ভ্রমণ: বিনোদিয়া ফ্যামিলি পার্ক ও যশোর বিমানবন্দর পর্ব-৫

in আমার বাংলা ব্লগ14 days ago

IMG_20250225_125533~2.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে শুক্রবার ,২৮ মার্চ ২০২৫

আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আবারো আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিনোদিয়া ফ্যামিলি পার্ক ও যশোর বিমানবন্দর ঘুরতে যাওয়ার পঞ্চম পর্ব। এর আগে আমি আপনাদের সাথে চারটি পর্ব শেয়ার করেছি। আগামী পর্ব গুলোতে যাওয়া থেকে শুরু করে ঘোরাফেরার কিছু মুহূর্ত এবং বিনোদিয়া পার্কের মধ্যে চিড়িয়াখানার ভেতরটা ও আপনাদের মাঝে শেয়ার করেছি। আজকে চিড়িয়াখানা মধ্যে থেকে বের হয়ে তার একপাশে সুন্দর কিছু জায়গা আপনাদের মাঝে তুলে ধরব। বিনোদিয়া ফ্যামিলি পার্ক টা আসলেই পরিবার নিয়ে ঘোরার মত একটি জায়গা। তবে সব থেকে বেশি ভালো লাগলো বাচ্চাদের খেলার জন্য অনেকগুলো খেলনা দেখে। সবগুলো বেশ বড় বড় বাচ্চারা বেশ আনন্দের সাথে খেলছিল। আর বাচ্চাদের দেখলে এমনিতেই আবু রায়হান অনেক খুশি হয়। তার ওপর আবার প্রথমবার এভাবে ভ্রমণ করতে গিয়ে আরও বেশি খুশি হয়েছিল। আর এইসব দেখে আমারও অনেক ভালো লেগেছিল।

IMG_20250225_125430~2.jpg

IMG_20250225_125605~2.jpg

চিড়িয়াখানা থেকে বেরিয়ে প্রথমে আমরা দেখতে পারলাম ক্যাফে বিনোদিয়া বলে সুন্দর একটি রেস্টুরেন্ট। জায়গাটা বেশ সুন্দর। ছাদের ওপর সুন্দর করে ডেকোরেশন করে জায়গা করা হয়েছে বসার জন্য। কিন্তু আমরা অনেকজন ছিলাম একসাথে। কেউ যেতে চাইল আবার কেউ চাইলো না। তাছাড়াও আমি আর আবু রায়হান ছিলাম আপনাদের ভাইয়া তো রান্নার কাছে ছিল তখন। তাই আর ক্যাফে বিনোদিয়া রেস্টুরেন্ট এর ভেতরে যাওয়া হল না। তবে দূর থেকে দেখে বুঝলাম জায়গাটা বেশ সুন্দর। সবাই খুব আনন্দের সাথে বসে গল্প করছিল। তাই একটা ফটোগ্রাফি ধারণ করে নিলাম। পরিবেশটা খুবই নিরিবিলি। সব মিলিয়ে আমার কাছে বেশ ভালই লেগেছে। ক্যাফে বিনোদিয়ার পিছনে আর কোন জায়গা ছিল না দেখার মত তাই আমরা ওখান থেকে ঘুরে আসলাম। এরপর সামনে দিয়ে যেতেই কয়েকটা মূর্তি দেখতে পেলাম। একটা পেঙ্গুইনের মূর্তি তৈরি করা ছিল আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি হাত দিয়ে পেঙ্গুইনের মুখটা একটু ধরলাম। আমার দেখা দেখে আমার ছেলেও ধরল।

IMG_20250225_125551~2.jpg

IMG_20250225_125456~3.jpg

তবে ঘোরাঘুরির প্রথম দিকে বেশিরভাগ সময় আবু রায়হান আমার ফ্রেন্ডের কাছে ছিল। যদিও আমরা একসাথে সবাই ঘুরছিলাম তবে ওর কোলে ছিল। আমি বাচ্চা নিয়ে সেভাবে হাঁটতে পারি না। এরপরে আমরা সামনের দিকে আরো এগিয়ে গেলাম। ওখানে আরো একটি মূর্তি দেখতে পেলাম। এটা ছিল একটি ছুটন্ত মানুষের মূর্তি। তবে প্রতিটি মূর্তির পিছনে তার কাহিনী লেখা ছিল একটি বোর্ডে। আপনারা খেয়াল করলে বিষয়টি দেখতে পারবেন। এরপর ওখান থেকে আমরা চলে আসলাম। তারপর দেখতে পেলাম ছোট করে একটি ট্রেন চলছে। বাচ্চা এবং বড়রা সবাই ট্রেনে বসে বেশ মজার সাথে জার্নি করছে। অনেকেই চড়ে ছিল ট্রেনে কিন্তু আমার চড়া হয়নি। তারপর ওখান থেকে বাহিরে আসতে আসতে আপনাদের ভাইয়া ফোন দিল। বলে রান্না হয়ে গেছে তোমরা চলে আসো। আমারও একটু ক্ষুধা লেগেছিল কেননা তখন দুপুরবেলা। বাড়ি থেকে বের হয়েছি ভোর ছয়টায়। এরপরে জার্নি করে তেমন কিছু আর খাওয়া হয়নি। বাবুকে শুধু নুডুলস রান্না করে নিয়ে গেছিলাম বাড়ি থেকে সেটা খাইয়েছি।

IMG_20250225_125404~2.jpg

IMG_20250225_125355~2.jpg

তাই আর দেরি না করে চলে গেলাম আমাদের স্পট এর কাছে। ওখানে গিয়ে প্রথমে আবু রায়হানকে মাংস দিয়ে একটু ভাত খাওয়ালাম। আমিও একটু খেয়ে নিলাম। কেননা সবাইকে খাইয়ে তারপরে বাবুকে আপনাদের ভাইয়া নিবে এরপরে আমার খাওয়া। তবে খাওয়া দাওয়ার পর্বটি আপনাদের মাঝে আরো একটি পর্বে শেয়ার করব। আমার আজকের এই পর্ব কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে আবারো নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.24
JST 0.030
BTC 83822.80
ETH 1570.35
USDT 1.00
SBD 0.80