আমার তোলা আলোকচিত্র :) ভিন্ন কিছুর খোঁজে। || My Exceptional photography 🍀
ভিন্ন কিছুর খোঁজে |
---|
শুভ রাত্রি #amarbanglablog পরিবার 🤗 সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন। আমার চোখে যা ভালো লাগে তা সবসময়ই চেষ্টা করি সুন্দর উপস্থাপনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার। শুক্রবার মানে আমার ফটোগ্রাফি দিবস এবং আমি প্রত্যেক শুক্রবারে চেষ্টা করি বেশ কিছু চমৎকার ছবি আপনাদের উপহার দিতে। তারই ধারাবাহিকতায় আজকে আবারো চমৎকার একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হলাম।
পুরো সপ্তাহ জুড়ে জীবন জীবিকার তাগিদে বিভিন্ন জায়গায় ছুটে বেড়াই মেশিনের কাজে। তার মধ্যেও যখন যেখানে চোখের সামনে সুন্দর কিছু দেখতে পাই সেটাই আমার ক্যামেরা বন্দী করার চেষ্টা করে যাই।
সত্যি বলতে আমার তোলা ছবিগুলো সবাই মোটামুটি ভীষণ পছন্দ করেন এবং চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করেন। ঠিক সেই কারণেই প্রতিনিয়ত ছবি তোলার অনুপ্রেরণা পাই। যাই হোক চলুন দেখে আসা যাক আজকের ফটোগ্রাফি দিবসের কোন কোন ছবিগুলো স্থান পেয়েছে।
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।
আপনারা হয়তো অনেকেই জানেন আমি পোকামাকড় জিনিসটা ভীষণ পছন্দ করি। তাছাড়াও প্রজাপতি ফড়িং এগুলো আরো বেশি ভালো লাগে। সেদিন আমার বাসার সামনেই একটি প্রজাপতি মৃত অবস্থায় দেখতে পাই। এটি দেখে আমার কাছে এতটাই খারাপ লেগেছে ছিল, সেটা বলে বোঝাতে পারবো না। এরপর আমি এটিকে তুলে এনে আমার বারান্দা বাগানের গাছের উপর রেখে দেই এবং বেশ কিছু ফটোগ্রাফি করি। এই প্রজাপতিটি আমার বারান্দা বাগানে মোটামুটি বেশ কয়েকটা দিন ছিল।
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।
কচুরিপানা ফুল আমার পছন্দের তালিকায় রয়েছে। আমি যে পথে অফিসে যাই ঠিক তার পাশেই একটি বড়সড় পুকুর রয়েছে। আর সেই পুকুরেই চমৎকার কচুরিপানা ফুলগুলো ফুটে রয়েছে। এদের সৌন্দর্য আমাকে এতটাই মুগ্ধ করেছে যে আমি আমার মুঠোফোন বের করে বেশ কিছু ফটোগ্রাফি করলাম।
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।
চমৎকার ছোট্ট লেডিবাগ পোকা। আপনারা হয়তো অনেকেই জানেন আমার বাসায় যেকোন পোকা এলে আমি তাদের ছবি তুলে সমাদর করতে ভীষণ পছন্দ করি। ছোট্ট ছোট্ট লেডিবাগ পোকা গুলো দেখতে আসলে অনেক সুন্দর। তাইতো বেশ কিছু ছবি তোলার চেষ্টা করলাম। আর এর একটি ভিডিওগ্রাফি রয়েছে, হয়তো খুব তাড়াতাড়ি আপনাদের সাথে ভাগ করে নেবো।
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।
এই জিনিসটাকে আমরা সবাই মোটামুটি চিনি। একেক এলাকার আঞ্চলিক ভাষায় এর বিভিন্ন রকম নাম রয়েছে। তবে আমাদের এলাকায় এটাকে কলার মোচা বলে থাকে আবার কেউ কেউ কলার থোউর বলে থাকে। এগুলো কিন্তু সবজি হিসাবে ও খাওয়া যায় এবং পরবর্তীতে যখন কলা ধরে তখন তো ফল হিসেবে খাওয়া হয়।
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।
ফুলকলির লোভনীয় স্বাদের বিস্কুট। আমার বাসায় সকালে কিংবা বিকেলে চা দিয়ে বিস্কুট খাওয়ার একটা অভ্যাস রয়েছে। বিশেষ করে বিকেল বেলা চা বিস্কিট আমাকে খেতেই হয়। সেদিন আমি এক বক্স ফুলকলির বিস্কিট কিনে এনেছিলাম। সত্যি বলতে এই বিস্কুটটি খেতে অসাধারণ স্বাদের এবং বেশ তৃপ্তি পেয়েছিলাম খেয়ে।
পরিশেষ
এই ছিল আমার আজকের আয়োজন। আশা করি আমার ছবিগুলো আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত বিদায় নিলাম।
আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।
আপনার তোলা প্রত্যেকটা ফটোগ্রাফি খুবই চমৎকার হয়েছে ভাইয়া। আপনি সব সময় ভিন্ন কিছু খুঁজে খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি করে আপনার ফটোগ্রাফি গুলো দেখতে সত্যি খুব ভালো লাগে। তবে সবচেয়ে বেশি ভালো লেগেছে প্রজাপতির ফটোগ্রাফিটি তবে এটা জেনে খুবই খারাপ লাগলো প্রজাপতিটা মারা গেছে। আর আপনি প্রজাপতিটা আপনার বারান্দার গাছের উপর কয়েক দিন রেখে দিয়েছেন জেনে খুব ভালো লাগলো। একটা চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
আপু মৃত প্রজাপতিটি পরম যত্নে কয়েকদিন রেখেছিলাম এবং ছবি তোলার চেষ্টা করেছিলাম বেশ কিছু। আপনার কাছে আমার ছবিগুলো ভালো লেগেছে জেনে ভীষণ খুশি হলাম।
শুক্রবার মানে আপনার ফটোগ্রাফি দিবস জেনে খুশি হলাম ভাই। তাই শুক্রবার আসলেই আপনার ফটোগ্রাফির অপেক্ষায় বসে থাকি। আজকে চমৎকার ফটোগ্রাফি পোস্ট উপহার দিলেন। তার মাঝে কলার মোচার ফটোগ্রাফি দারুন হয়েছে। আমাদের গ্রামের ভাষায় কলার মোচা বলে। এই মোচা দিয়ে রেসিপি এবং বড়া খেতে অনেক মজা লাগে। এবং সর্বশেষে স্বাদের বিস্কুট এর ফটোগ্রাফি দেখে লোভে পড়ে গেলাম। প্রতিটি ফটোগ্রাফি পরিষ্কার এবং স্বচ্ছ ছিলো। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া ভালো থাকবেন।
হ্যা এটাকে কলার মোচা বলে আমাদের এলাকায়। যাইহোক বিস্কুটের ছবিটি সবাই পছন্দ করেছেন।।
ধন্যবাদ তোমাকে চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য।
https://twitter.com/emranhasan1989/status/1786450162962845879?t=NYPHdTrHxXro1lWjvtPSnw&s=19
অপরূপ সৌন্দর্য আমার কিছু ফটোগ্রাফি করেছেন। এই ফটোগ্রাফির গুলো দেখে অনেক ভালো লাগলো। বিশেষ করে প্রজাপতির ফটোগ্রাফি আর কচুরিপানার ফুলের ফটোগ্রাফি দেখতে পেয়ে বেশি ভালো লেগেছে। অনেকদিন পর এই কচুরিপানা ফুলের ফটোগ্রাফি দেখতে পেলাম।
দেখে বোঝাই যাচ্ছে না যে ওটা একটা মৃত প্রজাপতি। মনে হচ্ছে জীবিত একটা সুন্দর প্রজাপতি বসে আছে! যাহোক সুন্দর ছবি তুলেছেন ওটার।
এর পাশাপাশি কচুরিপানার ফুল, কলার মোচা, বিস্কুটের ছবি- ভিন্ন ভিন্ন ছবিগুলোর পাশাপাশি সুন্দর উপস্থাপনা। সুন্দর একটা পোস্ট শেয়ার করেছেন আমাদের সাথে! অনেক ধন্যবাদ!
উদাহরণ দেখিঃ ১। রক্তের সুগার ৫ মি.লি.মোল= ৫ × ১৮= ৯০ মি.লি.গ্রাম। ২। রক্তের সুগার ১৮৫ মি.লি.গ্রাম= ১৮৫ ÷ ১৮=১০.২৭ মি.লি.মোল।
সত্যিই দেখে বোঝার উপায় নেই ওটা মৃত প্রজাপতি।
ওটাকে আমি এমনভাবে গাছের উপর বসিয়েছি যা একদমই জীবন্ত মনে হবে।
আমার সবগুলো ছবি আপনার ভালো লেগেছে জেনে ভীষণ খুশি হলাম।
সবশেষে আপনার ক্ষুদে বার্তা বেশ ভালো লেগেছে আমার কাছে।
ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য।
বাহ ভাইয়া আপনার তোলা সব গুলো ফটোগ্রাফি অসম্ভব সুন্দর। তবে প্রজাপতি মারা গেছে শুনে বেশ খারাপ লাগলো। দেখতে অসম্ভব সুন্দর ছিলও তার মধ্যে আপনিও বেশ দারুণ করে সব গুলো ফটোগ্রাফি করেছেন। আপনার তোলা সব গুলো ফটোগ্রাফিই দারুণ হয়েছে সব থেকে ভালো লেগেছে লেডিবাগ পোকার ফটোগ্রাফি টা।আর এই পোকার সুন্দর নাম টা ও জেনে নিলাম। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
যখন প্রজাপতিটা মৃত অবস্থায় কুড়িয়ে পেলাম, তখন আমার ভীষণ খারাপ লেগেছিল। এটাকে তুলে এনে একটু পানি খাওয়ানোর চেষ্টা করেছিলাম কিন্তু সে আর বাঁচলো না 🥺
যাইহোক সবশেষে তাকে ঠিক জীবন্তের মতো বসিয়ে ছবি তুলে নিলাম।
আজ আপনি আমাদের মাঝে বেশ চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন দাদা ৷ আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো ৷ প্রত্যেকটি ফটোগ্রাফি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে ৷ বিশেষ করে পোকামাকড় গুলোর ফটোগ্রাফি আমার কাছেও ভীষণ ভালো লেগেছে ৷ ধন্যবাদ আপনাকে
অনেক ধন্যবাদ ভাই বরাবরের মতো চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য।
আপনার তোলা প্রতিটি ছবি অনেক সুন্দর ছিল ভাই। প্রজাপতির ছবিটা বেশি ভাল লাগছে আমার কাছে।অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য শুভ কামনা রইলো।
আপনি আজকে অসাধারণ কিছু ফটোগ্রাফি উপহার দিলেন। আপনার ক্যাপচার করা প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তাছাড়া প্রজাপতির ফটোগ্রাফি দেখতে দারুন লাগছে। তবে বিস্কুট এর ফটোগ্রাফি ভীষণ লোভনীয় ছিলো। এধরনের বিস্কুট গুলো খেতে অনেক বেশি মজা লাগে। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর কিছু ফটোগ্ৰাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকবেন।
অনেক ধন্যবাদ তোমাকে।
আসলে বিস্কুটের ছবিটি একটু মজা করে উঠিয়ে ছিলাম। তবে সবাই এটা ভীষণ পছন্দ করেছেন, দেখে সত্যিই ভালো লাগলো।