Diy- "একটি রাখির চিত্র অঙ্কন"
নমস্কার
Diy- একটি রাখির চিত্র অঙ্কন:
দীর্ঘদিন ধরে কোনো আর্ট করা হয়ে ওঠেনি সময় সল্পতার জন্য।যদিও যেকোনো আর্ট করা অনেক ধৈর্য্য ও একাগ্রতার বিষয়।তবে বৃষ্টির দিনে মাঝে মাঝেই অঙ্কনের মধ্যে নিজেকে ডুবিয়ে দিতে বেশ ভালোই লাগে।যদিও এখন প্রতিনিয়ত সারাদিন বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে।তাই আজ একটি রাখির আর্ট করেই ফেললাম।কারন আর কয়েকদিন পরেই রাখিবন্ধন উৎসব।যেটা ভাই ও বোনের মধ্যের সুন্দর সম্পর্ককে আরো দৃড় ও মজবুত করে তোলে।তাছাড়া প্রত্যেকটি আর্টের আলাদা আলাদা বিষয়বস্তু থাকে।তো এটি অঙ্কনের পর বেশ সুন্দর ও আকর্ষণীয় দেখতে লাগছিলো।আশা করি এই আর্টটি ভালো লাগবে আপনাদের সকলের কাছেও।যাইহোক তো চলুন শুরু করা যাক--
উপকরণ:
2.কাঁটা কম্পাস
3.পেন্সিল
4.রবার ও
5.রঙ্গিন বলপেন
অঙ্কনের পদ্ধতিসমূহ:
ধাপঃ 1
প্রথমে আমি একটি কাঁটা কম্পাস ও পেন্সিল দিয়ে দুটি বৃত্ত একে নিলাম।
ধাপঃ 2
এরপর বৃত্তের মধ্যে পেন্সিলের সাহায্যে ফুলের পাপড়ি আর্ট করে নিলাম।
ধাপঃ 3
এবারে সূর্যমুখীর ফুলের পাপড়ির মতো করে একে নেব বৃত্তের চারিপাশে।
ধাপঃ 4
এখন আমার হাতের একটি ছবি তুলে নিলাম ফোনের সাহায্যে।
ধাপঃ 5
এবারে পেন্সিল দাগের উপর দিয়ে কালো ও নীল রঙের বলপেন দিয়ে একে নিলাম বৃত্ত ও ফুলের পাপড়িগুলি।
ধাপঃ 6
এখন ফুলের পাপড়ির মধ্যে হালকা করে ডিজাইন করে নিলাম এবং দুইপাশ দিয়ে দুটি দাগ টেনে নিলাম কালো রঙের বলপেন দিয়ে।
ধাপঃ 7
এরপর বৃত্তের মধ্যে হালকা ডিজাইন একে নিয়ে happy rakhi লিখে নিলাম বড় হাতের ইংরেজি অক্ষরে।নীচে একটি লাভ চিহ্ন একে নিলাম।
ধাপঃ 8
এখন রাখির দুইপাশের দুটি দাগের উপর দুইপাশে ছোট ছোট বৃত্ত একে শিকলের মতো ডিজাইন করে একে নিলাম।
শেষ ধাপঃ
সবশেষে নীল রঙের বলপেন দিয়ে অঙ্কনের নীচে আমার নাম লিখে নিলাম।
ছবি উপস্থাপন:
তো অঙ্কন করা হয়ে গেল আমার "একটি রাখির চিত্র।"এটা অঙ্কনের পর দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয় লাগছিলো।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | আর্ট |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
টুইটার লিংক
টাস্ক প্রুফ:
Upvoted! Thank you for supporting witness @jswit.
এরকম সুন্দর এবং নিখুঁত ডিজাইনগুলো আমি একটু বেশি পছন্দ করি দেখতে। এত সুন্দর করে আপনি এই আর্টটি কমপ্লিট করেছেন দেখে তো জাস্ট মনোমুগ্ধকর লেগেছে। একটু সময় ব্যবহার করে আর্ট গুলো অঙ্কন করা হলে বেশি সুন্দর হয়। আর্টটি যেমন সুন্দর করে এঁকেছেন, তেমনি সুন্দর উপস্থাপনা তুলে ধরেছেন।
ঠিক বলেছেন আপু,সময় নিয়ে আর্ট করলে অনেক সুন্দর হয়ে থাকে।ধন্যবাদ আপনাকে।
এই ধরনের আর্ট গুলো নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে তারপর সুন্দর করে আস্তে আস্তে অংকন করা লাগে। এরকম ভাবে আর্টগুলো অঙ্কন করলে দেখতে বেশি ভালো লাগে। আর আপনি যেমন আর্টটি সুন্দরভাবে অংকন করেছেন, তেমনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন, এটা দেখে খুব ভালো লেগেছে আমার কাছে।
আপনাদের কাছে ভালো লাগলেই আমার অঙ্কন করা সার্থক।ধন্যবাদ আপনাকে।
রাখির প্রতীকী রঙ এবং নকশার দিকটি আপনি দারুণভাবে ফুটিয়ে তুলেছেন।চিত্রের ডিটেইলিং এবং রঙের ব্যবহার খুব সুন্দর লেগেছে।আপনার আঁকার মধ্যে অনেক যত্ন আর ভাবনা দেখা যাচ্ছে। এতো সুন্দর করে সময় দিয়ে ধৈর্য ধরে অন্কন করেছেন এবং সেটা আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
হ্যাঁ ভাইয়া, ভাবনা তো থাকতেই হবে একটু আর্টের ক্ষেত্রে।ধন্যবাদ আপনাকে।
রাখিটি ভীষণ সুন্দর হয়েছে দেখতে। রাখিটি অনেক সুন্দর করে নকশা করেছেন এবং রাখি বাঁধা দড়িটিও অনেক সুন্দর ভাবে এঁকেছেন করেছেন। যা দেখে ভীষণ ভালো লাগলো।
আমার আর্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।
রাখির চিত্র অঙ্কন করেছেন দেখে সত্যিই মুগ্ধ হয়েছি। দারুন একটি আর্ট শেয়ার করেছেন। দেখতে খুবই সুন্দর হয়েছে আপু। দেখে খুবই ভালো লাগলো।
ধন্যবাদ আপনাকে আপু।
এই রাখি দেখে একেবারে বাস্তবের মনে হচ্ছে৷ যেভাবে আপনি এত সুন্দর একটি রাখির আর্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করে দিয়েছেন তা যেরকম একেবারে চমৎকারভাবে শেয়ার করেছেন৷ তার পাশাপাশি এখানে আপনি এখানে ডিজাইনগুলো একেবারে নিখুঁতভাবে দিয়েছেন৷ একের পর এক যেভাবে ডিজাইনগুলো এখানে শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷
আপনার সুন্দর মতামত পড়ে উৎসাহ পেলাম, ধন্যবাদ আপনাকে ভাইয়া।