"মনের ক্ষত কাউকেই দেখানো যায় না"

in আমার বাংলা ব্লগ26 days ago (edited)

নমস্কার

আজ 7-ই আগস্ট,(বৃহস্পতিবার) 2025

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।তবে আমার মন ভীষণ-ই খারাপ হয়ে আছে।গতদিন পোষ্ট করা হয়নি,কিছুতেই লিখতে হাত সায় দিচ্ছে না।আবার কিছুতেই কিছু মাথায় আসছে না।

মনের ক্ষত কাউকেই দেখানো যায় না


IMG_20250807_235203.jpg

বন্ধুরা,প্রতিনিয়ত আমি ভিন্ন ভিন্ন পোষ্ট করতে ও লিখতে পছন্দ করি।তাই আজ আমি আপনাদের সামনে আবারো উপস্থিত হয়েছি সম্পূর্ণ ভিন্নধর্মী একটি পোস্ট নিয়ে।যেটি মনের ক্ষত বিষয়ে লেখা হয়েছে।মানসিক আঘাত বাইরে থেকে কখনো উপলব্ধি করা যায় না,সেটা শুধুমাত্র মনের গভীরেই লুকায়িত থাকে।তবে এ ক্ষেত্রে কারো কারো মত ভিন্ন হতেও পারে তবে আমি শুধুমাত্র আমার নিজের দৃষ্টিভঙ্গি প্রকাশ করছি।যাইহোক তো চলুন শুরু করা যাক----

সাধারনভাবে মনের ক্ষত বলতে মনের আঘাত,কষ্ট বা মনের কষ্টগুলোকে বোঝায়।যেটা শুধুমাত্র মুখে অনুভূতি দ্বারা প্রকাশ করা যায়।তবে সেই ভাবে বাইরে থেকে কেউ বুঝতে পারে না।

পৃথিবীতে কিছুই চিরস্থায়ী নয়।তবুও আমরা সুন্দর পৃথিবীর স্বাদ নিতে সদা আগ্রহী।কিন্তু এই পৃথিবীতেই আমাদের কেউ বড্ড বেশি আপন ও প্রিয় হয়ে ওঠে।সেটি কোনো প্রাণী কিংবা অন্য যেকোনো কিছুই হতে পারে।আর প্রিয় কিছু কখনো হারিয়ে গেলে বা আমাদের থেকে বহুদূরে চলে গেলে তখন বড্ড বেশি আঘাতপ্রাপ্ত হয়ে থাকে মন।তখন সুন্দর পৃথিবী মুহূর্তের মধ্যে যেন কালো অন্ধকারাচ্ছন্ন লাগে।মনে হয় সব রং মুহূর্তে ফিকে হয়ে মলিনতায় ঘিরে ধরেছে।মন কুঁড়ে কুঁড়ে খায় সেই প্রিয় কিছুকে কাছে পাওয়ার জন্য।

মানসিক আঘাত বাইরে থেকে কখনো উপলব্ধি করা যায় না,সেটা শুধুমাত্র মনের গভীরেই লুকায়িত থাকে।আর এই যন্ত্রণা বহন করা যেন অনেক বেশি কষ্ট ও আঘাতের।শুধুই স্মৃতিগুলো চোখের সামনে ভাসমান আর জীবন্ত হয়ে ওঠে।অন্তর টা পুড়ে ছাই হয়ে যায় যেটা কাউকে বললেও সমাধান করার সময় থাকে না।সবথেকে বেশি কষ্ট দেয় প্রিয় কিছুর সঙ্গে কাটানো সময় এবং তাদের আচরণটা বারবার চোখের সামনে প্রতিচ্ছবি হয়ে ভাসে।এত কষ্ট হয়তো কাউকে মন খুলে যেমন প্রকাশ করা যায় না, তেমনি কাউকে দেখানোও যায় না।


আশা করি আমার আজকের অনুভূতিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 22 days ago 

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.035
BTC 108794.31
ETH 4281.82
USDT 1.00
SBD 0.82