ঈদ স্পেশাল:"রসালো ও ঝরঝরে বোঁদে রেসিপি"

in আমার বাংলা ব্লগ6 months ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।যদিও দুইদিন ধরে শরীরটা ঠিক ভালো নেই।যাইহোক তারপরও চলে আসলাম নতুন একটি মজাদার রেসিপি নিয়ে।আশা করি ভালো লাগবে আপনাদের কাছে।

ঈদ স্পেশাল:"রসালো ও ঝরঝরে বোঁদে রেসিপি"

GridArt_20250313_114039238.jpg

মিষ্টি খেতে আমরা কম-বেশি সকলেই পছন্দ করি।আর মিষ্টির মধ্যে জনপ্রিয় একটি মিষ্টি হচ্ছে রসালো ও ঝরঝরে বোঁদে।যদিও আমরা অনেকসময় মিষ্টি জাতীয় রেসিপি দোকান থেকে কিনে খেয়ে থাকি কিন্তু সেটা সেইভাবে মন ভরে খেতে পারি না চাইলেও।তাই আজ আমি তৈরি করেছি "রসালো ও ঝরঝরে বোঁদে রেসিপি"।যারা কম মিষ্টি খেতে পছন্দ করেন কিংবা সুগারজনিত সমস্যায় ভুগছেন তারাও কিন্তু এই মিষ্টি বোঁদে রেসিপিটা তৃপ্তি করে খেতে পারেন।কারন এটা তৈরি করতে খুব বেশি মিষ্টির প্রয়োজন হয় না।তাছাড়া আমি এতে নিজ হাতে ঘরে তৈরি ফুড কালার ব্যবহার করেছি।তাই কালারটি যেমন সুন্দর হয়েছিল তেমনি খেতেও খুবই রসালো ও ঝরঝরে হয়েছিল।তাছাড়া বাচ্চা থেকে বুড়ো সবাই এটা খেতে বেশ পছন্দ করে।আশা করি এই রেসিপিটি ভালো লাগবে আপনাদের কাছেও।তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক----

GridArt_20250313_114224038.jpg

উপকরণসমূহ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

ক্রমিক নংউপকরণপরিমাণ
1বেসন1.5 কাপ
2বেকিং পাউডার1/2 টেবিল চামচ
3চিনি1 কাপ
4হলুদ ফুড কালার1 চিমটি
5পালংশাকের পাতা দিয়ে সবুজ ফুড কালার2 টেবিল চামচ
6সাদা তেল1.5 কাপ
7গোটা এলাচ1 টি
8জল

(এছাড়া আমি একটি পরিষ্কার স্টিলের ঝাঁকা নিয়েছি,চাইলে আপনারা ছাকনিও ব্যবহার করতে পারেন।)

IMG_20250313_055244.jpg

IMG_20250313_055743.jpg

প্রস্তুত-প্রণালী:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

ধাপঃ 1

IMG_20250313_055305.jpg
প্রথমে আমি বেসনের সঙ্গে পরিমাণ মতো বেকিং পাউডার নিয়ে মিশিয়ে নেব হাত দিয়ে।

ধাপঃ 2

IMG_20250313_055338.jpg
এরপর কিছু ফ্রেস ক্ষেতের পালংশাক তুলে বেছে নিয়ে জল দিয়ে ধুয়ে নেব।তারপর শীল-পাটায় বেঁটে রস বের করে নিলাম।

ধাপঃ 3

IMG_20250313_055457.jpg
এবারে তিনটি বাটি নিয়ে নিলাম, তারপর বাটির মধ্যে হলুদ ফুড কালার ও পালংশাকের সবুজ ফুড কালারের মধ্যে কিছুটা করে বেসন মিশিয়ে নিলাম।

ধাপঃ 4

IMG_20250313_055514.jpg
এরপর তিনটি বাটিতেই আলাদা করে গাড় বেটার তৈরি করে নিলাম।

ধাপঃ 5

IMG_20250313_055530.jpg
এখন একটি পরিস্কার কড়াই বসিয়ে দেব চুলার মিডিয়াম আঁচে।তারপর পরিমাণ মতো সাদা তেল দিয়ে গরম করে নেব।

ধাপঃ 6

IMG_20250313_055553.jpg
এরপর একটি স্টিলের ঝাঁকার মধ্যে ছিদ্রযুক্ত স্থান দিয়েই বেসনের বেটার দিয়ে দেব।

ধাপঃ 7

IMG_20250313_055621.jpg
এবারে ঝাঁকা থেকে ঝরে পড়া বোঁদেগুলি ভেজে নেব মুচমুচে করে।

ধাপঃ 8

IMG_20250313_055843.jpg
এরপর বোঁদেগুলি খুব সুন্দর ও কালার তৈরি হয়েছে।এখন মুচমুচে করে ভেজে নিতে হবে।

ধাপঃ 9

GridArt_20250313_083045901.jpg
তো আমার সবগুলি বোঁদে ভেজে নেওয়া হয়ে গিয়েছে একইভাবে।হলুদ, কমলা ও সবুজ রঙের বোঁদেগুলি।

ধাপঃ 10

GridArt_20250313_083134812.jpg
এখন আমি মুচমুচে বোঁদেগুলি হাত দিয়ে মিশিয়ে নেব সব কালারের।

ধাপঃ 11

GridArt_20250313_083159822.jpg
তো আমার সবগুলো বোঁদে একত্রে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে।

ধাপঃ 12

IMG_20250313_055939.jpg
এখন পুনরায় চুলায় কড়াই বসিয়ে দেব,তারপর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম।

ধাপঃ 13

IMG_20250313_055901.jpg
এরপর পরিমাণ মতো জল ও একটি এলাচ ফাটিয়ে দিয়ে জ্বাল করে নেব চিনির সিরা তৈরির জন্য।

ধাপঃ 14

IMG_20250313_060006.jpg
এবারে চিনির সিরা হালকা লাল হয়ে গেলে এবং এক তার পরিমাণ আঠালো হয়ে আসলে বোঁদে দিয়ে দিতে হবে।

ধাপঃ 15

IMG_20250313_060026.jpg
তো আমি এখন চিনির সিরার মধ্যে মুচমুচে বোঁদেগুলি দিয়ে দেব এবং নেড়েচেড়ে মিশিয়ে নেব।

ধাপঃ 16

IMG_20250313_060037.jpg
এরপর বোঁদেগুলি হালকা জ্বাল করে নিয়ে নেড়েচেড়ে এক ঘন্টার জন্য রেখে দেব।

শেষ ধাপঃ

IMG_20250313_112913.jpg
সবশেষে রসালো বোঁদেগুলি একটি পাত্রে নামিয়ে নেব।তো তৈরি করা হয়ে গেল আমার "রসালো ও ঝরঝরে বোঁদে রেসিপি"

পরিবেশন:

IMG_20250313_134442.jpg

IMG_20250313_112913.jpg

GridArt_20250313_115359400.jpg

GridArt_20250313_115521120.jpg
এখন এটি পরিবেশন করতে হবে গরম কিংবা ঠান্ডা যেকোনো অবস্থায়।তাছাড়া এই মজার রসালো বোঁদে রেসিপিটি কয়েক দিন ধরে রেখে খাওয়াও সম্ভব।


আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীরেসিপি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  
 6 months ago 

বোঁদে রেসিপিটি দেখে অনেক ভালো লাগলো। দারুন একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন রেসিপিটি দেখে অনেক লোভনীয় লাগছে।ধন্যবাদ দিদি দারুন একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 6 months ago 

আপনার কাছে আমার রেসিপিটি ভালো লেগেছে জেনে খুশি হলাম,ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 months ago (edited)

ভীষণ সুন্দরভাবে ঝরঝরে বোঁদে বানিয়ে ফেলেছো দেখছি। এই ধরনের একটু কম মিষ্টি খাবারগুলো খেতে আমার খুব পছন্দ। দারুন সুন্দর ভাবে ধাপে ধাপে সমগ্র রেসিপিটি আমাদের সঙ্গে শেয়ার করেছ বোন। তোমার রেসিপি দেখে যে কেউ সম্পূর্ণ রান্নাটি খুব তাড়াতাড়ি তৈরি করে ফেলতে পারবে।

 6 months ago 

হ্যাঁ দাদা,খুবই ঝরঝরে হয়েছিল আর ভিতরে রসালো।আপনার অনুভূতি পড়ে ভালো লাগলো, ধন্যবাদ।

 6 months ago (edited)

আরিব্বাস! জানো তো গ্রীণ ছোটবেলায় বাড়িতে যখনই কোন অনুষ্ঠান হত তখনই এররকম বোঁদে বানানো হত। টিফিন পাতে লুচি বা মুড়ির সাথে দেওয়া হবে বলে। তোমার বানানো বোঁদেটা অসাধারণ দেখতে হয়েছে৷ এই টুকু মেয়ে ইউনিভার্সিটি ও পড়াশুনো সামলে কত কি করো!

 6 months ago 

এই টুকু মেয়ে ইউনিভার্সিটি ও পড়াশুনো সামলে কত কি করো!

হি হি☺️☺️,দিদি আশীর্বাদ করো জানো আরো বেশি কিছু শিখতে পারি ও করতে পেরে তোমাদের সঙ্গে ভাগ করে নিতে পারি।💝

 6 months ago 

শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। বোঁদে রেসিপি দারুন হয়েছে আপু। দেখেই খেতে ইচ্ছে করছে। অনেক লোভনীয় লাগছে দেখতে। ধন্যবাদ আপনাকে আপু।

 6 months ago 

শুধু দেখতে লোভনীয় নয়,খেতেও অনেক মজাদার।ধন্যবাদ আপনাকে আপু।

 6 months ago 

বোদে রেসিপি এখন পর্যন্ত কোন দিন খাওয়া হয়নি। আজকে আপনার মাধ্যমে এই নতুন রেসিপির সাথে পরিচিত হতে পারলাম। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে রসালো ও ঝরঝরে বোঁদে রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল।

 6 months ago 

ভাইয়া, এভাবে আপনি ট্রাই করে দেখতে পারেন।খুবই টেস্টি খেতে এটি,ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

টাস্ক প্রুফ:

GridArt_20250314_001056676.jpg

 6 months ago 

রসালো ও ঝরঝরে বোঁদে রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে। এত সুস্বাদু রেসিপি তৈরি করেছেন আপনার রেসিপির পরিবেশে আমার কাছে দারুণ লেগেছে।

 6 months ago 

চাইলে আপনিও খুব তাড়াতাড়ি তৈরি করতে পারেন, ধন্যবাদ ভাইয়া।

 6 months ago 

বোঁদে অনেকটা বুন্দিয়ার মত লাগছে দেখতে। এগুলোকে আমাদের এদিকে বুন্দিয়া বলা হয়। ইফতারে অনেকেই এটা খেতে পছন্দ করে। আমি নিজে কখনোই এগুলো তৈরি করিনি। আপনার রেসিপি দেখে খুবই ভালো লাগলো দিদি। মজার একটা রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 6 months ago 

আপু,এলাকাভেদে এর নাম ভিন্ন হতে পারে।আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।

 6 months ago 

এগুলোকে আমরা বুন্দিয়া বলে থাকি। বিশেষ করে ছোলা মাখার ক্ষেত্রে বুন্দিয়া জিলাপির সাথে দেয়া হয়ে থাকে। খেতে ভীষণ মজা হয়। তবে বাড়িতে এভাবে কখনো ট্রাই করা হয়নি। পালং শাকের রস থেকে আপনি সবুজ রঙের ফুড কালার তৈরি করেছেন এটা দেখেই তো একদম অবাক লাগছে। দারুন রেসিপি তৈরি করছেন আপু। যে কোন সময় এটা তৈরি করে খেলে খুবই ভালো লাগবে।

 6 months ago 

বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আপু,ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.35
JST 0.035
BTC 115998.79
ETH 4675.53
SBD 0.86