খিচুড়ি স্পেশাল জলপাই আচার... 🤤🤤🥰
হ্যালো বন্ধুরা
সবাইকে আমার নমস্কার,আদাব।আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?ঈশ্বরের অশেষ কৃপায় আমিও ভালো আছি।
আমি @bristychaki,আমি একজন বাংলাদেশী। আমার বাংলা ব্লগ এর আমি একজন ভেরিফাইড ও নিয়মিত ইউজার।আমি বাংলাদেশের গাইবান্ধা জেলা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি রেসিপি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আশাকরি আমার আজকের রেসিপি টি আপনাদের ভালো লাগবে...।
আচারের গন্ধের মধ্যেই একটা ব্যাপার আছে। এর নামই হোক বা ঘ্রাণ শোনা মাত্রই জিভে জল চলে আসে। আচার পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়াটাও দুষ্কর।যেকোনো সাধারণ মানের খাবারের সাথে আচার পরিবেশন করলেই যেনো খাবারের স্বাদ আর পরিবেশ দুটোই বদলে যায়।আচার ডালভাত হোক বা খিচুড়ি বা এমনিতেই সময়ে অসময়ে সবসময়ই খেতে ভালো লাগে।আমি আচার খুব একটা না খেলেও বানাতে খুবই পছন্দ করি।আমার কাছে কথা ছোট ছোট কাঁচের বয়ামের মধ্যে আচার ভর্তি থাকবে যা দেখতেও চোখের শান্তি লাগে।মোটামুটি সব ধরনের আচার বানাতে পারি তবে আমার পরিবারের সবাই টকঝাল আচার খেতেই বেশি পছন্দ করে।তাই আজ ঝটপট খিচুড়ি স্পেশাল জলপাই আচার বানিয়ে ফেললাম।
জলপাই |
---|
রসুন |
পেঁয়াজ কুচি |
কাঁচামরিচ |
শুকনা মরিচ |
সরিষার তেল |
সরিষাবাটা |
পাঁচফোড়নের গুঁড়া |
জিরাগুঁড়া |
মরিচের গুঁড়া |
হলুদগুঁড়া |
লবণ |
চিনি সামান্য |
ভিনেগার |
ধাপ-১
প্রথমে জলপাই গুলো ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি।তারপর লবণ হলুদ মাখিয়ে রোদে শুকাতে দিয়েছি।দুই দিন রোদে দিয়েছিলাম।আচার রোদে শুকিয়ে নিয়ে করলে অনেকদিন পর্যন্ত ভালো থাকে এবং এর ঘ্রাণটা অনেক বেশি সুন্দর হয়।
ধাপ-২
এবার কড়াইয়ে পরিমাণমতো সরিষার তেল দিয়েছি।তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে হালকা ভেজে নিয়েছি।তারপর রসুনের কোয়া গুলো দিয়েছি।
ধাপ-৩
এবার কাঁচামরিচ ও শুকনা মরিচ গুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে হালকা ভেজে নিয়েছি।
ধাপ-৪
এবার সরিষাবাটা গুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে,তারপর গুঁড়া মসলা ও লবণ হলুদ দিয়ে দিয়েছি।
ধাপ-৫
গুঁড়া মসলা গুলো দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি।তারপর এক চা চামচ পরিমাণ চিনি দিয়েছি।
ধাপ-৬
এবার মসলা গুলোর মধ্যে জলপাই গুলো দিয়ে দিয়েছি।তারপর পাঁচফোঁড়নের গুঁড়া দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি এক মিনিটের মতো জ্বাল দিয়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি।আর এভাবেই তৈরি হয়ে গেলো মজাদার খিচুড়ি স্পেশাল জলপাই আচার রেসিপি টি।
"পরিবেশন"
এই আচারের নাম আমি নিজে থেকেই খিচুড়ি স্পেশাল দিয়েছি।তার কারণ হলো এই ধরনের মসলাযুক্ত পেঁয়াজ রসুন মরিচের কম্বিনেশন টা খিচুড়ি সাথে খুব ভালো যায় তাই এটার নাম খিচুড়ি স্পেশাল জলপাই আচার দিয়েছি।তাইবলে যে শুধু খিচুড়ির সাথেই খাবো তা কিন্তু নয়......😁😁
সবাইকে ধন্যবাদ।🙏
আমাদের উইটনেস কে সাপোর্ট করুন
Upvoted! Thank you for supporting witness @jswit.
জলপাই আচার দেখাই খেতে ইচ্ছে করছে আপু। এত সুন্দর করে আচার তৈরি করেছেন মনে হচ্ছে খেতে দারুণ হয়েছিল। অনেক লোভনীয় লাগছে দেখতে। আপনার এই রেসিপি দারুন হয়েছে আপু। খিচুড়ির সাথে এই আচার খেতে সত্যি অনেক ভালো লাগবে।
আপনার তৈরি এই স্পেশাল জলপাইয়ের আচার দেখেই তো আমার খিচুড়ি খেতে ইচ্ছা করছে।কারণ খিচুড়ি দিয়ে জলপাইয়ের আচার খেতে আমি অনেক অনেক বেশি পছন্দ করি।আপনার তৈরি এরকম মজাদার জলপাইয়ের আচার দেখে সত্যিই আমার মুখে জল চলে এসেছে।রসুন বেশি করে দিয়ে এরকম খিচুড়ি স্পেশাল জলপাইয়ের আচার তৈরির পদ্ধতি আমাদের মাঝে এত সুন্দরভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।
খিচুড়ি স্পেশাল জলপাই আচার দেখে খুবই সুস্বাদু মনে হচ্ছে। তাই খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপির পরিবেশনে আমার কাছে দারুন লেগেছে। এত মজা রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।
জলপাই আচার আমার খুবই প্রিয় একটি আচার। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খিচুড়ি স্পেশাল জলপাই আচার রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা জলপাই আচার রেসিপি টি অসাধারণ হয়েছে।আর আপনার আচার রেসিপি টি দেখে লোভ লেগে গেল আপু। আচার জিনিস টা আমার খুবই প্রিয় একটি জিনিস।
আজ আপনি এই আচারের রেসিপিটা তৈরির পোস্টটি আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কেননা খিচুড়ির সাথে আচার না হলে কিন্তু সেই খিচুড়ি তেমন একটা বেশি জমে না। দারুন একটি রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আহ্ পরিবেশন করা জলপাই আচারের রেসিপিটি দেখেই যেন খেতে ইচ্ছে করছে। সত্যি বলতে দিদি যেন লোভ সামলানো মুশকিল। আচারের রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
জলপাই এর আচার খেয়েছিলাম৷ তবে আপনার কাছ থেকে আজকে যে রেসিপি দেখতে পেলাম এরকম রেসিপি আমি আগে কখনোই দেখিনি৷ আপনার কাছ থেকে এই প্রথম এরকম একটি রেসিপি দেখতে পেলাম৷ যেভাবে আপনি আজকে এই খিচুড়ি স্পেশাল জলপাই রেসিপি এখানে শেয়ার করেছেন তা দেখে এটিকে এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করছে৷ একই সাথে রেসিপি তৈরি করার ধাপ গুলো আমাদের মাঝে আপনি খুব সুন্দরভাবে শেয়ার করেছেন৷ ধন্যবাদ এত সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য৷
লোভনীয় আচার রেসিপিটি। যে কোন আচারের প্রতি আমার অনেক দূর্বলতা অনেক।আপনার আচার রেসিপিটি খেতে অনেক মুখরোচক। খিচুরির সাথে এরকম আচার সত্যি খুব সুস্বাদু হয়। ধাপে ধাপে চমৎকার লোভীয় করে আচার রেসিপিটি ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ লোভনীয় আচার রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।