সিম্পল একটি মেহেদি ডিজাইন।

in আমার বাংলা ব্লগlast month

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে ।আজকে একটি ভিন্ন ধরনের নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি পোস্ট করছি একটি আর্ট। আজকে আমি আর্ট করেছি সিম্পল একটি মেহেদি ডিজাইন। আশা করি আপনাদের কাছে আমার আর্ট টি ভালো লাগবে।

1000042136.jpg

আজকে আমি খুবই সিম্পল মেহেদি ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বেশ অনেকদিন আগে আপনাদের মাঝে একটি মেহেদী ডিজাইন শেয়ার করেছিলাম তখন আমি অনেকদিন পর প্রথমবার মেহেদি পড়েছিলাম। তখন মেহেদি পড়ার পর আবারো ইচ্ছে করল মেহেদি পড়তে। নিজের হাতে তখনই সাথে সাথেই মেহেদী পড়লাম খুবই সিম্পল একটা ডিজাইন আর্ট করেছি নিজের হাতে। মাঝে মাঝে সিম্পল ডিজাইন গুলো অনেক বেশি ভালো লাগে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানাবেন।আমি আজকের আর্ট কিভাবে করেছি তা আপনাদের সামনে বর্ণনা করে দেখাবো। আশা করি আমার আজকের আর্ট দেখে আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকের আর্ট ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন। তাহলে পরবর্তীতে আরো সুন্দর কিছু আঁকার চেষ্টা করব।

আর্টের বিবরণ:-

উপকরণ:-

•মেহেদী

ধাপ:-১

প্রথমে আমি মেহেদি দিয়ে ছোট্ট একটা ফুল আর্ট করেছি।

1000041420.jpg

1000041421.jpg

ধাপ:-২

যে ফুলের পাশে আমি আরো দুটো ফুল আর্ট করেছি এবং পাশে অনেকগুলো পাত আর্ট করেছি।

1000041422.jpg

1000041423.jpg

ধাপ:-৩

এরপর একটা ফুলের ডিজাইন করে পাশে দুটো বক্স আর্ট করেছি এবং সে বক্স গুলোর মধ্যে ফুলের ডিজাইন করেছি।

1000041424.jpg

1000041425.jpg

ধাপ:-৪

সে বক্স গুলোর উপর আমি আরেকটি ফুলের ডিজাইন করেছি।

1000041425.jpg

1000041426.jpg

ধাপ:-৫

এই ফুল গুলোর ওপর ছোট ফুল আর্ট করে একটা বড় একটা ফুল আর্ট করে তার ভিতরে আরো অনেকগুলো ডিজাইন করেছি।

1000041428.jpg

1000042145.jpg

ধাপ:-৬

এরপর আঙ্গুলের মধ্যে একটা ঘরের ডিজাইন করলাম এবং তারপর অনেক ফুলের ডিজাইন করেছি।

1000041432.jpg

1000041433.jpg

শেষ ধাপ:-

আর এভাবেই শেষ করলাম আমার আজকের এই মেহেদী ডিজাইন। আজকের মেহেদী ডিজাইন টা একদম সিম্পল রেখেছি তবে সুন্দর করে আর্ট করার চেষ্টা করলাম। আশা করি আপনাদের কাছে আমাদের সিম্পল মেহেদী ডিজাইনটি ভালো লাগবে।
1000042138.jpg

1000042139.jpg

1000042136.jpg

1000042137.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীআর্ট
আর্টিস্ট@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1664774022741.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি। আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


IMG-20221013-WA0015.jpg

Sort:  
 last month 

অনেকদিন পর হাতে মেহেদি পড়েছেন জেনে ভালো লাগলো আপু। মেহেদির ডিজাইনটা সিম্পল হলেও দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দর করে হাতে মেহেদি পড়েছেন। দারুন একটি পোস্ট শেয়ার করেছেন আপু।

 last month 

আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য আপনি মেহেদী ডিজাইনটি প্রশংসা করার জন্য।

 last month (edited)

অনেকদিন পরে আপনার মেহেদি ডিজাইন দেখলাম। মেহেদি ডিজাইন আমার কাছেও বেশ ভালো লেগেছে, সিম্পলের মধ্যে এক কথায় গর্জিয়াস হাহাহা।

 last month 

হ্যাঁ আপু অনেকদিন পর মেহেদী দিলাম আর আমার মেহেদি ডিজাইন আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো।

 last month (edited)

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে সিম্পল একটি মেহেদি ডিজাইন আপনার নিজের হাতে দিয়ে শেয়ার করেছেন। এত সুন্দর ভাবে ডিজাইন করেছেন দেখে বেশমুগ্ধ হয়েছি। হাতের উপর মেহেদি দিয়ে হাত ধরে ফেলার পরে দেখতে সব থেকে বেশি ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর ভাবে পোস্ট তৈরির স্টেপ গুলো শেয়ার করার জন্য।

 last month 

আমার আজকের এই মেহেদি ডিজাইনটি দেখে আপনি মুগ্ধ হয়েছেন শুনে খুবই খুশি হলাম ধন্যবাদ আপনাকে।

 last month 

খুব সুন্দর একটি মেহেদী ডিজাইন আর্ট করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার চমৎকার এ মেহেদী ডিজাইন আর্ট দেখে বেশ ভালো লাগলো। অনেক সুন্দর ছিল মেহেদির ডিজাইন টা।

 last month 

আমার মেহেদি ডিজাইন আর্ট দেখে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো। আপনাকেও ধন্যবাদ ডিজাইনটি দেখে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last month 

ওয়াও অসাধারণ হয়েছে আপনার সিম্পল মেহেদী ডিজাইন টি। আপনি বরাবরই আমাদের মাঝে মেহেদী ডিজাইন শেয়ার করেন।আজকের মেহেদী ডিজাইন টি দারুণ ছিলো।ধন্যবাদ আপু পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

আপনি একদমই ঠিক বলেছেন আমি বেশিরভাগ সময় চেষ্টা করে মেহেদি ডিজাইন শেয়ার করার জন্য। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

আমার কাছে এই সিম্পল ডিজাইন গুলোই অনেক বেশি ভালো লাগে। আপনি খুব সুন্দর একটি সিম্পল ডিজাইন আমাদের মাঝে শেয়ার করেছেন। খুবই চমৎকার হয়েছে ডিজাইনটা। খুব নিখুঁতভাবে ডিজাইনগুলো আর্ট করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটা মেহেদি ডিজাইন শেয়ার করার জন্য।

 last month 

আপনার কাছে সিম্পল ডিজাইন গুলো ভালো লাগে জেনে খুবই ভালো লাগলো। আমিও সিম্পল ডিজাইন গুলো অনেক বেশি পছন্দ করি।

 last month 

ভীষণ সুন্দর একটি মেহেন্দির ডিজাইন আমাদের সাথে শেয়ার করলেন। মাঝেমধ্যে এরকম সিম্পল সামান্য মেহেন্দি হাতে করলে খুব ভালো লাগে দেখতে। আপনার মেহেন্দির ডিজাইন খুবই অভিনব লেগেছে আমার। আমার একটা জিজ্ঞাসা ছিল, আমাদের ভারতবর্ষে যে সমস্ত মেহেন্দি পাওয়া যায় সেগুলো কালচে ধরনের হয় দেখতে লাগানোর পরে। আর শুকিয়ে গেলে তো একেবারেই কালো। সেটা তোলার পর রংটা অনেকটা কালচে ধরনের আসে। আপনার মেহেন্দিটা বেশ লাল। আমি এরম ধরনের লাল মেহেন্দি আগে কখনো দেখিনি।

 last month 

আসলে আপু আমাদের দেশে মেহেদী বিভিন্ন ক্যাটাগরির রয়েছে। আমি যে মেহেদীগুলো ব্যবহার করে থাকি এগুলো বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে তৈরি সেজন্য এগুলো লাল হয় । আর অর্গানিক মেহেদী গুলো কালো হয়ে থাকে।

 last month 

নিজের হাতে আপনি অনেক সুন্দর একটা মেহেদির ডিজাইন আর্ট করেছেন। যেটা আমার অনেক সুন্দর লেগেছে দেখতে। মেহেদি লাগাতে আমি নিজেও অনেক পছন্দ করি। আপনার আগের শেয়ার করা মেহেদির ডিজাইন টাও আমার দেখা হয়েছিল। মেহেদির কলারটা অনেক সুন্দর। এরকম সিম্পল ডিজাইনগুলো আমার একটু বেশি পছন্দের। এই ডিজাইন টা কেউ চাইলে সহজে নিজের হাতে অঙ্কন করতে পারবে আপনার উপস্থাপনা দেখে।

 last month 

আপনিও মেহেদি লাগাতে অনেক বেশি পছন্দ করেন তিনি খুব ভালো লাগলো এবং আমার মেহেদী ডিজাইন আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি ছিলাম।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.17
JST 0.028
BTC 69075.42
ETH 2475.71
USDT 1.00
SBD 2.35