পুরাতন অ্যালবাম থেকে কিছু ফটোগ্রাফি!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
আশাকরি সবাই ভালো আছেন। আমি মোটামুটি ভালো আছি। আমার দিনগুলো সবমিলিয়ে কেটে যাচ্ছে। সময়ের সাথে পাল্লা দিয়ে সবসময় চলা যায় না। সবসময় ঐভাবে চলা উচিতও না। কখনও কখনও উচিত থেমে যাওয়া। কখনও কখনও একটা ছোট্ট বিরতি নেওয়া প্রয়োজন। বিরতি নিজের কাজ থেকে নিজের ব্যস্ততা থেকে। কারণ নিজেকে সময় দেওয়া এখন খুবই গুরুত্বপূর্ণ।আর যেটা আমরা কেউই করি না। নিজেকে সময় না দিলে ভবিষ্যতে এটা নিয়ে আমাদের আফসোস করা লাগবে। যাইহোক আজ আবার কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করে নেব। আশাকরি আপনাদের বেশ ভালো লাগবে ফটোগ্রাফি গুলো।
- ২০২২ সালের কথা। আমাদের কলেজে একটা আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট হয়েছিল। ঐ টুর্নামেন্টে আমরা সেমিফাইনাল পযর্ন্ত গিয়েছিলাম। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই আমরা মাঠে নেমেছিলাম।প্রথম ম্যাচে আমাদের প্রতিপক্ষ ছিল প্রথম সেমিষ্টার। খেলার আগে এই ফটোগ্রাফি গুলো ধারণ করা হয়েছিল। এগুলো এখনও আমার অ্যালবামে রয়ে গিয়েছে।
- টুর্নামেন্টের নিয়মগুলোর মধ্যে একটা ছিল প্রত্যেকটা দলের একটা স্বতন্ত্র জার্সি থাকতে হবে। তো আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম ফ্রান্সের ক্লাব প্যারিসে সেইন্ট জার্মি এর জার্সিটাই আমরা নিবো। প্রথম দিন নাম নাম্বার এবং সাইজ অনুসারে জার্সি আসার পরে এই ফটোগ্রাফি টা করা হয়েছিল। অর্থাৎ ম্যাচের আগেই সবাই জার্সি পড়ে ফেলেছিল।
- ২০২২ সালের কথা। ঐদিন আমাদের ডিপার্টমেন্টের নবীন বরণ এবং বিদায়ী ব্যাচের বিদায় অনুষ্ঠান ছিল। যথারীতি আমরা চলে গিয়েছিলাম। সব বন্ধুরা মিলে বেশ উপভোগ করেছিলাম অনুষ্ঠান টা। অনুষ্ঠান শুরুর আগে স্টেজের ছবিটা আমি ধারণ করেছিলাম। সবমিলিয়ে দারুণ উপভোগ্য ছিল দিনটা।
- পরিষ্কার আকাশ। আকাশে যেন সাদা মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে। এইরকম দৃশ্য আমার কাছে বরাবরই ভালো লাগে। এমন দৃশ্য বরাবরই আমাকে আকৃষ্ট করে। এই ফটোগ্রাফি টা ধারণ করেছিলাম বছর তিন আগে। এইরকমই একটা সময়ে।
- যখন গ্রামে থাকতাম বৃষ্টির দিনগুলো একেবারে অলস কাটতো। করার মতো কিছুই থাকতো না। ঐসময় বৃষ্টির মধ্যে এলাকায় ঘোরাফেরা করতাম। প্রকৃতির এইরকম ভয়ংকর সব সৌন্দর্য অবলোকন করতাম। যদিও তখনও আমি এটার সৌন্দর্য এটার গুরুত্ব পুরোপুরি বুঝতে পারেনি। এখন এই ছবিগুলো দেখলেই অন্যরকম একটা অনূভুতি কাজ করে।
- এই ফটোগ্রাফি টা আমি ধারণ করেছিলাম আমার কলেজ ক্যাম্পাস থেকে এক বৃষ্টি দিনে। এটা একেবারে একাডেমিক ভবনের সামনে থেকে ধারণ করা। বৃষ্টি হলে যেন সৌন্দর্য বহুগুণে বেড়ে যেত। দেখতে অসাধারণ লাগতো। দারুণ এক অনূভুতি কাজ করতো। সবমিলিয়ে অসাধারণ ছিল দিনগুলো।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আজকে আপনি পুরাতন অ্যালবাম থেকে চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লাগলো। বিশেষ করে কলেজ জীবনে ২০২২ এর ফটোগ্রাফিটি বেশি ভালো লাগলো। এবং রাস্তার ফটোগ্রাফিও চমৎকার লাগলো। এবং ফটোগ্রাফিগুলো সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।