DIY - রঙিন সামুদ্রিক মাছের 🐟 চিত্রাংকন || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো আর্ট প্রেমী,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। আমি আবারো হাজির হয়ে গেছি নতুন একটি আর্ট নিয়ে। আমি আর্ট করতে অনেক ভালোবাসি। তাই আমি প্রায় সময় চেষ্টা করি আপনাদের সাথে আর্ট শেয়ার করার জন্য। এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে আমি নতুন একটি আর্ট নিয়ে হাজির হয়েছি যেখানে আমি রঙিন সামুদ্রিক মাছের 🐟 চিত্রাংকন করেছি। আশা করছি আপনাদের সবার কাছে আমার এই আর্ট ভালো লাগবে। এবং আমি আশা করছি আপনারা সবাই আমাকে আগের মতোই উৎসাহিত করবেন যেন ভালো ভালো আর্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি।

278986759_315036453927549_1197115974822483781_n.jpg
উপকরণ:
  • পেন্সিল
  • কাগজ
  • মোমরং
  • মার্কার পেন


আসুন আমার শিল্প শুরু করি:
ধাপ - 1

প্রথমে আমি পেন্সিল এর সাহায্যে একটি মাছের লেজের সামনের অংশের অবয়ব ভালোভাবে অঙ্কন করে নিলাম।


278376758_319236293626779_4724349180305702382_n.jpg


ধাপ - 2

এরপর পেন্সিল এর সাহায্যে মাছের লেজ,চোখ এবং পাখনা ভালোভাবে অঙ্কন করে নিলাম। যেহেতু এই মাছটা সামুদ্রিক মাছ ।তাই অন্য মাছের তুলনায় এই মাছের লেজ এবং পাখনা গুলো একটু ভিন্ন ধরনের।

278485735_3220307441587533_6062533688148391842_n.jpg278699296_483150723590759_7212958628411503769_n.jpg

ধাপ - 3

এরপর শুরু করলাম রংয়ের কাজ। প্রথমে মাছের যেসকল অংশে হলুদ রং প্রয়োজন। হলুদ মোম রং এর সাহায্যে সেই সকল অংশ রং করা সম্পন্ন করলাম।
আবার যে সকল জায়গায় লাল রঙের প্রয়োজন ছিল। সেগুলোতে লাল মোম রঙের সাহায্যে রং করে নিলাম।

278302813_1678592865812263_3921285334280807044_n.jpg278480082_519111502957067_7908594652269250850_n.jpg

ধাপ - 4

এরপর মাছের চোখ বাদে বাকি সব অংশ ভালোভাবে রং করে নিলাম। দুটি রং এর মাধ্যমে আমি পুরো মাছটি ভালোভাবে রং করে নিলাম। দুটি রং নিজের মন মতো করেই ব্যবহার করেছি যেভাবে মাছটি রং করলে বেশি আকর্ষণীয় লাগবে।


278627165_1032143590714206_8014156750945066593_n.jpg


ধাপ - 5

এরপর মাছের চোখগুলো কালো করে নিলাম। এবং সেইসাথে লাল মার্কার পেন এর সাহায্যে মাছের অবয়ব অর্থাৎ মাছের চারপাশ গাঢ় করে নিলাম।


278550008_315297840685050_108055308599395224_n.jpg


ধাপ - 6

এরপর মাছের আশেপাশে পানির বুদবুদ বোঝানোর জন্য নীল রং দিয়ে ছোট বড় গোল গোল করে রং করে নিলাম। এভাবেই আমি আমার আজকের চিত্রাংকন টি সম্পন্ন করলাম।


278932428_384888466839810_179272480859795690_n.jpg



চূড়ান্ত পদক্ষেপ
279084079_688455085692957_8374073213209800538_n.jpg278346198_977039922954294_3362777284563939670_n.jpg
278986759_315036453927549_1197115974822483781_n.jpg278961104_306259601660970_7248241814523302353_n.jpg


বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং 27 এপ্রিল, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 2 years ago 

দারুন একটি কালারফুল সামুদ্রিক মাছের চিত্র অঙ্কন করেছেন ।সামুদ্রিক মাছ দেখতে খুবই সুন্দর লাগছে এই ধরনের সামুদ্রিক মাছ গুলো দেখতে আসলে অনেক ভালো লাগে। প্রতিটি ধাপে ধাপে খুব সুন্দর করে চিত্রটি আমাদেরকে দেখিয়েছেন আমার কাছে অনেক ভালো লেগেছে আপু।

 2 years ago 

আসলে আপনি একদম ঠিক বলেছেন এ ধরনের সামুদ্রিক মাছ গুলো দেখতে অনেক ভালো লাগে এবং মনের দিক থেকে অনেক তৃপ্তি পাই। এরা এত বেশি কালারফুল হয় সত্যি তাকিয়ে থাকতে ইচ্ছা করে আর তাই আমি এ ধরনের চিত্রাংকন করার চেষ্টা করেছি।

 2 years ago 

আপু আপনি রঙিন সামুদ্রিক মাছের চিত্রাংকন করেছেন। আমার কাছে খুবই ভালো লাগলো। আমি এর আগে এরকম মাছের চিত্রাংকন দেখেনি। আপনার চিত্রাংকন আমার কাছে খুবই ভালো লাগলো যা বলার বাহিরে। সত্যি আপু খুবই অসাধারণ হয়েছে আপনার এই মাছ অংকন টি।

 2 years ago 

একেবারে মনোমুগ্ধকর আর্ট এটি। মোম রং দিয়ে যে এতো সুন্দর আর্ট করা যায় তা জানতামনাহ😲😯। আসলেই সুন্দর হয়েছে আর বড় কথা হলো ইচ্ছে করছে মাছটাকে একটু হাতদিয়ে টাচ করি। 😁

ধন্যবাদ আপনাকে আপু সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য ও আপনার জন্য অনেক শুভকামনা রইলো। 😊

 2 years ago 

আপু মোম রং দিয়ে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর আর্ট করা যায় । আশা করছি আমি ভবিষ্যতে এমন আরও অসংখ্য আর্ট আপনাদের সাথে শেয়ার করব। আর চাইলে আপনিও এই মাছটি টাচ করতে পারবেন যদি মাছের দোকানে চলে যান হিহিহি।

 2 years ago 

এক কথায় অসাধারণ আপু। আপনার মম রং দিয়ে সামুদ্রিক মাছের চিত্রটি আমার কাছে অসাধারণ লেগেছে। আসলে তুমি খুব ভালো চিত্রটি অঙ্কন করেছেন আপনি। দেখে বোঝা যাচ্ছে চিত্রটি অনেক ধৈর্য্য সহকারে অঙ্কন করেছেন। সেই সাথে দারুন উপস্থাপনা করেছেন আপনি। সবকিছু বর্ণনা আমাদের মাঝে শেয়ার করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

চিত্রাংকন এমন একটি জিনিস আমার কাছে মনে হয় যার ধৈর্য্য নেই তার পক্ষে কখনই চিত্রাংকন করা সম্ভব না। আর আপনি এই ব্যাপারটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এজন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ ভাইয়া। আপনার কাছে আমার চিত্রাংকন ভালো লেগেছে এটা আমাকে অনেক আনন্দিত করছে শুভেচ্ছা রইল ভাইয়া আপনার আপনার জন্য।

 2 years ago 

এটা সত্যি দুর্দান্ত ছিল সামুদ্রিক মাছের পেইন্টিং আমার কাছে ভীষণ ভালো লাগলো। আপনি দারুণ দক্ষতায় আর্ট করেন এবং এটি দুর্দান্ত ছিল। প্রতিটি ধাপ সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

ভাইয়া চেষ্টা করেছি প্রতিটি ধাপ স্পষ্ট ভাবে তুলে ধরার জন্য । কারণ অনেকেই চেষ্টা করছে আমার চিত্রাংকন দেখে আর্ট শেখার জন্য। তাই আমি চেষ্টা করছি সবকিছু ডিটেলস দিয়ে দেওয়ার জন্য যেন যে কেউ আমার চিত্রাংকন দেখে আমার মতো করে চিত্রাংকন করতে পারে।

 2 years ago 

সামুদ্রিক মাছের চিত্র অংকন আমার কাছে ভীষণ ভালো লেগেছে। মাছের কালার কম্বিনেশন আমার কাছে অসম্ভব দারুন লেগেছে। আপনি সত্যিই চোখ ধাঁধানো কাজগুলো দেখে আমার ভীষণ ভালো লাগে। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

এই মাছটি যখন চিত্রাংকন করেছিলাম তখন আমার কালার কম্বিনেশন নিয়ে একটু সমস্যা হয়েছিল । কিন্তু পরবর্তীতে অনেক চেষ্টার পর কালার কম্বিনেশন গুলো সঠিকভাবে আনতে পেরেছি। আর আপনার কাছে আমার কালার কম্বিনেশন টি ভাল লেগেছে শুনে আমার কাছে অনেক ভালো লাগছে ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 2 years ago 

সামুদ্রিক রঙিন মাসের খুব সুন্দর একটি চিত্র আমাদের মাঝে প্রদর্শন করেছেন খুবই ভালো লাগছে দেখতে সুন্দর উপস্থাপনা করেছেন শুভেচ্ছা

 2 years ago 

চমৎকার একটি আর্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। সত্যিই খুব ভালো লেগেছে। সামুদ্রিক মাছ টি কালার ফুল হওয়াতে খুব সুন্দর ফুটে উঠেছে। সব সময় আপনি এমন সুন্দর সুন্দর আর্ট আমাদের মাঝে উপহার দেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু আপনার জন্য শুভেচ্ছা ও ভালোবাসা রইলো 🥰।

রঙ্গিন সামুদ্রিক মাছের চিত্রটি দেখতে খুবই সুন্দর হয়েছে।একটা আর্ট এতো সুন্দর হতে পারে সেটা না দেখলে বোঝাই যেতোনা। ধন্যবাদ এতো সুন্দর একটি কাজ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সামুদ্রিক মাছ গুলো মনে হয় এরকমই হয়। আমি তো দেখে একদম অবাক হয়ে গেলাম। এত সুন্দর ভাবে রং করলেন। দেখে মনে হচ্ছে সত্যি কারের রঙিন মাছ গুলো দেখতে যে রকম হয়। আপনার হার্টের প্রশংসা নতুন করে আর কি বলবো আমার কাছে বেশ ভালো লাগে। অনেক ধন্যবাদ নতুন একটা আর্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু সামুদ্রিক মাছ গুলো এমন বিভিন্ন ধরনের কালারের হয়। আমার কাছে তো সামুদ্রিক মাছ গুলো অনেক বেশি ভালো লাগে দেখতে। মাঝেমধ্যে আমি টিভিতে কিছু সামুদ্রিক সো দেখায় সেগুলো আমি দেখি আমার অনেক ভালো লাগে। পাশাপাশি অসংখ্য ধন্যবাদ রইল আপু আপনাকে সবসময় আমাকে এইভাবে সুন্দর কমেন্ট করার মাধ্যমে উৎসাহিত করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66937.04
ETH 3270.78
USDT 1.00
SBD 2.74