"শুকনো বরই দিয়ে বড় কাঁকড়ার টক রেসিপি"

in আমার বাংলা ব্লগ4 months ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।আজ আমি একটি সম্পূর্ণ ভিন্নধর্মী রেসিপি পোষ্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।আশা করি রেসিপিটি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।

শুকনো বরই দিয়ে বড় কাঁকড়ার টক রেসিপি:

IMG_20240217_210621.jpg

অনেকদিন ধরেই মজার ও সুস্বাদু কোনো-ই রেসিপি পোষ্ট শেয়ার করা হয় না।তাই আজ ভাবলাম সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে।বন্ধুরা,আজ আমি শেয়ার করবো শুকনো বরই দিয়ে বড় কাঁকড়ার টক রেসিপি।শুকনো বরইগুলি আমাদের গাছের,আর এগুলো এই বছরেই শুকানো হয়েছে।তাছাড়া বেশ গরম আবহাওয়া চলে এসেছে।তাই এমন হালকা টক জাতীয় রেসিপি খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে।তাছাড়া মুখে আলাদা একটা রুচিও ফিরে আসে।আমি এই রেসিপিটি প্রথম তৈরি করলাম।এটা তৈরির পর দেখতে যেমন অসাধারণ হয়েছিল তেমনি খেতেও অনেক মজাদার ও সুস্বাদু হয়েছিল। আশা করি এই রেসিপিটি ভালো লাগবে আপনাদের কাছেও।তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

IMG-20240216-WA0000.jpg

উপকরণসমূহ:

1.শুকনো বরই- 1 বাটি
2.বড় কাঁকড়া- 4 টি
3.কাঁচা মরিচ কুচি- 5 টি
4.পেঁয়াজ কুচি- 2 টি
5.লবণ- 1.5 টেবিল চামচ
6.হলুদ-1 টেবিল চামচ
7.পাঁচফোড়ন-1/3 টেবিল চামচ
8.তেজপাতা-2 টি
9.শুকনো মরিচ গুঁড়া-1 টেবিল চামচ
10.গরম মসলা গুঁড়া-1/2 টেবিল চামচ
11.সরিষার তেল-60 গ্রাম

IMG-20240216-WA0001.jpg

IMG-20240216-WA0002.jpg

প্রস্তুত-প্রণালী:

ধাপঃ 1

IMG_20240217_195850.jpg
প্রথমে আমি বড় কাঁকড়াগুলি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি।এরপর মিডিয়াম আঁচে একটি পরিষ্কার কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম।এরপর কাঁকড়াগুলি দিয়ে স্বাদ মতো লবণ, হলুদ ও কাঁচা মরিচ দিয়ে কষিয়ে ভেজে নেব।

ধাপঃ 2

IMG_20240217_195914.jpg
এখন কাঁকড়াগুলি কষিয়ে ভেজে নেওয়া হয়ে গেলে শুকনো বরই দিয়ে হালকা নেড়েচেড়ে ভেজে নিলাম।

ধাপঃ 3

IMG_20240217_195931.jpg
এবারে রেসিপিতে পরিমাণ মতো জল দিয়ে নিয়ে স্বাদ অনুযায়ী পুনরায় আবারো লবণ ও হলুদ যুক্ত করে মিশিয়ে নিলাম।

ধাপঃ 4

IMG_20240217_195949.jpg
এরপর ঢাকনা দিয়ে ঢেকে বরইগুলি সেদ্ধ হতে রেখে দেব কয়েক মিনিট।তারপর তরকারী ফুটে উঠলে একটি পাত্রে নামিয়ে নিলাম।

ধাপঃ 5

IMG_20240217_200006.jpg
এখন কড়াইতে সরিষার তেল ,পেঁয়াজ কুচি, তেজপাতা ও গুঁড়া মসলাগুলি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে।

ধাপঃ 6

IMG_20240217_200041.jpg
এরপর ভেজে নেওয়া পেঁয়াজ ও মসলার মধ্যে তরকারীটি পুনরায় ঢেলে মিশিয়ে দিলাম।

শেষ ধাপঃ

IMG_20240217_210549.jpg

IMG_20240217_210600.jpg
সবশেষে তরকারীতে ছোট ছোট বলক চলে আসলে নামিয়ে নিলাম একটি পাত্রে।তো তৈরি করা হয়ে গেল আমার "শুকনো বরই দিয়ে বড় কাঁকড়ার টক রেসিপি"

পরিবেশন:

IMG-20240216-WA0010.jpg

IMG-20240216-WA0009.jpg
এখন গরম গরম ভাতের সঙ্গে রেসিপিটি পরিবেশন করতে হবে।এটি খেতে খুবই মজাদার ও সুস্বাদু হয়েছিল।


আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীরেসিপি
ডিভাইসredmi note 10 pro max
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  
 4 months ago 

কাকড়া যদিও খাই না তবে রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হবে। আর টক দিয়ে রান্না যে কোন খাবার আমার বেশ পছন্দ। তাই রেসিপিটি আমার কাছে ভালই লাগবে। ধন্যবাদ অন্য রকম একটি রেসিপি শেয়ার করার জন্য।

 4 months ago 

হ্যাঁ আপু,এটা খুবই সুস্বাদু হয়েছিল।আপনি চাইলে ছোট মাছও ব্যবহার করতে পারেন, ধন্যবাদ আপনাকে ।

Posted using SteemPro Mobile

 4 months ago 

শুকনো বরই দিয়ে বড় কাকরার টক রেসিপিটি বেশ লোভনীয় লাগছে। দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হবে। অসংখ্য ধন্যবাদ আপু কাকড়ার এই সুস্বাদু টক রেসিপিটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

ঠিকই ধরেছেন আপু,এটা খুবই সুস্বাদু হয়েছিল খেতে।খেয়ে দেখবেন একদিন, ধন্যবাদ আপনাকে ও।

Posted using SteemPro Mobile

 4 months ago 

খুবই ইউনিক ধরনের একটা রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি আজকে যেই রেসিপিটি আমাদের মাঝে তুলে ধরেছেন এই রেসিপিটি আমার কাছে একদমই নতুন, তাছাড়া এরকম রেসিপি এর আগে কখনো দেখিনি। শুকনো বরই দিয়ে বড় কাকড়ার এরকম টক রেসিপি এই প্রথমবার দেখতে পারলাম। শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 4 months ago 

ভাইয়া, এটা আমি নিজের মস্তিষ্ক দিয়ে প্রথম তৈরি করলাম।আমিও এটা কোথাও কখনো দেখিনি, ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 4 months ago 

কাঁকড়া রেসিপি আমি কখনোই খাইনি, তবে কাঁকড়া ভাজি খেয়েছি ফ্রাই করে। আপনি বরই দিয়ে এই বড় কাঁকড়া রেসিপি তৈরি করেছেন। দেখি খুবই মজাদার মনে হচ্ছে। এত সুস্বাদু রেসিপি এবং ভিন্ন রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 4 months ago 

ভাইয়া, সুযোগ হলে এভাবে ট্রাই করে দেখতে পারেন।ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আজকে খুবই দারুণ একটি রেসিপি তৈরি করেছেন। রেসিপিটা দেখে আমার কাছে ইউনিক লেগেছে, কারণ এভাবে রেসিপি কখনো তৈরি হয়নি। আপনি খুবই সুস্বাদু বড় কাকড়া রেসিপি তৈরি করলেন। আসলে এভাবে টক রেসিপি হলে খাবারের চাহিদা এবং খাবার রুচিটা যেন ফিরে আসে।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আসলেই টক জাতীয় খাবার মুখের রুচি ফিরিয়ে আনে, ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 4 months ago 

শুকানো বড়াই দিয়ে কাঁকড়ার টক একদম নাম শুনেই জিভে জল চলে আসলো।কি যে লোভনীয় হয়েছে দিদি আপনার রেসিপিটি তা বলে বোঝানো সম্ভব নয়।আপনার গাছের বড়াই গুলো খুব লোভনীয়। আমারও গাছের বড়াই আমি সারা বছরের জন্য শুখিয়ে রেখে দেই।কাঁকড়া দিয়ে শুকনো বড়াইয়ের টক গুলোর কাঁকড়া মুখে দিয়ে চিবালে যে সুস্বাদু লাগবে তা বলে বোঝানো যাবে না।আমারও এরকম করে কাঁকড়া রান্না করে খেতে মন চাচ্ছে কিন্তুু আমাদের এলাকায় কাঁকড়া পাওয়া যায় না এমনকি বাজারেও কিনতে পাওয়া যায় না তাই খাওয়া হবে না।ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার করে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর রেসিপিটি শেয়ার করার জন্য।

 4 months ago 

দিদি বলেন কি!আপনার এলাকায় কাঁকড়া পাওয়া যায় না।কখনো সুযোগ হলে অন্য কোথাও থেকে অবশ্যই যেকোনো কাঁকড়া কিনে রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন, ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আপু জীবন এ প্রথম এমন রেসিপি দেখলাম।টক খাবার দেখলেই খেতে ইচ্ছা করে।রেসিপি টি অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু এত সুন্দর রেসিপি উপহার দেবার জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ ভাইয়া, স্বাগতম আপনাকে।

Posted using SteemPro Mobile

 4 months ago 

কাকড়া যদিও এ পর্যন্ত খাওয়া হয়নি তবে রেসিপিটি দেখে অনেক লোভনীয় লাগছে। শুকনা বড়ই দিয়ে বড় কাঁকড়ার টক রেসিপিটি এবার প্রথম দেখলাম। আমার কাছে রেসিপিটি অনেক ইউনিক মনে হয়েছে। ধন্যবাদ আপু সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 4 months ago 

শুধু দেখতে নয়,খেতেও লোভনীয় ছিল আপু।ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 4 months ago 

নিজের গাছের বড়ই শুকিয়ে কাকড়ার রেসিপি করেছেন দেখতে বেশ সুন্দর আর লোভনীয় হয়েছে।
আমি তো বড়ই প্রতিদিন নেড়ে৷ দিতে গিয়ে সব সাবাড় করে ফেলি সংরক্ষণের জন্য আর থাকেনা

 4 months ago 

হি হি,বেশ বলেছেন।আসলে টক জাতীয় জিনিসের প্রতি সবারই আকর্ষণ বেশি থাকে।ধন্যবাদ আপনাকে এবং স্বাগতম।☺️

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 61620.03
ETH 3394.18
USDT 1.00
SBD 2.50