জেনারেল রাইটিং: "প্রিয় কিছু হারানোর যন্ত্রণা মৃত্যুসম"
নমস্কার
জেনারেল রাইটিং: "প্রিয় কিছু হারানোর যন্ত্রণা মৃত্যুসম"
বন্ধুরা,প্রতিনিয়ত আমি ভিন্ন ভিন্ন পোষ্ট করতে ও লিখতে ভালোবাসি।তাই আজ আমি আপনাদের সামনে আবারো উপস্থিত হয়েছি সম্পূর্ণ ভিন্নধর্মী একটি পোস্ট নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে যন্ত্রনা সম্পর্কে আমার নিজস্ব অনুভূতি শেয়ার করবো।আসলে মানুষ সবসময় বেশি আবেগী হয়ে থাকে।বিবেকের তাড়নায় জর্জরিত মানুষ অনেক মানসিক যন্ত্রণায় ভুগতে থাকে।এ ক্ষেত্রে কারো কারো মত ভিন্ন হতে পারে তবে আমি শুধুমাত্র আমার নিজের অনুভূতি প্রকাশ করছি। যাইহোক তো চলুন শুরু করা যাক----
মানুষের মন বড্ড বেশি আবেগী।এই আবেগী মনে মানুষ বারেবারে ক্ষত-বিক্ষত হয়।প্রিয় কোনো কিছুর গুরুত্ব আমাদের কাছে অনেক বেশি।সেটা হোক কোনো জড় বস্তু কিংবা জীব।
মানুষ কখনো তার প্রিয় জিনিসকে ইচ্ছে করেই হারিয়ে ফেলে,আবার কখনো চোখের আড়ালে উধাও হয়ে যায় প্রিয় জিনিসগুলো।তখন আমাদের মনকে আষ্টেপৃষ্ঠে ঘিরে ধরে যন্ত্রনাগুলি।মানসিক যন্ত্রনা মানুষের শরীরকে খুব সহজেই দুর্বল করে দিতে পারে।অবসাদ,ক্লান্তি মানুষের হৃদয়কে জড়িয়ে ধরে।মানুষ সর্বদা তার প্রিয় জিনিসের উপর দুর্বল থাকে।বিবেকের তাড়নায় জর্জরিত মানুষ অনেক মানসিক যন্ত্রণায় ভুগতে থাকে।আমার ধারণায়মানুষের জীবনে বিবেক হচ্ছে বড় সম্পদ।আর যার মধ্যে বিবেক-বুদ্ধি কাজ করে তার মধ্যে অনুভূতিগুলি সতেজ থাকে।সক্রিয় অনুভূতি দ্বারা মানুষ তার আবেগকে পরিচালনা করে।
আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যাদের বিবেক -বুদ্ধি নেই বললেই চলে।দেখতে মানুষ হলেও তারা আসলে পশুর সমান।হয়তো ঈশ্বর তাদের দেখতেই মানুষরূপী তৈরি করেছেন।কিন্তু তাদের মস্তিষ্ক পশুর থেকে অধমভাবে সক্রিয় করেছেন।এই সমস্ত মানুষ খুবই অকৃতজ্ঞ ও অবিবেচক হয়।যার জন্য ভালো মানুষেরা নানাভাবে ভোগান্তির শিকার হয়ে থাকে।বর্তমানটা আধুনিক যুগের।তারপরও আমাদের সমাজ আধুনিক চিন্তাধারায় অগ্রসর হতে পারেনিও।হিংসা-বিদ্বেষ মনোভাবকে জলাঞ্জলি দিতে পারেনি,আবার দেখা যায় অবিবেচক মানুষের পক্ষেই মানুষের সংখ্যা বেশি।ভালো মনোবৃত্তির মানুষেরা নিঃসঙ্গ হয়ে পড়ে আর নিরপেক্ষতার আশ্রয় খুঁজেও ব্যর্থ হয়।
কথায় নয়,কাজে মানুষের আসল পরিচয়।কিন্তু বর্তমানে কাজে নয় কথা দিয়েই মানুষকে পরিচালনা করা সম্ভব সেটা বারবার সামনে উঠে আসে।মনে হয়, মাঝে মাঝেই যে মূর্খের জগতে প্রবেশ করেছি।এই সমস্ত মূর্খ মানুষের কার্যকলাপে ভালো মানুষকে নানা সমস্যার সম্মুখীন তো হতে হয়-ই তার উপরে ভালোবাসায় জড়ানো প্রিয় অনেককিছুকে হারাতে হয় জীবন থেকে।যেগুলো জীবন থেকে কখনো মুছে ফেলা যায় না, যায় না মানুষের সঙ্গে ব্যাখ্যা করা।
কথায় বলে--যার গুরুত্ব শুধুমাত্র তার কাছে অর্থাৎ যার দুঃখ শুধু সেই ভালোভাবে উপলব্ধি করতে পারে।অন্যরা হয়তো সান্ত্বনা দিতে পারে সাময়িক সময়ের জন্য।কিংবা হাস্যরসে উড়িয়ে দিতে পারে অনুভূতির গভীরতা উপলব্ধ না করে।প্রিয় কোনোকিছু এমনি হারানো তো খুবই কষ্টের আবার ইচ্ছে করেই হারিয়ে ফেলা দ্বিগুণ কষ্টের।এই যন্ত্রনা যেন শুধুই বুকের পিঞ্জরে গিয়ে আঘাত করে, যন্ত্রণাগুলি যেন ক্যান্সারের মতো কুরে কুরে খায় আর হৃদয়ে গভীর ক্ষতের সৃষ্টি হয় যেন।এই যন্ত্রনা মৃত্যুর থেকে কোনো অংশে কম নয়।আসলে একজন মারা গেলে যেমন কষ্ট হয় এবং ধীরে ধীরে তার পরিসমাপ্তি ঘটে ।কিন্তু হারানো জিনিসের যেন পরিসমাপ্তি ঘটে না এটা মৃত জিনিসের থেকে আরো যন্ত্রনা দেয় হৃদয় ভেঙে দুই টুকরোর মতোই।।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | জেনারেল রাইটিং |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Thanks.
আপনার অনুভূতি গুলো পড়ে অনেক ভালো লাগলো সত্যি প্রিয় জিনিস এর প্রতি মানুষের দূর্বলতা বেশি থাকে সব সময়। আর প্রিয় কোন জিনিস হারিয়ে গেলে তার কষ্টের কিছু নিয়ে। ধন্যবাদ আপু সুন্দর লিখেছেন।
আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ আপু।
প্রিয় জিনিসের সাথে মানুষের সম্পর্ক টা হয়ে থাকে আত্মার সম্পর্ক। অর্থাৎ এটা কখনোই মানুষ হারাতে চাই না। হয়তো জিনিসটা মূল্যবান না কিন্তু তার কাছে ঐটা অমূল্য। চমৎকার লাগল আপনার পোস্ট টা। একেবারে করুণ একটা সত্যি তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে।।
ভাইয়া, সত্যিই এটা করুণ ও বাস্তবতা নিয়ে লেখা।ধন্যবাদ আপনাকে সুন্দর মতামতের জন্য।
আসলে আজকের পোস্টে আপনি যে কথাগুলো বলেছেন তা কিন্তু সবগুলো ঠিক বলেছেন। প্রিয় জিনিস গুলো যখন আমাদের জীবন থেকে হারিয়ে যায় তখন কিন্তু আমাদের কোন দিশা থাকে না। আমাদের মনে হয় তখন এই পৃথিবীতে একটা পাগলের মত। এত সুন্দর একটা পোস্ট আজ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
একেবারেই ঠিক বলেছেন দাদা,পৃথিবীতে নিঃসঙ্গ পাগলের মতো মনে হয় নিজেদেরকে।ধন্যবাদ আপনাকে।
আপনি একদম ঠিক বলেছেন আপু এখন আমাদের সমাজে অনেক মানুষ আছে যাদের বিবেক বুদ্ধি মনে হয় কিছুই নেই। নিজের প্রিয় জিনিসটা হারালে যে কতটা যন্ত্রণা বা কষ্ট পাওয়া যায় সেটা শুধু যাদের হারায় তারাই বুঝে। আপনি আজকে খুব সুন্দর একটি টপিক নিয়ে আমাদের সাথে কিছু কথা শেয়ার করেছেন। পড়ে খুবই ভালো লাগলো আপু ধন্যবাদ।
সমাজের হীন মানুষদের সঙ্গে পেরে ওঠা খুবই কঠিন, ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন আপু প্রিয় কিছু হারিয়ে গেলে খুবই কষ্ট হয়। প্রিয় জিনিস যখন আমাদের জীবন থেকে হারিয়ে যায় তখন আমাদের খুবই ফাঁকা ফাঁকা লাগে। মনে হয় কোথায় গেলে সে জিনিসটাকে খুঁজে পাবো। মাঝে মাঝে দেখা জিনিসও চোখের সামনে থেকে উধাও হয়ে যায় তখন হৃদয়ে জমে যায় অনেক বেদনা। ধন্যবাদ আপু পোস্ট টি সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করার জন্য।
সত্যিই আপু,হৃদয়ে যেন রক্তক্ষরণ শুরু হয়।ধন্যবাদ আপনাকে।
অবশ্যই বিবেক আমাদের সবচেয়ে বড় সম্পদ, যদিও আমরা সেটা কখনোই বিবেচনা করি না। যার কারণেই আজকে আমাদের এবং আমাদের সমাজের এই অধঃপতন।
ঠিক বলেছেন, ধন্যবাদ ভাইয়া।
আসলে এই জিনিসটা একেবারে বাস্তব৷ যা কিছুই আমাদের একটু প্রিয় হয়ে ওঠে তা আমাদের কাছে বেশিদিন টিকে না৷ খুব অল্প সময়ের মধ্যে তা আমাদের কাছ থেকে হারিয়ে যায়৷ আর এই প্রিয় কিছু হারিয়ে যাওয়ার মধ্যে যে কষ্ট থাকে তার মতো কষ্টের কিছুই হয় না৷ আজকে আপনি আপনার পোস্টের মধ্যে সবকিছু খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন৷ ধন্যবাদ এই পোস্ট শেয়ার করার জন্য৷
বাস্তব কথা বলেছেন, প্রিয় জিনিসগুলো দ্রুত হারিয়ে যায়।ধন্যবাদ ভাইয়া।