স্বরচিত কবিতা: "উন্মুক্ত শৈশব"
নমস্কার
কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি আছি।যদিও সামনে এক্সাম তাই একটু বাড়তি ব্যস্ততাও রয়েছে।আজ আপনাদের মাঝে নতুন একটি কবিতা শেয়ার করার জন্য চলে আসলাম।
@green015
একটি উলঙ্গ শৈশব কড়া নাড়ে
স্নেহাধারী মায়াবী উৎকণ্ঠায়,
বিশ্রামহীন সেই দুরন্তপনায়
আটপৌড়ে রোদ্রের আলিঙ্গনে।
ছুটন্ত ভাসমান স্ফুলিঙ্গে
ছুটে চলা বিকেল কিংবা সন্ধ্যায়,
চায়ের আড্ডাগুলো বড্ড বেশি কথা বলে
মিঠে ফিরফিরে হাওয়ায় পেঁচা ডাকে।
মনের মধ্যে সযত্নে লালিত
একফালি ভালোবাসার আবেগ,
খেলাঘরের আগ্রহ চাপে মনে
যেন সব রং মিশে আঁকে ফাগুনে।
বকুল ফুল কুড়ানোর আনন্দে
সকালগুলি কেটে যেতো,
মিথ্যে বলা ভাষাগুলি হতো
বিশ্বাসে বিশ্বাসে ধারালো সত্য।
মাটিরা কথা বলতো হেসে
পুকুরের টলমলে জলের প্রতিচ্ছবি,
হারিয়ে যেত বারেবারে
ব্যাঙের ছাতাগুলি ছিল--
বিস্ময়কর আবেগের চিহ্ন।।
কবিতা হলো মনের খোরাক,অনুভূতির ফসল কিংবা অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি ছোট্ট কবিতা নিয়ে।
আজকের কবিতাটি লেখা হয়েছে শৈশবকে কেন্দ্র করে।যে শৈশব আমাদের নানা কিছু শেখায় আর কিছু শেখা রইয়ে যায় মনের মধ্যে লালিত হয়ে।সব বন্ধন ছাড়াই ছিল সেই শৈশবগুলি।তো আজ সেই ভাবনাতেই লিখে ফেললাম কবিতাটি। আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----
উন্মুক্ত শৈশব

স্নেহাধারী মায়াবী উৎকণ্ঠায়,
বিশ্রামহীন সেই দুরন্তপনায়
আটপৌড়ে রোদ্রের আলিঙ্গনে।
ছুটন্ত ভাসমান স্ফুলিঙ্গে
ছুটে চলা বিকেল কিংবা সন্ধ্যায়,
চায়ের আড্ডাগুলো বড্ড বেশি কথা বলে
মিঠে ফিরফিরে হাওয়ায় পেঁচা ডাকে।
মনের মধ্যে সযত্নে লালিত
একফালি ভালোবাসার আবেগ,
খেলাঘরের আগ্রহ চাপে মনে
যেন সব রং মিশে আঁকে ফাগুনে।
বকুল ফুল কুড়ানোর আনন্দে
সকালগুলি কেটে যেতো,
মিথ্যে বলা ভাষাগুলি হতো
বিশ্বাসে বিশ্বাসে ধারালো সত্য।
মাটিরা কথা বলতো হেসে
পুকুরের টলমলে জলের প্রতিচ্ছবি,
হারিয়ে যেত বারেবারে
ব্যাঙের ছাতাগুলি ছিল--
বিস্ময়কর আবেগের চিহ্ন।।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | কবিতা |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।
টুইটার লিংক
টাস্ক প্রুফ:
কমেন্টস লিংক--
https://x.com/green0156/status/1961347627871572411?t=d5aaWrz8k5dZIsMOn7o51A&s=19
https://x.com/green0156/status/1961348201426162168?t=mFCtt6pARnFy1mYZOyuoFQ&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
শৈশবকে ঘিরে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন আপু।আপনার লেখা কবিতাটি আমার হৃদয় ছুঁয়েছে। কবিতার লাইনগুলো ভীষণ সুন্দর হয়েছে। খুব চমৎকারভাবে প্রতিটা লাইন উপস্থাপন করেছেন। মুগ্ধ হলাম কবিতাটি পড়ে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু,সুন্দর মন্তব্য দ্বারা উৎসাহ দেওয়ার জন্য।