"অহরহ ঘটে চলেছে চুরির ঘটনা" (শেষ পর্ব)

in আমার বাংলা ব্লগ4 months ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।অনেকদিন পর আমি আজ চলে আসলাম ভিন্ন ধরনের একটি ব্লগ নিয়ে।সেটি হলো-"অহরহ ঘটে চলেছে চুরির ঘটনা"।আসলে এই ঘটনায় চোরেরা ব্যর্থ নাকি সফল হলো সেটাই বলবো আপনাদের সঙ্গে।যাইহোক তো আর কথা না বাড়িয়ে চলুন ব্লগটি শুরু করা যাক----

অহরহ ঘটে চলেছে চুরির ঘটনা (শেষ পর্ব):

IMG_20240226_134305.jpg
সোর্স

কিছু ঘটনা যেমন অনেক বেশি ভাবনার তেমনি কিছু ঘটনা বেশ হৃদয়বিদারক।যেটা আমাদের মনে দাগ কাটে।আবার কিছু ঘটনা মর্মান্তিক হয়ে থেকে যায় মানুষের স্মৃতিতে।তেমনি এই ঘটনাটি স্পর্শকাতর বা মর্মস্পর্শী না হলেও বেশ ভাবনার।সেই বাস্তবে ঘটে যাওয়া কিছু ঘটনায় শেয়ার করবো আজ আপনাদের সঙ্গে।

তো বন্ধুরা, আমি আগের দিনে বলেছিলাম,আমাদের গ্রামে বাঙালির সংখ্যা অনেক কম।আর নন বাঙালি অর্থাৎ বিহারী,সাঁওতাল ও আদিবাসী সম্প্রদায়ের মানুষকে জায়গা দিয়ে এখানে বসানো হয়েছে।তারা-ই এখন আধিপত্য বিস্তার করে বসে গেছে এবং বাঙালির জিনিস চুরির প্রতি আগ্রহী হয়ে উঠেছে।অর্থাৎ একপ্রকার উড়ে এসে জুড়ে বসার মতোই অবস্থা বলা চলে।হঠাৎ চেঁচামেচিতে আমার ঘুম ভাঙলো ভোরে,উঠেই মায়ের মুখ থেকে শুনতে পেলাম-----

রমেশ মিস্ত্রি ভাইয়ের গরু চুরি হয়ে যাচ্ছিল রাত্রে।রমেশ পেশায় একজন মিস্ত্রি অর্থাৎ মানুষের কাঠের ঘর তৈরি করার কাজ করেন তিনি।এছাড়া এই সময়ে সরকারি ক্যানেল পাড়ের কিছু খেজুর গাছও তুলে থাকেন রস সংগ্রহ করে বিক্রি করার উদ্দেশ্যে।তো তারা মূলত তিন ভাই।সব ভাই আলাদা খাওয়া দাওয়া করে কিন্তু ছোট্ট একটি ভিটায় সবাই একত্রেই বসবাস করে।বাস চলাচল করা পিচ রাস্তার পাশেই তাদের বাড়ি।যেহেতু অল্প ভিটা তবুও তারা তার মধ্যে অনেক গরু, হাঁস, মুরগি,ছাগল ইত্যাদি প্রাণী পালন করে থাকেন।গরুগুলি তার ছোট ভাইয়ের।আর এই ছোট ভাইয়ের সংসারে রমেশ মিস্ত্রির বাবা ও মা থাকেন।তার বাবার বয়স হওয়া সত্ত্বেও গরুর দেখাশুনা করেন।কিন্তু এতগুলো গরু ঠিকভাবে সামলাতে পারেন না বলে গরু বিক্রির জন্য কথাবার্তা চলেছিলো কিছুদিন আগেই।দরদাম অব্দি কথা হলেও তারা সেই গরু বিক্রি করতে রাজি হন নি।ওখানেই মূলত বাঁধলো একটা রহস্য।ঠিক তার কয়েকদিন পর এই ঘটনা অর্থাৎ সেদিন রমেশ খেজুর গাছ কেটে রসের জন্য পাত্র পেতেছেন।

রাত তখন প্রায় তিনটে'র কাছাকাছি।একটি লরি গাড়ি এসে থামলো রমেশ মিস্ত্রির বাড়ির সামনে।গরুর গোয়াল ঘরটি রাস্তার ঠিক পাশেই,একজন লোক রাস্তায় দাঁড়িয়ে পাহারা দিচ্ছে।আর অন্যজন লোক প্রথমে গোয়ালঘরের তালা ভেঙে কিংবা শিকল কেটে ভিতরে প্রবেশ করলো।তারপর সমস্ত গরুর গলার দড়ি কেটে দিলো।তারপর শুয়ে থাকা বড় গাভী গরুর দড়ি কেটে যেই না ওঠানোর চেষ্টা করেছে চোরগুলি,ওমনি বড় গরু এক লাফে পাশের মাঠে ধানবনে পালিয়ে গেল দৌড়ে।অন্যদিকে তাদের একটি পোষ্য কুকুর ছিল, যে খুবই অলস এবং ভীতু।তাই কুকুরটি দুইবার ঘেউ----ঘেউ--- করে উঠলো।অন্যদিকে যেহেতু গাছে পাত্র পাতা রয়েছে রস সংগ্রহের জন্য তাই রমেশ মিস্ত্রির ঘুম ভেঙে গেল।তাই টের পেয়ে তিনি তাড়াতাড়ি উঠে পড়লেন।ততক্ষনে চোরেরা লরি নিয়ে পালিয়ে গেল, সম্ভবত লরির মধ্যে আরো মানুষ ছিল নিঃশব্দে।

রমেশও একজন বাঙালী।তো আশেপাশে অনেক স্থানীয় মানুষ কিংবা আদিবাসী সম্প্রদায়ের মানুষের গরু-ছাগল রয়েছে। কিন্তু চোরেদের টার্গেট বাঙালির জিনিসকে ফোকাস করা।অবশ্য চোর এক্ষেত্রে চুরি করতে ব্যর্থ হয়েছে।তো এটাই ছিল চুরির ঘটনার শেষ পর্ব।


আশা করি আমার লেখা আজকের ব্লগটি আপনাদের সকলের কাছেও অনেক ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  
 4 months ago 

চুরির ঘটনা টা শুনে সত্যি খারাপ লাগলো ৷ আসলে সাধারন পরিবারে গরু ছাগল এসবই তো সম্পদ ৷ দিনশেষে যদি এগুলোর উপরে ফোকাস দেয় তাহলে আর কি বা করার৷ রমেশ দিকটা আমি বেশ ভালো বুঝেতেছি তার কেমন লাগছে ৷

 4 months ago 

ঠিক বলেছেন দাদা,ধন্যবাদ আপনার সু'মতামত দেওয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আপনার এই গল্পের পূর্ববর্তী পর্ব আমি পড়েছিলাম৷ আজকে এর পরবর্তী পর্ব পড়ে খুব ভালো লাগলো৷ আসলে আপনাদের বাড়ির পাশের এই লোকগুলো যেভাবে নির্যাতন করে চুরির ঘটনা চালিয়ে যাচ্ছে তা খুবই খারাপ একটি বিষয়৷ গরিব মানুষের আসল সম্পদ হচ্ছে তাদের লালন পালন করা গরু ছাগল৷ তারা তাদেরকে অনেক ভালোবাসে এবং তাদের দ্বারাই তাদের জীবন পরিচালনা হয়৷ সেই সম্পদগুলোকে যদি ওই আদিবাসীরা চুরির ঘটনা ঘটায় তাহলে তার থেকে বড় কষ্টের আর কিছুই হতে পারে না৷

 4 months ago 

যথার্থ-ই বলেছেন, আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো ভাইয়া।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আমারও অনেক ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে৷ অসংখ্য ধন্যবাদ আপনার প্রতি।

Posted using SteemPro Mobile

 4 months ago 

😊😊

Posted using SteemPro Mobile

 4 months ago 

বছর দুয়েক আগে তোমাদের ওদিকে গিয়েছিলাম, ওখানে আসলেই বিহারী,সাঁওতাল ও আদিবাসী সম্প্রদায়ের মানুষ বেশি। আসলে গ্রাম বাংলায় গরু চুরির এই টেকনিকটা আমার কাছে একেবারে নতুন মনে হল। তবে শেষ পর্যন্ত যে চোর চুরি করে নিয়ে যেতে পারিনি, এটাই সব থেকে বড় ব্যাপার।

কিন্তু চোরেদের টার্গেট বাঙালির জিনিসকে ফোকাস করা।

এটার কারণ কি বোন ? এটা ঠিক বুঝতে পারলাম না।

 4 months ago 

এটার কারণ কি বোন ? এটা ঠিক বুঝতে পারলাম না।

দাদা,এই লেখার প্রথম পর্বটা হয়তো তুমি খেয়াল করোনি।ওটা পড়লেই তুমি সব বুঝতে পারবে😊, আর এই সব সম্প্রদায়ের মানুষের বাড়ি আমাদের এখান থেকে দূরে থাকলেও আনাগোনা সবসময় বাড়ির পাশ দিয়েই।

Posted using SteemPro Mobile

 4 months ago 

ঠিক আছে বোন, এই লেখার প্রথম পর্বটা তাহলে পড়ে দেখবো আমি ।

Posted using SteemPro Mobile

 4 months ago 

একদম দাদা😊.

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 56924.47
ETH 3086.51
USDT 1.00
SBD 2.41