়ে আপনার কাছ থেকে যেভাবে সুন্দর একটি কবিতা পড়তে পারলাম তেমনি এখানে আপনি লাইনের সামজ্ঞস্যতা একেবারে সুন্দর ভাবে বজায় রেখেছেন৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে৷
আপনার অনুভূতি পড়ে ভালো লাগলো ভাইয়া, ধন্যবাদ উৎসাহ দেওয়ার জন্য।