সম্পর্ক। shy-fox 10%

in আমার বাংলা ব্লগlast year (edited)

"হ্যালো বন্ধুরা"

সবাইকে আমার নমস্কার আদাব আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?ঈশ্বরের অশেষ কৃপায় আমিও পরিবারের সবাইকে সাথে নিয়ে ভালো আছি, সুস্থ আছি।

"সম্পর্ক"

পৃথিবীতে সবচেয়ে ভাল নাম হলো মানুষ। আবার এই পৃথিবীতে সবচেয়ে খারাপ নাম হলো মানুষই। কারণ একটা মানুষ একটা মানুষের অনেক সাহায্য করতে পারে এবং তার অনেক ক্ষতি করেও দিতে পারে তাই মানুষকে পৃথিবীর খারাপও বলা হয় ভালোও বলা হয়। প্রাণ থাকলেই মানুষ হওয়া যায়না, মানুষের মন কেমন সেটা দিয়ে মানুষ হওয়া যায়। প্রকৃতপক্ষে মানুষ কয়জন হতে পারে।আমি মানুষ কে খুব সহজেই বিশ্বাস করে ফেলি এটা আমার ভালো দিক নাকি খারাপ দিক তা আমি বুঝি না কিন্তু মানুষকে বিশ্বাস করতে আমার ভালো লাগে কিন্তু আমার হাসবেন্ড আমাকে এ নিয়ে অনেক উপদেশ দেন যে আমি নাকি মানুষকে বিশ্বাস করি জন্যই তারা আমাকে ঠাকানোর সুযোগ পায় আরও কত কি উপদেশ যা বলে শেষ করার যাবে না।
Screenshot_2023_0213_204245.jpg

শুভ ভাইয়া আমার প্রতিবেশী আপনারা সকলেই জানেন।আমার মা অসুস্থ তারপর মারা যাওয়া সবমিলিয়ে আমি প্রায় তিন মাসের মতো ঢাকায় ছিলাম তাই শুভ ভাইয়ারা যখন আমার মুখোমুখি ফ্ল্যাটে উঠে তখন আমি বাসায় ছিলাম না।আমি থাকা অবস্থায় একজন ব্যাচেলর থাকতো সে চলে যাওয়ার পর শুভ ভাইয়ারা ঐ ফ্ল্যাটে উঠেন তাই আমি ঢাকা থেকে আসার পর শুভ ভাইয়াদের দেখতে পাই।বাড়ি থেকে আসার পর কিছুই ভালো লাগছিলো না কিছুতেই রুমের ভিতরে থাকতে পারছিলাম না তাই ছাদে গিয়ে বসে আছি।তখন দেখতে পেলাম একজন ভদ্রমহিলা ছাদে একটা ছোট বাচ্চাকে স্নান করাচ্ছিলেন, তখন আমি তাকে জিজ্ঞেস করলাম আপনাকে তো ঠিক চিনলাম না আপনি কোন বাসায় থাকন? তখন উনি উত্তরে বললেন যে আমি পাঁচ তলায় থাকি তখন আমি বললাম আমিও তো পাঁচ তলায় থাকি কিন্তু আপনাকে তো আগে কখনো দেখিনি।তখন বললেন যে আমরা নতুন এসেছি সেই থেকেই আন্টির সাথে পরিচয়।মানে হিরা ভাবির মায়ের সাথে।

Screenshot_2023_0213_223951.jpg

মা হারানোর কষ্ট তাই কারো সাথে কথাবার্তা বলাটা আমার জন্য খুবই দরকার নিজে থেকেই আন্টির সাথে গল্প করলাম আর আন্টিও অনেক শান্তনা দিলেন অনেকক্ষণ কথা বলার পর বাসায় চলে আসি।তারপর ভাবির সাথে গিয়ে নিজে থেকেই দেখা করি তখন ওনারাও আমার বাসায় আসাযাওয়া শুরু করলেন। প্রথমে নাকি তাদের মনে একটু দ্বিধাদ্বন্দ্ব কাজ করছিলো যে আমি অন্য ধর্মের মানুষ তাদের সাথে কি কথাবার্তা বলবো কি না মেলামেশা করবো কিনা কিন্তু প্রথম দিন কথা বলার পর থেকেই তাদের সেই দ্বিধাদ্বন্দ্ব কেটে যায়।দিনের বেশিরভাগ সময় আমরা একসাথেই কাটাই।
Screenshot_2023_0213_224113.jpg

শায়ান বাবুর জন্য আন্টি বেশকিছু দিন হিরা ভাবির বাসায় ছিলেন তাই ওনার সাথেও সম্পর্ক টা বেশ গাঢ় হয়ে উঠে। আন্টি আমাকে তার বাড়িতে নিয়ে যায় এবং এতো আপ্যায়ন করেন যা আমি কোনদিনই ভুলবো না।কয়েক মাস হলো আমি পাঁচ তলা থেকে দোতলায় নেমে এসেছি পাঁচ তলায় উঠানামা করা খুবই কষ্টদায়ক হয়ে গেছিলো আমার জন্য মেয়েদের স্কুল নিয়ে যাওয়া আসা বাজারঘাট সবকিছুই আমাকে করতে হয় তাই এতো বার উঠানামা করা সম্ভব হয় না তাই বাধ্য হয়েই দোতলায় নামতে হয়েছে। দোতলায় আসার পর হিরা ভাবির সাথে একটু কম দেখা সাক্ষাৎ হয়।মেয়েদের কে নিয়ে এতটাই ব্যস্ততার মধ্যে সময় পার করতে হয় তাই কারো বাসায় ঘুরতে যাওয়ার মতো সময় হয়ে উঠে না। হিরা ভাবি মাঝে মাঝে আসে তখন গল্প গুজব হয় আর বাকি কথাবার্তা ফোনেই সেড়ে নেই।আন্টি হিরা ভাবির বাসায় সপ্তাহে একবার করে আসেন শায়ান বাবুকে দেখার জন্য আসার পথে সর্বপ্রথম আগে আমার দরজায় নক করে দেখা করে তারপর পাঁচ তলায় উঠেন, আবার যাওয়ার সময় আমার সাথে দেখা না করে কখনো বাড়িতে যান না।

উনি বাড়ি থেকে কোনকিছু হিরা ভাবির জন্য নিয়ে আসলে আমার জন্যেও নিয়ে আসেন, আমার ভাগের জিনিস আমার বাসায় আগে পৌঁছে দিয়ে তারপর হিরা ভাবির জন্য নিয়ে যান। জিনিসপত্র দেওয়া না দেওয়াতে কিছু যায় আসে না কিন্তু ওনার কাছ থেকে যে ভালোবাসা আমি পেয়েছি তাতে করে কখনো মনেই হয়নি যে এই মানুষ গুলো আমার অপরিচিত এবং অন্য ধর্মের মানুষ।আসলে সম্পর্কের মাঝে কখনো জাত-ধর্ম বাঁধা হয়ে দাঁড়াতে পারে না। জগতে কারও কারও সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক বা আত্মীয়তা আছে, কারও কারও সঙ্গে নেই। কিন্তু আত্মার বন্ধনই সম্পর্কের ভিত রচনা করে, আত্মার টানটাই আসল সম্পর্ক।

আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী সময়ে অন্য কোন বিষয় নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা করি।

IMG_20230213_203647.png

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Eg8XZ9nAJSGJKKb4a5duaDTmE7RNX3a3jJ1AwT8GDsLizvJdUyR9AJvKMGZyy...LnnzGkdE5wB1gnSJaNboL6jGNRPVLQAH1dzNqQQdeKDonuGv2ks3yVQSAXpBFPCAcL1N3ZFTx4nu3X5mnRUa6w9Y9eJfPCgspbowKevay7iBqHtb79qF2w2MDx.png

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
SET @rme as your proxy
witness_vote.png

Break3.jpg
Banner User.png
Break3.jpg

আমি অতসী চাকী (বৃষ্টি) । নতুন নতুন রেসিপি বানিয়ে সবাইকে খাওয়াতে আমার ভাল লাগে। আর ভাল লাগে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে। আমি "ভাল কাজের, ভাল ফল কথাটাতে" মনে প্রাণে বিশ্বাস করি এবং মেনে চলার চেষ্টা করি।

Break3.jpg

Sort:  
 last year 

আসলে হৃদয় সম্পর্ক হলো আসা সম্পর্ক। শুধু রক্তের সম্পর্ক হলে যে আপন হওয়া যায় তা নয়। অনেক সময় দেখা যায় রক্তের সম্পর্ক ছাড়াও আত্মার সম্পর্কের কারণে অনেক মানুষ জীবনে সবচেয়ে কাছের মানুষ হয়ে উঠে। আপনার পোস্টটি পড়ে খুব ভালো লাগলো । সুন্দরভাবে অনুভূতি শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

ঠিক বলেছেন ভাইয়া রক্তের সম্পর্কের চেয়েও অনেক সময় আত্মার সম্পর্ক বড় হয়।ধন্যবাদ ভাইয়া।

 last year 

কিছু কিছু সম্পর্ক রক্তের না হলেও বেশ শক্ত হয়। পোস্টটি পড়ে বোঝা যাচ্ছে হীরা আপু এবং তার মায়ের সাথে আপনার বেশ ভালো বন্ডিং হয়েছে । ঠিক বলেছেন আপু পাঁচ তলা থেকে সব সময় নিচে উপরে উঠানামা বেশ কষ্টের হয়ে পড়ে। যাই হোক দোয়া করি সব সময় যেন আপনাদের সম্পর্কটা এমন ভালো থাকে। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা।

 last year 

জ্বি কিছু কিছু সম্পর্ক রক্তের না হলেও অনেক বেশি আপন হয়।সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু।

 last year 

আপনার পুরো লেখা পড়ে অনেক ভালো লেগেছে আপু আসলেই মানুষের জন্যই মানুষ।আবার মানুষ মানুষের ক্ষতি করতে পারে আবার মানুষ মানুষের লাভবানও করতে পারে।আমি মনে করি সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানুষের আত্মার সম্পর্কই সবচেয়ে বড় সম্পর্ক।এখানে রক্তের সম্পর্ক কিংবা ধর্মের বন্ধন এটা তেমন ফ্যাক্টর না।আমার অনেক ভালো লেগেছে আপনাদের মধ্যে এমন সুন্দর একটি মিল বন্ধন আছে অনেক ধন্যবাদ অনেক ভালো লেগেছে।

 last year 

কিছু কিছু মানুষ সবসময়ই অন্যের ক্ষতি করার চিন্তায় থাকে, আবার কিছু কিছু মানুষ নিজের ক্ষতি করে হলেও অন্যের ভালো করার চিন্তা করেন। অনেক অনেক ধন্যবাদ আপু।

 last year 

মানুষ তো সবাই কিন্তু প্রকৃত মানুষ কজনে হতে পেরেছি সেটাই বড় কথা ৷ যা হোক মানুষকে বিশ্বাস করা ভালো তবে সেটা মানুষ বুঝে ৷
শুভ ভাই এর আর আপনার পরিবারে অনেক কথা শুনেছি ৷ যেটা বললেন ধর্ম আসলে ধর্ম কি বড় না কি মানুষ ৷ ধর্ম যের যার হোক না দিনশেষ মানুষ এটা আসল পরিচয় ৷

তাই মানুষ কে ভালোবাসা সহযোগিতা একে অপরের পাশে থাকা খুবই দরকার ৷

 last year 

প্রকৃত একজন মানুষ হিসেবে অন্যের পাশে দাঁড়ানো টাই হলো মনুষ্যত্বের পরিচয়। সুন্দর একটি মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।

 last year 

এমন কিছু সম্পর্ক থাকে যে সম্পর্ক গুলো রক্তের নয় কিন্তু তবুও রক্তের থেকে অনেক কাছের। আপনার পোস্টটি পড়ে পোস্টের মাধ্যমে বুঝতে পারলাম হিরা আপু এবং তার মায়ের সঙ্গে আপনার সম্পর্কটি রক্তের না হলেও এর মতই কাছের। খুব সুন্দর ভাবে এই পোষ্টের মাধ্যমে আপনি আপনার অনুভূতি শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে।

 last year 

কিছু সম্পর্ক আছে যেগুলো রক্তের না কিন্তু তার থেকেও অনেক কাছের। হীরা ভাবি ও তার মায়ের সাথে আপনার বন্ডিংটা বেশ ভালো সেটা আপনার পোস্ট পড়ে বুঝতে পেরেছি।পাঁচ তলা থেকে ওঠানামা করতে কষ্ট হয় আপনাদের এই জন্য দোতালা এসেছেন। এখন আর অতোটা কষ্ট হবে না ওঠানামা করতে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.030
BTC 60756.34
ETH 3373.61
USDT 1.00
SBD 2.51