আমার তোলা কিছু রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ5 months ago

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি । আজকে আপনাদের সাথে ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। ফটোগ্রাফি করতে আমি অনেক পছন্দ করি। কোথাও ফুলের বাগান দেখলে সাথে সাথেই ফটোগ্রাফি করে ফেলি। আজকে ফুলের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের কাছে ফুলের ফটোগ্রাফি ভালো লাগবে।

1000047107.jpg

আজকে আমি রেনডম ফটোগ্রাফি করলাম। এ ফুলগুলোর ফটোগ্রাফি আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি। এক একটি ফুল এক একটি জায়গা থেকে সংগ্রহ করলাম। ফটোগ্রাফি করতে পছন্দ করি সেজন্য যেখানেই যাওয়া হয় না কেন সেখান সুন্দর কিছু চোখে পড়লে সাথে সাথে ফটোগ্রাফি করে ফেলি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আজকের নতুন নতুন কিছু ফটোগ্রাফি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। কিছু ফটোগ্রাফি আমি করেছি ফুলের এবং কিছু ফটোগ্রাফি বিভিন্ন জিনিসের করেছি। আজকে আরো কয়েকটি ফুলের ফটোগ্রাফি করেছি। বিশেষ করে আজকে অনেকগুলো ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করেছি। তার মধ্যে আরো একটি ভিন্ন ফটোগ্রাফি শেয়ার করেছি। আশা করি আজকের এই ফটোগ্রাফি গুলা আপনাদের কাছে ভালো লাগবে।

1000047104.jpg

device : vivoy15s
লোকেশন

এটি হচ্ছে খুবই সুন্দর একটি বন্য ফুলের ফটোগ্রাফি। এই ফুলটির নাম আমার জানা নেই। তবে ফুলটি খুবই পরিচিত একটা ফুল। রাস্তায় পাশে বিভিন্ন ধরনের জায়গায় এই ফুলটি অনেক দেখা হয়ে থাকে। ফুল দেখতে অনেক বেশি সুন্দর হালকা হলুদ রংয়ের এবং মাঝখানে খয়রি রঙের হওয়াতে খুবই সুন্দরভাবে কিন্তু ফুটে উঠেছে ফুলের রং। এই ফুলটি সচরাচর রাস্তার পাশে বিভিন্ন ধরনের গাছের মধ্যে পাওয়া যায় গাছগুলোর মধ্যে অনেক কাটা থাকে। এই ফুলের গাছের অনেক কাটা থাকার কারণে এ ফুল ছেঁড়া সময় হাতে কাটা লেগে যায়।

1000047106.jpg

device : vivoy15s
লোকেশন

উপরে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি। প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে সবাই অনেক বেশি পছন্দ করে। প্রাকৃতির সৌন্দর্য মানুষকে মোহিত করে। প্রাকৃতিক সৌন্দর্যের মুগ্ধ হতে মানুষ বাধ্য। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখলে কেউ নিজেকে আটকে রাখতে পারবে না। আমি ও নিজেকে আটকে রাখতে পারিনি সেদিন এত সুন্দর এই প্রাকৃতিক দৃশ্য দেখে ফটোগ্রাফি করে নিয়েছি। সবুজে ভরা নীল আকাশ সুন্দর বাতাস গাছপালা গুলো অনেক সুন্দর ছিল। বেশ অনেকদিন আগে জন সমাগম থেকে একটু বাইরে নিশ্বাস নিতে চেয়েছিলাম। তারই উদ্দেশ্যে একটা জায়গায় গেলাম সেখানে একটা জায়গা খুবই সুন্দর গাছপালা নীল আকাশ কোন মানুষ নেই। এত সুন্দর স্নিগ্ধ বাতাস অনুভব করে খুবই ভালো লেগেছে।

1000047101.jpg

device : vivoy15s
লোকেশন

উপরের ফটোগ্রাফিতে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি রঙ্গন ফুল। রঙ্গন ফুল আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এটি হচ্ছে লাল রঙের রঙ্গন ফুলের ফটোগ্রাফি। লাল রং ছাড়া আরও বিভিন্ন ধরনের ফুল রয়েছে। রঙ্গন ফুল বিভিন্ন ধরনের রং এবং বিভিন্ন ধরনের ফুল রয়েছে যেগুলো দেখতে সুন্দর। আমার কাছে লাল রঙের রঙ্গন ফুলটা বেশ ভালো লাগে। লাল রঙের রঙ্গন ফুলের ফটোগ্রাফিটা করেছি আমাদের বাড়ির সামনে থেকে। আমাদের বাড়ির সামনে বেশ অনেক ধরনের ফুল গাছ রয়েছে।পাশে রয়েছে একটা পুকুর। তার মধ্যে রঙ্গন ফুল গাছ একটি। এই ফুল গাছের কিছু অংশ পুকুর এর পাড়ে চলে গেছে। সেখানে অনেক অনেক রকম ফুল রয়েছে যেগুলো আসলে অনেক সুন্দর লাগে দূর থেকে দেখতে।

1000047102.jpg

device : vivoy15s
লোকেশন

এই ফটোগ্রাফি রয়েছে কচুরিপানা ফুলের ফটোগ্রাফি। কচুরিপানা ফুল আমার কাছে বেশ ভালো লাগে। আমাদের গ্রামে একটা নদী রয়েছে। সেই নদীর মধ্যে এরকম বড় বড় অনেক কচুরিপানা রয়েছে এবং তার ভিতরে এরকম সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে। পুরো নদী জুড়ে এই কচুরিপানা আর কচুরিপানা ফুল দেখতে অনেক সুন্দর লাগে। ছোটবেলায় যখন নদীর পাড়ে ঘুরতে যেতাম তখন এই ফুলগুলোকে ছিড়ে ছিড়ে নিয়ে আসতাম। এখন অনেক দিনের নদীর পাড়ে যাওয়া হয় না। কচুরিপানা ফুল আমার কাছে বেশ ভালো লাগে সেজন্যই ফটোগ্রাফিটা করেছিলাম কিছুদিন আগে।

1000047103.jpg

device : vivoy15s
লোকেশন

উপরের ফটোগ্রাফিতে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ফুল। এই ফুলটার নাম হচ্ছে সন্ধ্যা মালতি বা সন্ধ্যা মনি ফুল। এই ফুলের অনেকগুলো রং রয়েছে। একসাথে দেখতে বেশ সুন্দর লাগে। এখন ফুল সাজানোর বা বাড়িতে লাগানোর ব্যবহার করা। আশেপাশে এই সন্ধ্যামণি ফুল গাছ লাগালে বেশ সুন্দর হয়। আমি সন্ধ্যামণি ফুল এর ফটোগ্রাফি করেছিলাম নার্সারি থেকে। একসাথে অনেক রং এর সন্ধ্যা মনি ফুল দেখলে সুন্দর আর কালারফুল লাগে। এই ছিল আমার আজকে কিছু ফটোগ্রাফি আশা করি আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ফটোগ্রাফার@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1664774022741.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


1 (1).png

IMG-20221013-WA0015.jpg

1000041574.jpg

Sort:  
 5 months ago 

খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। বিশেষ করে জবা ফুলের ফটোগ্রাফি ছিলো অসাধারণ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 months ago 

ফুলের ফটোগ্রাফি দেখে সব সময় ভালো লাগে। আজ আপনি বেশ সুন্দর সুন্দর কিছু ফুল এবং প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি নিয়ে আজকের অ্যালবামটি সাজিয়েছেন। প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লেগেছে। আপনি বেশ গুছিয়ে বর্ণনা করেছেন পড়ে ভালো লাগলো। সন্ধ্যা মালতি ফুল আমার কাছে খুব ভালো লাগে এক সময় আমাদের বাড়িতে প্রচুর ছিলো।সকালে এবং সন্ধ্যায় ফুলগুলো ফুটে থাকতো দেখতে অপূর্ব লাগতো।

 5 months ago 

অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু।প্রত্যেকটা ফটোগ্রাফি খুবই সুন্দর লাগছে। ধন্যবাদ বেশ কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 5 months ago 

আপু আপনি বেশ চমৎকার সব ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। ফুলের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। তাছাড়া প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফিও খুব সুন্দর হয়েছে। এলোমেলো ফটোগ্রাফি দেখতে খুব ভালো লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 5 months ago 

1000047108.jpg

1000047112.jpg

1000047111.jpg

 5 months ago (edited)

খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করলেন আপু। আপনার শেয়ার করা প্রতিটি ফুলের ফটোগ্রাফি আমার বেশ ভালো লেগেছে। সন্ধ্যা মালতি ফুল এবং ফুলের কালার আমার খুবই ভালো লাগে। তাছাড়া ও ঢেঁড়স ফুলের ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 5 months ago 

আজকে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর রুম ফটোগ্রাফি উপস্থাপন করেছেন। যেখানে বেশ কিছু ফুলের দেখা মিলল। এছাড়াও প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য। তবে সবচেয়ে ভালো লেগেছে একদম গ্রামীন পর্যায়ের ফুল দেখে। যেখানে লক্ষ্য করে দেখলাম জার্মানির ফুল বা কুচুরিপানার ফুল রয়েছে।

 5 months ago 

অনেকদিন পর আপনার পোস্টে দেখে মনে পড়লো কচুরিপানা দেশ থেকে লো হয়ে যায়নি। আসলে আমি নিজেই অনেকদিন দেখিনি। প্রতিটা ছবি খুব ভালো লেগেছে তবে মাঠের উপর ইলেকট্রিক পোলের যে ছবিটা রয়েছে সেটা বেশি ভালো লাগলো।

 5 months ago 

ফুল ভালোবাসে না এমন লোক পাওয়া মুশকিল।
আমিও আপনার মতো ফুল দেখলেই ছবি তোলার চেষ্টা করি।
আপনার আজকের প্রতিটি ছবি অসাধারণ হয়েছে।
আর বর্ননা দিয়েছেন বেশ গুছিয়ে। অনেক ধন্যবাদ আপু চমৎকার পোস্ট শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.24
JST 0.031
BTC 84522.25
ETH 1591.94
USDT 1.00
SBD 0.85