স্বরচিত কবিতা: "জীবনবৃত্তান্তের নতুন ইতিহাসে"
নমস্কার
কবিতা হলো অনুভূতির ফসল।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পন্ন নতুন একটি কবিতা নিয়ে।
জানি, আমি অতটা ভালো লেখক নই।তবুও অনেকের অনুপ্রেরণা ও উৎসাহে লেখার চেষ্টা করি সামান্যতম দক্ষতা দিয়ে।মাঝে মাঝেই ভয় থাকে ভিড়ের মাঝে আমার কবিতাগুলো হারিয়ে যাওয়ার।যাইহোক আমি সবসময় প্রকৃতি ও বাস্তব বিষয় নিয়ে কবিতা লিখতে বেশি ভালোবাসি।
আমরা জানি,সৃষ্টির সেরা জীব মানুষ।কারন মানুষের মধ্যে মান,সম্মান ও হুশ রয়েছে।রয়েছে সততা, বিবেকবোধের মতো চিন্তাশক্তি।তবে এই শক্তি বর্তমানে কয়জনে কাজে লাগায়!দিকে দিকে হিংস্র মনোভাবের পরিচয় মেলে,যা বিবেকহীন পশুর থেকে কম নয়।মানুষের ছোট্ট জীবনের পরিচয় তখন অনেক বড় হিসেবে ধরা দেয়। তো আমার এই ভাবনাগুলিই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আজকের কবিতায়।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----
জীবনবৃত্তান্তের নতুন ইতিহাসে
জীবনবৃত্তান্তের নতুন ইতিহাসে,
কেউবা বেঁচে থাকে মহৎ কর্মে
কেউবা আবার বাঁচে নিজ সম্মান খর্বে।
ছোট্ট মস্তিকে খেলাধুলা করে
হাজারো চিন্তা পাহাড়সম হয়ে,
কেউ বিবেকবোধের কিনারায় দাঁড়িয়ে
কেউবা বিবেচনাধীন হিংস্রতায় হারিয়ে।
আমি শুধু ভাবি,কেনই এত পার্থক্য!
কেউ চিন্তার জগতে ডুব দিয়ে,
পরিশুদ্ধ জীবনের কথা লেখে
গ্রাম কিংবা শহরের পাহাড়তলীর কাব্য-সাহিত্যে।
কেউ নগ্ন চিন্তার পরিচয় দেয়
উগ্রভাষীর কাঁটাতারে নিজেকে জড়িয়ে,
তুমি বানভাষী হয়েও ধৈর্য্য ধরো
নিজের চিন্তাশক্তির বেড়াজালে।
প্রতি মুহূর্ত জীবন থেকে ঝড়ছে সময়
নিজেকে মেলে ধরি রঙিন চিন্তায়,
মন থেকে একফালি কালো মেঘ সরিয়ে
জীবনবৃত্তান্তের এ এক নতুন ইতিহাসে।।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | কবিতা |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Thanks.
মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব। আর মানুষের মধ্যে ভালো মন্দ সব বিচার করার জ্ঞান আছে। বর্তমান সময়ে মানুষ হচ্ছে হিংস্র প্রাণী সেই ভয়ঙ্কর। তবে আপনি মনের অনুভূতি দিয়ে খুব সুন্দর করে কবিতা লিখেছেন।জীবনবৃত্তান্তের নতুন ইতিহাসে কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার কাছে আমার কবিতাটি ভালো লেগেছে জেনে খুশি হলাম, ধন্যবাদ আপনাকে।
মানুষ সৃষ্টির সেরা জীব। মানুষের মধ্যে বিবেক বুদ্ধি ভালো মন্দ বোঝার ক্ষমতা আছে জন্য সে সৃষ্টির সেরা জীব। তবে ঠিক বলেছেন এখন আর মানুষ আগের মত নেই হিংস্র পশুর মতই হয়ে গেছে। আপনার কবিতা যতই পড়ছি অতই মুগ্ধ হচ্ছি।অনেক দারুন ভাবে কবিতা গুলো লেখেন এবং সবকিছু সুন্দরভাবে আমাদের মাঝে ফুটিয়ে তোলেন। অনেক ধন্যবাদ দিদি দারুন একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
আসলেই বেশি বিবেকবান মানুষ বর্তমানে পশুর সমান হয়ে যাচ্ছে।ধন্যবাদ আপু।
খুবই সুন্দর একটি কবিতা তৈরি করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এরকম অসাধারণ একটি কবিতা পড়ে খুবই ভালো লাগলো৷ যেভাবে আপনি আজকের এই কবিতা এখানে তৈরি করে শেয়ার করেছেন তা পড়ে খুবই ভালো লাগছে৷ এখানে আপনি এই কবিতার লাইনের সামজ্ঞস্যতা খুব সুন্দর বজায় রেখেছেন৷ অসংখ্য ধন্যবাদ সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য৷
চেষ্টা করি ভাইয়া, একটির সঙ্গে আরেকটি লাইনের মিল রাখার।যাতে সুন্দরভাবে ফুটে ওঠে, ধন্যবাদ আপনাকে।