DIY - এসো নিজে করি : কালার টিউবের মাধ্যমে রঙের ছড়াছড়ি এর চিত্রাংকন || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো আর্ট প্রেমী,

সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করছি আপনারা ও ভালো আছেন। আজকে আমি আবার আপনাদের সাথে নতুন একটি আর্ট পোস্ট শেয়ার করছি। আপনাদের সবাইকে নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা।বিশেষ করে নারীদের ❤️।
আজকের দিনটা আমার অনেক ব্যস্ততার মধ্যে কেটেছে। ইউনিভার্সিটি তে আমার মিড টার্ম পরীক্ষা চলছে। তাই পড়াশোনা এবং যাতায়াতের মধ্যে অনেক সময় চলে যাচ্ছে। তারপরও চেষ্টা করছি নতুন নতুন কাজ আপনাদের সাথে শেয়ার করার। যেহেতু আমি আর্কিটেকচার ডিপার্টমেন্টের পড়াশোনা করি। তাই ডিজাইনের কাছে আমার অনেক ধরনের পেন্সিল এবং কালার এর প্রয়োজন হয়। তার পাশাপাশি আপনারা সবাই জানেন আমি অনেক বেশি আর্ট ও করি।

সেই প্রয়োজনেই আজকে একটি রং এর দোকানে গিয়েছিলাম। দোকানটাতে ঢুকে এত ধরনের রং তুলি দেখে, আমি জাস্ট লোভ সামলাতে পারছিলাম না। ইচ্ছে করছিল পুরো দোকানটা বাসায় তুলে নিয়ে আসি। তবে তা কি আর সম্ভব? আর এমন অনেক ধরনের কালার ছিল যা অনেক বেশি এক্সপেন্সিভ। সত্যি বলতে আমি তেমন টাকা ও নিয়ে যায়নি যার কারণে কিনা সম্ভব ছিল না। তবে কালার গুলো দেখে ভাবছিলাম, আমি আমার রুমের মেঝেতে সব গুলো কালার টিউব খুলে সব রং বের করবো এবং সেগুলো দিয়ে সারা দিন বিভিন্ন রকমের পেইন্টিং ও চিত্রাংকন করবো।ঐ সব পেইন্টিং এ থাকবে রঙের ছড়াছড়ি। আহ্ ভাবতেই কি ভালো লাগছে তাই না? কিন্তু এমন কিছু তো আর বাস্তবে সম্ভব না। তাই কল্পনাটা নিয়ে চিত্রাংকন করে ফেললাম ❤️। হিহিহি 😁। আপনারা তো মোটামুটি সবাই জানেন। আমি যেসকল ইচ্ছা বাস্তবে পূরণ করতে পারি না। সেগুলো আর্ট এর মাধ্যমে পূরণ করে ফেলি। এবং আজকেও ঠিক তাই করলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমার চিত্রাঙ্কনটি। চিত্রাঙ্কনের মধ্যে রঙের ছড়াছড়ি নিজেদের মনের রঙ নিয়ে উপভোগ করবেন🎨🖌️। আপনাদের সবার জন্য আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা ও শুভকামনা রইলো। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ❤️।

274884347_256018970052542_967316880665303282_n.jpg
উপকরণ:
  • পেন্সিল
  • কাগজ
  • জলরং
  • মার্কার পেন
  • স্কেল


আসুন আমার শিল্প শুরু করি:
ধাপ - 1

প্রথমে আমি পেন্সিল এর সাহায্যে একটি কালার টিউবের অবয়ব ভালোভাবে অঙ্কন করে নিলাম।

274728280_290772096473513_7513334145395732701_n.jpg274978544_710889600271143_8647747653376906942_n.jpg

ধাপ - 2

এরপর আবারও পেন্সিল এর সাহায্যে আরো অনেকগুলো কালার টিউব এর অবয়ব অঙ্কন করে নিলাম। একেকটা টিউবের একেক ধরনের গঠন দেওয়ার চেষ্টা করেছি। যাতে চিত্রাঙ্কনটিতে অনেকটা বাস্তব রূপ ফুটে উঠে। এরপর কালার টিউব ‌গুলোর ভেতর থেকে চাপ দিলে যে রঙ বের হয়। ঠিক সেইভাবে ছড়ানো কিছু রংয়ের চিত্রাংকন করে নিলাম।

274898015_351965513497736_4538602238690872276_n.jpg274221605_487787659464442_1043280682884826384_n.jpg

ধাপ - 3

এরপর পেন্সিল এর সাহায্যে সবকিছু ভালোভাবে একটু গাঢ় করে নিলাম। এবং সেইসাথে ছড়ানো কালার গুলোর ও সুন্দর গঠন দেওয়ার চেষ্টা করলাম।


275261991_804457447177408_8997152372877198638_n(1).jpg


ধাপ - 4

এরপর শুরু করলাম রংয়ের কাজ। টিউব থেকে যে রং বের হচ্ছে,সেই কালার টিউবের উপর ওই রং দিয়ে চিহ্নিত করে দিলাম। প্রথম টিউবটি নীল কালার, দ্বিতীয় টি হলুদ এবং তৃতীয় টি সবুজ রঙের জল রং দ্বারা ভালোভাবে রং করে নিলাম।

274882735_289706529887234_3138855584628578554_n.jpg274817094_645768810048150_7380749763964883930_n.jpg

ধাপ - 5

একইভাবে আরেকটি টিউব লাল রঙের জল রং দ্বারা রং করে নিলাম।
এরপর কালার ‌টিউব গুলোকে কলম দিয়ে গাঢ় করে নিলাম।

275181952_2752485191724179_1895551260874871287_n.jpg274830970_4987282704643253_7701212637678043726_n.jpg

ধাপ - 6

এবং এতে বাস্তব রূপ দেওয়ার জন্য প্রতিটি কালার টিউবের নিচে ছায়া সৃষ্টি করলাম।


274223915_484316813158986_3085420819883911924_n.jpg


ধাপ - 7

এরপর স্কেল ও কলমের সাহায্যে পিছনের ব্যাকগ্রাউন্ড অংকন করে নিলাম।
এরপর মার্কার পেন এর সাহায্যে কালার টিউব গুলো আরো গাঢ় করে নিলাম। এবং রং এর মধ্যে বাস্তবতা আনার জন্য সাদা রং দিয়ে কিছু ডিজাইন করে নিলাম।
সবশেষে নীল,হলুদ,সবুজ এবং লাল রঙের জল রং ব্রাশ এর মাধ্যমে পুরো পেইজে ছিটিয়ে দিলাম।
আজকে আমি কালার টিউবের মাধ্যমে রঙের ছড়াছড়ি এর চিত্রাংকন সম্পন্ন করলাম।

274723260_385399616657172_812306819254791405_n.jpg274778718_252837920270230_8816677141367044765_n.jpg

চূড়ান্ত পদক্ষেপ
274884347_256018970052542_967316880665303282_n.jpg274541434_7181067968632074_1154717990281015509_n.jpg

274624650_263226146001169_7571086247798509019_n.jpg



বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং 08 মার্চ, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 2 years ago 
আপনি খুবই চমৎকার করে কালার টিউবের মাধ্যমে রঙের ছড়াছড়ি এর চিত্রাংকন করেছেন যা দেখে আমি অভিভূত হলাম এবং রঙের ছড়াছড়ি মূলত তারাই করে যারা রং নিয়ে খেলা করে রং যাদের মনে সব সময় রাঙিয়ে রাতে ধন্যবাদ এত চমৎকার একটি চিত্রাংকন আমাদের সাথে শেয়ার করার জন্য♥♥
 2 years ago 

ঠিক বলেছেন আপু আমার কাছে রঙ নিয়ে খেলা করতে অনেক ভালো লাগে তাই এমন চিত্রাঙ্কন গুলো আমার অনেক পছন্দ। এর জন্য আমি সবসময় চেষ্টা করি রংয়ের ব্যবহারের মাধ্যমে নতুন কোনো কিছুকে রঙিন করে তুলি।

 2 years ago 
রঙের ছড়াছড়ি তারাই করতে পারে যারা রঙ ব্যবহার করার কৌশল জানে। আলনার তৈরি ডাই প্রজেক্ট আমাকে মুগ্ধ করেছে। আপনাত হাতের ছোঁয়া লাগলেই চিত্র সুন্দর হয়ে যায়। শুভকামনা রইলো।
 2 years ago 

রং এর ব্যবহারের কৌশল কতটুকু জানি তা জানি না ভাইয়া ‌। কিন্তু রং দিয়ে কোনো কিছুকে রঙিন করতে অনেক ভালো জানি তাইতো এত রঙিন রঙিন চিত্র আপনাদের সাথে শেয়ার করি।

 2 years ago 

খুব ইউনিক একটি আর্ট করেছেন আপু। আসলে এই আর্ট টি দেখে আমি প্রথমে বুঝেছিলাম যে সত্যি হয়তো রং পড়ে আছে। কিন্তু যখন ভালোভাবে টাইটেলটা পড়লাম তখন বুঝলাম না আপনি এটা অঙ্কন করেছেন আসলেই খুবই প্রতিভার কাজ করেছেন। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য এভাবেই এগিয়ে যান।

 2 years ago 

চেষ্টা করেছি ভাইয়া যাতে আপনাদের কাছে আমার চিত্রাঙ্কন টি আসল মনে হয়। আর আপনার কাছে আসল মনে হয়েছে মানে আমার প্রচেষ্টা একটু হলেও সফলতা পেয়েছে।

 2 years ago 

কালার টিউবের মাধ্যমে রঙের ছড়াছড়ি এর চিত্রাঙ্কন খুবই সুন্দর হয়েছে আপু। আপনি সব সময়ই খুব সুন্দর সুন্দর চিত্রাংকন আমাদের মাঝে উপহার দেন। আপনার আর্টের প্রতিভা দেখে আমি মুগ্ধ। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আসলে ভাইয়া আপনাদের সহযোগিতা এবং উৎসাহমূলক মন্তব্যগুলোর মাধ্যমে আমি সবসময় এ ধরনের চিত্রাংকন গুলো করার উৎসাহ পাই আর তাই হয়তবা আপনাদের কাছে আমার করা চিত্রাংকন গুলো ভালো লাগে।

 2 years ago 

আপনার বুদ্ধিটা আমার খুবই ভালো লেগেছে আপু । যেসব বিষয়ে বাস্তবে পূরণ করা সম্ভব নয় আপনি আর্ট এর মাধ্যমে সেগুলো পূরণ করেন। খুব ভালো লাগলো জেনে। আপনার আজকের আর্টটি দেখে আমি প্রথমে ভেবেছিলাম যে সত্যিকারের রঙ পরে আছে।কিন্তু পরে আপনার পোস্টটি পড়ে দেখলাম যে আপনি এটি আর্ট করেছে। এত নিখুত ভাবে আর্ট করেছেন যে হঠাৎ করে দেখলে বোঝার উপায় নাই যে এটি বাস্তব না আর্ট। খুব চমৎকার হয়েছে আপনার আজকের আর্টটি।

 2 years ago 

আপু আমি সবসময় চেষ্টা করি ইউনিক কাজ গুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। কারণ চাইলে যেকোন চিত্রাঙ্গন করা যায় কিন্তু ইউনিক নাহলে আমার মন মত হয়না বলেই আমি এ ধরনের চিত্রাঙ্কন করে থাকি। অনেক ধন্যবাদ আপু আপনাকে আমাকে চমৎকারভাবে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

কালার টিউবের মাধ্যমে রঙের ছড়াছড়ি এর চিত্রাংকন আরও একটা অসাধারণ চিত্রাংকনের মধ্যে একটি আপনার। ভীষণ ভালো লেগেছে আমার কাছে আপনার এই চিত্রাংকনের দক্ষতা। সত্যিই প্রতিবার আপনি আপনার চিত্রাংকন এর মাধ্যমে সকলের মন জয় করে ফেলেন। ছবিটি খুবই সুন্দর হয়েছে এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন চিত্রাংকন প্রতিনিয়ত আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

সত্যি শুনে ভালো লাগলো যে ভাইয়া আমার চিত্রাংকন টি আপনার কাছে ভীষণ ভালো লেগেছে। আমার মনে হচ্ছে এখন আমার কষ্ট সার্থক হয়েছে। আসংখ্যা ধন্যবাদ ভাই আপনাকে।

 2 years ago (edited)

ধন্যবাদ।

 2 years ago 

কালার টিউবের মাধ্যমে রঙের ছড়াছড়ি চিত্রাংকন দেখে আমার খুব ভালো লাগলো। চারিদিকে রঙের এতসব ব্যবহার করে আপনার চিত্রাংকন টিকে সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। আপনার চিত্রাংকন এর সবগুলো ধাপ আপনি সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

চেষ্টা করেছি ভাইয়া রঙের ছড়াছড়ি করে চিত্রাঙ্গন টিকে ফুটিয়ে তোলার জন্য। জানিনা কতটুকু হয়েছে কিন্তু আমার চেষ্টা একশো শতাংশ ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এবং আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 2 years ago 

বরাবরের মতোই আমি অপেক্ষায় ছিলাম আপনার কাছ থেকে নতুন কিছু পাওয়ার। চিন্তা ধারার সাথে মিলে গেলো। চমৎকার আরেকটি চিত্রাঙ্কন করে উপহার দিয়েছেন। চমৎকার সব আইডিয়া আপনার মাথায় ঘুরে। খুব সহজ ও সুন্দর পদ্ধতিতে আপনি কালার টিউবের চিত্র টি এঁকেছেন। সেই সাথে দুর্দান্ত উপস্থাপনা।সব মিলিয়ে অসাধারণ 👌👌👌👌

 2 years ago 

শুনে খুব ভালো লাগলো যে আপনি আমার চিত্রাঙ্কনের অপেক্ষায় থাকেন। আসলে এর থেকে বড় উৎসাহমূলক মন্তব্য আর হতে পারে না। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে আপনার দুর্দান্ত মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.13
JST 0.033
BTC 63035.00
ETH 3022.97
USDT 1.00
SBD 3.82