পুরাতন অ্যালবাম থেকে কিছু ফটোগ্রাফি!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
আশাকরি সবাই ভালো আছেন । আমি মোটামুটি বেশ ভালো আছি। সবমিলিয়ে দিনগুলো চলে যাচ্ছে। ইদানিং মাঝে মাঝে নিজের উপরেই প্রচণ্ড রাগ হয়। আমার অতীতে করে আসা কিছু বোকামি। অনেক কিছু বুঝেও সেগুলো কে গুরুত্ব না দেওয়া এখন আমাকে অনেক ভোগাচ্ছে। হয়তো ঐসময় আমি ঠিকভাবে চিন্তা করে কাজ করলে আজ এই অবস্থায় থাকতাম না। এগুলো বলে এখন আর লাভ নেই কোন। মানুষের জীবনে এমন সময় এবং শিক্ষার দরকার আছে। এইরকম পরিস্থিতি আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। আজকে আবার পুরাতন অ্যালবাম থেকে কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করে নেব।
- আমাদের কুমারখালীতে এই খাবার টা বেশ জনপ্রিয়। আগুনের হালকা তাপে পোড়ানো রুটি এবং গরুর দুধের মালাই চা। একদিন আমার এক বন্ধুর কথায় আমরা কয়েকজন গিয়েছিলাম। বেশ ভালো একটা খাবার এটা। এটার জন্য মোটামুটি আমাদের ৩০ মিনিট বসে থাকতে হয়েছিল। দাম মোটামুটি ঠিকই আছে। এটা প্রায় তিন বছর আগের কথা। তখন এই ফটোগ্রাফি টা ধারণ করে রেখেছিলাম।
- আমার কাছে বরাবরই বিকেলের শেষ অংশটা অনেক ভালো লাগে। যখন সূর্য অস্ত চলে যায়। সূর্যের আলোর শেষ আভা পশ্চিম আকাশে বিরাজমান থাকে। নিরিবিলি একটা জায়গাই বসে অপলক দৃষ্টিতে তাকিয়ে এমন দৃশ্য দেখার মাঝে অসাধারণ একটা প্রশান্তি আছে। এই ফটোগ্রাফি টা আমি ধারণ করেছিলাম ২০২১ সালের এইরকম একটা বিকেলে।
- সাধারণত বাড়িতে থাকলে বৃষ্টির দিনটা পুরোপুরি অলসভাবে কেটে যেত। শেষ কয়েক বছরে বন্ধুদের সাথে আড্ডা দেওয়াও প্রায় ছেড়ে দিয়েছিলাম। বৃষ্টিমূখর দিনগুলো নিজের ঘরে শুয়ে থেকে বই পড়ে ওয়েব সিরিজ দেখে কেটে যেত। এইরকম এক বৃষ্টির দিনে সন্ধ্যার সময় হাঁটতে বেরিয়ে এই ফটোগ্রাফি টা ধারণ করেছিলাম আমি। কী চমৎকার একটা দৃশ্য।
- ২০২২ সালের ঈদের পরের কথা। আমি কোথাও একটা যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে হাইওয়ে তে এসেছি। মূহুর্ত্তের মধ্যে চারিদিক অন্ধকার হয়ে গেল। কালো মেঘে আকাশ টা ছেয়ে গেল। যাকে বলে যাএা পথে বিভ্রাট। ঐসময় আমি এই ফটোগ্রাফি টা ধারণ করেছিলাম। বেশ চমৎকার লাগছে দৃশ্য টা।
- ২০২১ সালে করোনার মধ্যে প্রতিদিন বিকেলে আমি এবং আমার বন্ধু লিখন ঘুরতে বের হতাম। একদিন বিকেলে আমি লিখনের জন্য দাঁড়িয়ে আছি। আকাশে বেশ মেঘ করেছিল। সবমিলিয়ে অন্যরকম একটা ওয়েদার। ঐসময় আমি এই ফটোগ্রাফি টা ধারণ করেছিলাম। তারপর কয়েক বছর কেটে গিয়েছে। কিন্তু এই ফটোগ্রাফি টা এখনও রয়েছে গিয়েছে।
- এটা হলো সূর্যমুখী ফুল। আমাদের এলাকায় এই ফুলের চাষ হয় না বললেই চলে। তবে আমাদের পাশের এলাকায় ইউটিউব ভিলেজ নামে একটা পার্কে এই ফুলের চাষ হয়। ওখানে মূলত পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে এবং চাষ দুইটা ক্ষেএেই এটা ভূমিকা রাখে। ওখানে ঘুরতে গিয়েই গতবছর এই ফুলের ফটোগ্রাফি টা ধারণ করেছিলাম আমি।
- ২০২০ সালে আগষ্ট মাস। তখন স্টিমিটে একেবারে নতুন আমি। করোনার তান্ডব চলছে চারিদিকে লকডাউন। ঐসময় বিকেলে সময় কাটানোর জন্য বন্ধুদের সাথে চলে যেতাম আমাদের এলাকার পাশে রেললাইনের পাশের এক জায়গাই। একদিন ওখানে বসে গল্প করতে করতে শেষ বিকেলে এই ফটোগ্রাফি টা ধারণ করেছিলাম।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
পুরনো অ্যালবাম এরকম হাজারো ছবি পড়ে আছে। যেগুলো এখন শুধুই স্মৃতি । কত জায়গা ঘোরাঘুরি করেছি সেই মুহূর্তগুলো দেখতে খুবই ভালো লাগে। আপনার পুরনো অ্যালবামের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর ছিল। সেই স্মৃতি বিজড়িত মুহূর্তের দৃশ্যগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।
Daily Task
আপনি অনেক সময় নিয়ে ধৈর্য্য সহকারে বেশ কিছু ফটোগ্রাফি আপনার মোবাইলে ক্যাপচার করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমার খুবই ভালো লাগলো। যদিও ফটোগ্রাফি গুলো আপনার অনেক আগেই করা ছিল। আসলে প্রত্যেকটা মানুষের খারাপ সময় এবং পরিস্থিতির প্রয়োজন আছে। তা না হলে জীবন সম্পর্কে সঠিক ধারণ পাওয়া যায় না। আমি আশা করি এরকম পরিস্থিতির মধ্য থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে আরো ভালো করবেন ইনশাআল্লাহ। যাইহোক ভাই আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছিল তার মধ্যে সবচাইতে বেশি ভালো লেগেছিল সূর্যাস্ত এবং সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি দুইটা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই এরকম পুরাতন অ্যালবাম থেকে কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
পুরাতন অ্যালবাম থেকে অনেক সুন্দর সুন্দর কয়েকটি ফটোগ্রাফি বাছাই করে আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ছিল। বিশেষ করে সূর্যাস্তের ফটোগ্রাফি এবং সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে।
পুরাতন অ্যালবাম থেকে অনেক সুন্দর সুন্দর ফটো গুলো বের করে আমাদের মাঝে শেয়ার করে দেখিয়েছেন আজ। খুবই ভালো লাগলো আপনার এই পেছনে ফেলে আসা ফটো গুলো দেখে।
পুরাতন অ্যালবাম থেকে অনেক দারুন দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই। প্রত্যেকটি ফটোগ্রাফি দেখতে অনেক সুন্দর ছিল। তবে বিশেষ করে সূর্যমুখী ফুল ও সূর্যাস্তের ফটোগ্রাফিটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ ভাই সুন্দর সুন্দর ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য।
খাবারের ফটোগ্রাফি টা দেখে ভালো লাগলো। একদম ভিন্ন ধরনের একটা খাবার। আমি আগে কখনো এরকম দেখিনি। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি বেশ দারুন ছিল। সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। সুন্দর এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনি যেহেতু বুঝতে পেরেছেন ভাইয়া ওই সময় আপনার ভুল হয়েছিল তাহলে দেখবেন যে ধীরে ধীরে এগুলো কাটিয়ে উঠতে পারবেন। যাইহোক আপনার আজকের এলোমেলো ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। বিশেষ করে চায়ের ফটোগ্রাফিটা খুব ভালো লেগেছে আমার কাছে। তাছাড়া সবগুলো ফটোগ্রাফি খুব যত্ন সহকারে করেছেন। যার কারণে এত ভালো লাগছে।
পুরাতন অ্যালবাম থেকে বেঁচে বেঁচে বেশ কয়েকটি ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো। আপনার প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ ছিল বিশেষ করে সূর্যমুখী এবং সূর্যাস্তের ফটোগ্রাফি টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।