Diy- "একটি রাখির চিত্র অঙ্কন"

in আমার বাংলা ব্লগ3 months ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।যাইহোক আজ আমি একটি সম্পূর্ণ ভিন্নধর্মী আর্ট পোষ্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

Diy- একটি রাখির চিত্র অঙ্কন:

IMG_20250730_065425.jpg

দীর্ঘদিন ধরে কোনো আর্ট করা হয়ে ওঠেনি সময় সল্পতার জন্য।যদিও যেকোনো আর্ট করা অনেক ধৈর্য্য ও একাগ্রতার বিষয়।তবে বৃষ্টির দিনে মাঝে মাঝেই অঙ্কনের মধ্যে নিজেকে ডুবিয়ে দিতে বেশ ভালোই লাগে।যদিও এখন প্রতিনিয়ত সারাদিন বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে।তাই আজ একটি রাখির আর্ট করেই ফেললাম।কারন আর কয়েকদিন পরেই রাখিবন্ধন উৎসব।যেটা ভাই ও বোনের মধ্যের সুন্দর সম্পর্ককে আরো দৃড় ও মজবুত করে তোলে।তাছাড়া প্রত্যেকটি আর্টের আলাদা আলাদা বিষয়বস্তু থাকে।তো এটি অঙ্কনের পর বেশ সুন্দর ও আকর্ষণীয় দেখতে লাগছিলো।আশা করি এই আর্টটি ভালো লাগবে আপনাদের সকলের কাছেও।যাইহোক তো চলুন শুরু করা যাক--

IMG_20250730_065452.jpg

উপকরণ:

1.সাদা কাগজ
2.কাঁটা কম্পাস
3.পেন্সিল
4.রবার ও
5.রঙ্গিন বলপেন

IMG_20250730_064936.jpg

অঙ্কনের পদ্ধতিসমূহ:

ধাপঃ 1

IMG_20250730_064956.jpg
প্রথমে আমি একটি কাঁটা কম্পাস ও পেন্সিল দিয়ে দুটি বৃত্ত একে নিলাম।

ধাপঃ 2

IMG_20250730_065019.jpg
এরপর বৃত্তের মধ্যে পেন্সিলের সাহায্যে ফুলের পাপড়ি আর্ট করে নিলাম।

ধাপঃ 3

IMG_20250730_065044.jpg
এবারে সূর্যমুখীর ফুলের পাপড়ির মতো করে একে নেব বৃত্তের চারিপাশে।

ধাপঃ 4

IMG_20250730_065109.jpg
এখন আমার হাতের একটি ছবি তুলে নিলাম ফোনের সাহায্যে।

ধাপঃ 5

IMG_20250730_065120.jpg
এবারে পেন্সিল দাগের উপর দিয়ে কালো ও নীল রঙের বলপেন দিয়ে একে নিলাম বৃত্ত ও ফুলের পাপড়িগুলি।

ধাপঃ 6

IMG_20250730_065136.jpg
এখন ফুলের পাপড়ির মধ্যে হালকা করে ডিজাইন করে নিলাম এবং দুইপাশ দিয়ে দুটি দাগ টেনে নিলাম কালো রঙের বলপেন দিয়ে।

ধাপঃ 7

IMG_20250730_065154.jpg
এরপর বৃত্তের মধ্যে হালকা ডিজাইন একে নিয়ে happy rakhi লিখে নিলাম বড় হাতের ইংরেজি অক্ষরে।নীচে একটি লাভ চিহ্ন একে নিলাম।

ধাপঃ 8

IMG_20250730_065240.jpg
এখন রাখির দুইপাশের দুটি দাগের উপর দুইপাশে ছোট ছোট বৃত্ত একে শিকলের মতো ডিজাইন করে একে নিলাম।

শেষ ধাপঃ

IMG_20250730_065306.jpg
সবশেষে নীল রঙের বলপেন দিয়ে অঙ্কনের নীচে আমার নাম লিখে নিলাম।

ছবি উপস্থাপন:

IMG_20250730_065337.jpg

IMG_20250730_065321.jpg

IMG_20250730_065212.jpg
তো অঙ্কন করা হয়ে গেল আমার "একটি রাখির চিত্র।"এটা অঙ্কনের পর দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয় লাগছিলো।


আশা করি আমার আজকের আর্টটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীআর্ট
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  
 2 months ago 

টাস্ক প্রুফ:

IMG_20250802_120525.jpg

GridArt_20250802_115806033.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

এরকম সুন্দর এবং নিখুঁত ডিজাইনগুলো আমি একটু বেশি পছন্দ করি দেখতে। এত সুন্দর করে আপনি এই আর্টটি কমপ্লিট করেছেন দেখে তো জাস্ট মনোমুগ্ধকর লেগেছে। একটু সময় ব্যবহার করে আর্ট গুলো অঙ্কন করা হলে বেশি সুন্দর হয়। আর্টটি যেমন সুন্দর করে এঁকেছেন, তেমনি সুন্দর উপস্থাপনা তুলে ধরেছেন।

 2 months ago 

ঠিক বলেছেন আপু,সময় নিয়ে আর্ট করলে অনেক সুন্দর হয়ে থাকে।ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

এই ধরনের আর্ট গুলো নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে তারপর সুন্দর করে আস্তে আস্তে অংকন করা লাগে। এরকম ভাবে আর্টগুলো অঙ্কন করলে দেখতে বেশি ভালো লাগে। আর আপনি যেমন আর্টটি সুন্দরভাবে অংকন করেছেন, তেমনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন, এটা দেখে খুব ভালো লেগেছে আমার কাছে।

 2 months ago 

আপনাদের কাছে ভালো লাগলেই আমার অঙ্কন করা সার্থক।ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

রাখির প্রতীকী রঙ এবং নকশার দিকটি আপনি দারুণভাবে ফুটিয়ে তুলেছেন।চিত্রের ডিটেইলিং এবং রঙের ব্যবহার খুব সুন্দর লেগেছে।আপনার আঁকার মধ্যে অনেক যত্ন আর ভাবনা দেখা যাচ্ছে। এতো সুন্দর করে সময় দিয়ে ধৈর্য ধরে অন্কন করেছেন এবং সেটা আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 months ago 

হ্যাঁ ভাইয়া, ভাবনা তো থাকতেই হবে একটু আর্টের ক্ষেত্রে।ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

রাখিটি ভীষণ সুন্দর হয়েছে দেখতে। রাখিটি অনেক সুন্দর করে নকশা করেছেন এবং রাখি বাঁধা দড়িটিও অনেক সুন্দর ভাবে এঁকেছেন করেছেন। যা দেখে ভীষণ ভালো লাগলো।

 2 months ago 

আমার আর্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

রাখির চিত্র অঙ্কন করেছেন দেখে সত্যিই মুগ্ধ হয়েছি। দারুন একটি আর্ট শেয়ার করেছেন। দেখতে খুবই সুন্দর হয়েছে আপু। দেখে খুবই ভালো লাগলো।

 2 months ago 

ধন্যবাদ আপনাকে আপু।

 2 months ago 

এই রাখি দেখে একেবারে বাস্তবের মনে হচ্ছে৷ যেভাবে আপনি এত সুন্দর একটি রাখির আর্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করে দিয়েছেন তা যেরকম একেবারে চমৎকারভাবে শেয়ার করেছেন৷ তার পাশাপাশি এখানে আপনি এখানে ডিজাইনগুলো একেবারে নিখুঁতভাবে দিয়েছেন৷ একের পর এক যেভাবে ডিজাইনগুলো এখানে শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷

 2 months ago 

আপনার সুন্দর মতামত পড়ে উৎসাহ পেলাম, ধন্যবাদ আপনাকে ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.10
TRX 0.32
JST 0.033
SBD 0.67