জেনারেল রাইটিং: "চাহিদাহীন মানুষ"

in আমার বাংলা ব্লগlast month

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালোই আছি।আগের তুলনায় শীত কিছুটা কম পড়ছে,যাইহোক আজ চলে আসলাম আমি @green015 যথা নিয়মে আপনাদের মাঝে নতুন একটি অনুভূতি শেয়ার করতে।

চাহিদাহীন মানুষ :

IMG_20250124_224240.jpg

IMG_20250124_224247.jpg

চাহিদা বলতে আমরা কোন দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্খাকেই বুঝে থাকি।কিন্তু এসব কিছু না পাওয়ার ইচ্ছাকেই চাহিদাহীন বলা হয়।তেমনি আমাদের সমাজ বিভিন্নভাবে পরিচালিত,কিছুটা ক্ষমতার লড়াই তো কিছুটা এমন আকাঙ্ক্ষাহীন মানুষের লড়াই।কেউ ক্ষমতা অনুযায়ী নিজের ইচ্ছে পূরণ করার জন্য প্রতিনিয়ত লড়াই করে চলেছে তো কেউ ওই একই লড়াই করে চলছে দিনে দুমুঠো খাওয়ার আশায়।এই চাহিদাহীন মানুষগুলি বুকে একরাশ যন্ত্রণা নিয়ে অবিরত ছুটে চলার লড়াই করে বাস্তবিকভাবে।কিন্তু এদের আলাদা কোনো কিছুর প্রয়োজন থাকলেও চাহিদাটা নেই।

কথায় আছে---যাদের প্রচুর রয়েছে তাদের আরো-ই চাই চাই।অর্থাৎ তাদের চাহিদার সীমাবদ্ধতা নেই কোনো,অফুরন্ত চাওয়া পাওয়া গ্রাস করে তাদের মনকে।তাই হয়তো মনটা অনেকটা সংকীর্ণতায় ভোগে।এটা বলার অবশ্য কারন রয়েছে।চলুন ছোট্ট একটি উদাহরণ দিই---

রোজ সকালে যখন আমি ইউনিভার্সিটি যাওয়ার জন্য ট্রেন স্টেশনের প্ল্যাটফর্ম এ পৌঁছায়।তখন দেখি ওখানে থাকা ওভারব্রিজের নীচে একদল চাহিদাহীন মানুষের বসবাস। শীতে তাদের কাছে কম্বল বা ভালো কাঁথা নেই শুধুই রয়েছে কিছু ধানের খড় জড়ো করে রাখা।কখনো দেখি গোল হয়ে বসে বাচ্চা ও বড়োরা তাস খেলছে।আর সারা মাঠ কুড়িয়ে তারা যে ধান পেয়েছিলো,সেগুলো রোদে শুকাতে দিয়েছে ফাঁকা প্ল্যাটফর্ম এর উপরে।সেখানেই এক বাচ্চা ছেলে রোদে বসে বসে আপনমনে তাস খেলছে।হাসিখুশি মনে,অন্যদিকে তার মা ও দিদি ধান রোদে মেলিয়ে দিচ্ছে হাত দিয়ে নেড়েচেড়ে।

IMG_20250124_224258.jpg

IMG_20250124_224223.jpg

এখন দেখার বিষয় হচ্ছে---এই মানুষদের ধানগুলিতে একদল পাখি বসে প্রতিনিয়ত রাজত্ব করছে।অর্থাৎ কাকের দল কিংবা শালিকের দল সবসময়ই ধানের মধ্যে লড়াই চালিয়ে খাওয়ার চেষ্টা করছে।কিন্তু এদিকে ওই মানুষদের কোনো ভ্রূক্ষেপ-ই নেই।সুতরাং চাহিদাহীন মানুষগুলি বুঝে গেছে যে,এই পৃথিবীতে তাদেরও সমান অধিকার রয়েছে বেঁচে থাকার হোক না সেটা ক্ষুদ্র কোনো জীব।কিন্তু সমাজের ক্ষমতাবান মানুষেরা তাদের শস্যের একটি দানাও পাখিদের দিতে রাজি নয়।অথচ পাখিদের তাড়াতে যা যা করণীয় সবই তারা তা পালন করে থাকে। কতটা হাস্যকর বিষয় এটি তাইনা!

কিন্তু এটাই আমাদের সমাজ।যার রয়েছে সে আরো বেশি পেতে চায়,যে ক্ষুধায় দিন কাটাচ্ছে তার কোনো-ই চাহিদা নেই।আমাদের এই সমাজ খুবই অদ্ভুত আর তার থেকেও বেশি অদ্ভুত সমাজের মানুষের চাহিদাগুলি।কিন্তু চাহিদাহীন মানুষগুলো যেন ক্ষমতাবান মানুষের থেকে বেশি সুখী।


আশা করি আমার আজকের অনুভূতিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

টাস্ক প্রুফ:

GridArt_20250125_072731979.jpg

 last month 

দারুন একটি টপিক নিয়ে লিখেছেন আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো।এটা ঠিক পাখিদেরও রয়েছে বেঁচে থাকার অধিকার। সমাজে যার যত বেশি রয়েছে সে আরও পেতে চায় যার ক্ষুধা কম তার তেমন চাহিদা নেই।সত্যিই সমাজটা অনেক অদ্ভুত এবং অদ্ভুত মানুষদের চাহিদাগুলো।

 last month 

অনেক সুন্দর একটি কথা বলেছেন আপু,ক্ষুধা যার যত কম চাহিদাও তার ততই কম।ধন্যবাদ আপনাকে।

 last month 

খুব সুন্দর লিখেছেন আপনি। চলতে - ফিরতে এমন ছোট ছোট বিষয় গুলো অবজার্ভ আমিও করি, আমার বেশ ভালো লাগে। এটা আমিও মানি যে যার যত কম, যে যত অল্পে সন্তুষ্ট তার অন্তরের শান্তি তত বেশি! যার অনেক কিছু থেকেও কেবল নাই- নাই স্বভাব, তাদের চাহিদা কোনোদিনও পূরণ হয় না। এই সুন্দর পৃথিবীটা সবার জন্যই, এখানে সবারই অধিকার রয়েছে।

 last month 

একেবারেই ঠিক বলেছেন দিদি,অল্পে সন্তুষ্ট মানুষরাই প্রকৃত সুখী।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.24
JST 0.033
BTC 85990.63
ETH 2131.32
USDT 1.00
SBD 0.91