নতুন বছরের প্রথম উপহার।🥰

in আমার বাংলা ব্লগ7 months ago

হ্যালো বন্ধুরা

সবাইকে আমার নমস্কার,আদাব।আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?ঈশ্বরের অশেষ কৃপায় আমিও ভালো আছি।আমি @bristychaki "আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার। আমি বাংলাদেশের গাইবান্ধা জেলা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আশাকরি আমার আজকের পোস্ট টি আপনাদের কাছে ভালো লাগবে।

উপহার দেওয়া এবং উপহার পাওয়া দুটোই খুব আনন্দের। আমাদের কেউ উপহার দিলে আমাদের সত্যিই খুব ভালো লাগে মন থেকে আনন্দ হয়।
আমরা যদি কেউ কাউকে উপহার দিয়ে থাকি তাহলে সেটা কোন স্বার্থের এর জন্য উপহার দেই না। আমরা যে মানুষটিকে উপহার দেয় সেই মানুষটিকে খুশি করার জন্য এই উপহার দিয়ে থাকি। তাছাড়াও উপহার আদান-প্রদানের মাধ্যমে আমাদের সম্পর্ক আরো শক্ত হয়ে যায়।এই উপহারের মূল্য কখনো কেউ দাম দিয়ে বোঝাতে পারবে না। কারণ উপহার হলো মূল্যহীন, উপহার হলো মহা মূল্যবান একটি সম্পদ এর মতো যা আমাদের মধ্যে অনুভূতি তৈরি করে দেয়। তাই কখনো এই উপহার কে দাম দিয়ে বিবেচনা করা যাবে না।

IMG_20240106_222915.jpg

@shapladatta আমার বাংলা ব্লগ এর একজন নিয়মিত ভেরিফাইড ইউজার কমবেশি আপনারা সকলেই তাকে চিনেন।শাপলা দত্ত সম্পর্কে আমার দাদার অর্ধাঙ্গিনী মানে আমার বৌদি।শাপলা বৌদির বিয়ের ঘটক কিন্তু আমি ছিলাম! তাই সেই হিসেবে বিয়ের আগে বলেন আরে পরে বলেন আমাদের দুজনের সম্পর্ক খুবই ভালো এবং বান্ধবীর মতো।আমরা দুজন দুজনের সাথে সবধরনের গল্প ভালোলাগা মন্দ লাগা নির্দ্বিধায় শেয়ার করি।

আমার মাধ্যমেই আমার বাংলা ব্লগ এ তার পদার্পণ।আমার বাংলা ব্লগ এ আসার পর থেকেই চিন্তা করেছি যে আমার পরিচিত কয়েকজন কে আমার বাংলা ব্লগ এ আনবো তাই বৌদি ও ছোট বোন কে নিয়ে এসেছি এবং তারা দুজনেই বেশ সুনামের সহিত কাজ করছে।আমার খুবই চিন্তা ছিলো যে যদি তারা এমন কিছু করে এবং তার জন্য আমাকে দায়ভার নিতে হয়!কিন্তু একদিনের জন্যও আমাকে কোনো কথা শুনতে হয়নি বরং তাদের ভালো কাজের জন্য আমি গর্ববোধ করি।

কয়দিন আগেই শাপলা বৌদি আমার বাসায় আসেন তা আপনারা সকলেই তার পোস্ট এবং আমার পোস্টের মাধ্যমে জেনেছেন।বৌদি আর আমি দুজন মিলে মার্কেটে যাই এবং প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করি।তারপর বৌদি হঠাৎ করেই আমাকে কিছু কিনতে বলে আমি শুরুতে নিতে চাইনি পরে অবশ্য ভেবে দেখলাম যদি না নেই তাহলে লস হয়ে যাবে।আমি নিলাম না কিন্তু বৌদি আমার দাদাকে ঠিকই বললো যে তোমার বোন কে এটাসেটা কিনে দিয়ে অনেক গুলো টাকা খরচ করলাম বদনাম হলো আমার আর পকেট ভরলো বৌদির, তাই নয় কি @shapladatta 😁

যাইহোক একটু মজা করলাম আর কি! পরে আমি প্রয়োজনীয় কিছু জিনিস পছন্দ করলাম যা অনেকদিন হলো কিনবো কিনবো করে কেনাই হচ্ছিলো না।আমাকে প্রতিদিন কোথাও না কোথাও যেতে হয় তাই ব্যাগ কেনাটা জরুরি ছিলো,ব্যাগ অনেক গুলো আছে কিন্তু সবসময় বড় ব্যাগ নিয়ে বাইরে যাওয়াটা একটু বিরক্ত লাগে তাই আমি সবসময়ই ছোট্ট ব্যাগ গুলো ব্যবহার করি।একটা ব্যবহার করছিলাম কয়দিন আগেই চেইন কেটে গেছে তাই ঠিক সেরকমই একটা ব্যাগ নিলাম।

IMG_20240106_232954.jpg

আর কিছুদিন পরেই আমার দুই দুইটা ভাই এর বিয়ে।যদিওবা বিয়েতে আমার যাওয়া হবে না জানি,তার কারন ঐ সময় আমার বড় মেয়ের এসএসসি পরীক্ষা তাই কোনোভাবেই বিয়েতে যাওয়া সম্ভব নয়।মনের ভিতর একটা আশা নিয়ে কিছু মেকআপ আইটেম নিলাম যদি কোনো কারনে পরীক্ষা পিছিয়ে যায় তাহলে তো একবেলার জন্য হলেও যাবো।আশায় বাঁচে চাষা সেই অবস্থা হয়েছে আমার।😅

আমি সাধারণত মেকআপ আইটেম গুলো খুব কমই ব্যবহার করি তার কারন আমার ত্বক খুবই সেনসেটিভ কিছু লাগালেই ত্বকের সমস্যা তৈরি হয়।তারপরও দেখে শুনে জেনে একটা মোটামুটি ভালো মানের ফাউন্ডেশন নিলাম।আমি জানি এটা ঘরে পড়ে থেকে থেকে নষ্ট হয়ে যাবে তারপরও দেওয়া হবে না।

IMG_20240106_232226.jpg

তারপর একটা ময়েশ্চারাইজার ক্রিম প্রতিদিন দেওয়ার জন্য নিলাম।আমি আগেও এই ক্রিম টা ব্যবহার করেছি তাই আমার কাছে বেশ ভালো লাগে জন্য নিলাম।

IMG_20240106_223227.jpg

ছোটবেলায় খুব কাজল চোখে দিতাম এখনো অনেক ছোটবেলার ছবি আছে। চোখ ভরা কাজল দেওয়া ছবি গুলো দেখলে এখন খুবই হাসি পায় কিরকম করে যে সাজতাম সত্যি হাসি পায়।অনেক দিন ধরে চোখে কাজল দেওয়া হয় না তাই ভাবলাম এই সুযোগে একটা কাজল নিয়ে নেই।

IMG_20240106_222934.jpg

মাসকারা আমার খুবই ভালো লাগে।আমার চোখের ল্যাশ গুলো অনেক বড় বড় আর অনেক ঘন তাই মাসকারা লাগালে দেখতে আরও অনেক ভালো লাগে মনে হয় ফলস ল্যাশ লাগিয়েছি। একটা মাসকারা নিলাম।

IMG_20240106_223104.jpg

সবশেষে আসি লিপস্টিক এ আমি আমার প্রিয় লিপস্টিক নিয়ে এর আগেই একটি পোস্ট শেয়ার করেছিলাম তা হয়তো অনেকেই দেখেছেন!নুড কালারের লিপস্টিক আমার খুবই ভালো লাগে আমি সবসময়ই নুড কালারের লিপস্টিক দিতে পছন্দ করি তাই সুন্দর কালারের একটি লিপস্টিক নিয়ে নিলাম।
IMG_20240106_230833.jpg

IMG_20240106_223303.jpg

আমিও কিন্তু শাপলা বৌদিকে সুন্দর একটা গলার চেইন উপহার দিয়েছি। আপনারা হয়তো ভাবেন যে আমি একাই এত্তোকিছু নিলাম নাহ্ আমিও তাকে দিয়েছি।😁সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন এই প্রার্থনা করি।

পৃথিবীর সকল ভাই বউয়েরা @shapladatta এর মতো হোক।🥰

IMG_20230307_020842.png

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWY6ryCgnizd4SmozHPACxnHF8Lc4cYHYazhMMYtnXHUFLoeHg6pvGz8XiqU4kJ9G4Wwh7s6WvRRrwCpUijw4cW.jpeg

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
SET @rme as your proxy
witness_vote.png

Break3.jpg
Banner User.png
Break3.jpg

আমি অতসী চাকী (বৃষ্টি) । নতুন নতুন রেসিপি বানিয়ে সবাইকে খাওয়াতে আমার ভাল লাগে। আর ভাল লাগে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে। আমি "ভাল কাজের, ভাল ফল কথাটাতে" মনে প্রাণে বিশ্বাস করি এবং মেনে চলার চেষ্টা করি।

Break3.jpg

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxjKJArHq7pMcxbrR68rpWSk5szypPkRxehi1ennJCAQns4ZHJhX3jZu9bF4dM...QupMZMXmBS4xXZG99M87px48bfqKir7P6LAFLX7xazKN9GzHCW8CsKaSYT34EZ1QWUFNrxTRnr5Kt6t6MpkUnx83wmMV94xMPanMdFywnT1Trh7TnqzMYjNjth.gif

Sort:  
 7 months ago 

নিউ ইয়ার এর প্রথম গিফট পেয়েছো বৌদির থেকে, তাও আবার নিজের পছন্দ মতো এবং প্রয়োজনীয় জিনিস। ওয়াও! আসলেই উপহার পেতে তো সবারই ভালো লাগে! উপহার আদান প্রদান হচ্ছে ভালোবাসার বহিঃপ্রকাশ এর একটি মাধ্যম। বেশ ভালো লাগলো এই পোস্ট টি দেখে। আর নিজেরও একটুখানি সুনাম দেখলাম 😍

Posted using SteemPro Mobile

 7 months ago 

ঠিক বলেছো মনা উপহার হলো ভালোবাসার বহিঃপ্রকাশ যা সম্পর্ক কে আরও অনেক বেশি দৃঢ় করে।তুমি তো সুনাম পাওয়ারই যোগ্য যতটুকু বলবো ততটুকুই কম হয়ে যাবে।🥰🥰

 7 months ago 

আমি কিছুই দেইনি সব ভগবানের ইচ্ছায় হয়েছে ☺️।সব গুলো কসমেটিকস ও ব্যাগ টি কিন্তুু খুব সুন্দর হয়েছে। আমার গলার চেইনটি কিন্তুু তিন থেকে চার ভরি ওজনের হবে 😊।আমি বাপু ওটা কারো সাথে শেয়ার করবো না গলায় দেব সবাই সোনা ভেবে নেবে তাই ভালো।ধন্যবাদ সুন্দর পোষ্টটি শেয়ার করার জন্য।

 7 months ago 

হ্যাঁ সবই ভগবানের কৃপা।🙏🙏তাই করিও সত্যিই মানুষ তাই মনে করবে।অনেক সুন্দর ছিলো আমারও খুব ভালো লেগেছে।ধন্যবাদ।

 7 months ago 

সত্যি এমন ভাইয়ের বউ থাকলে আর কারোর দরকার নেই। আর গিফট পেতে তো সবারই ভালো লাগে। নতুন বছরে ভাইয়ের বউ এর কাছ থেকে অনেকগুলো গিফট পেয়েছেন দেখছি। প্রত্যেকটা জিনিসই অনেক সুন্দর হয়েছে। অসংখ্য ধন্যবাদ বৌদির কাছে থেকে গিফট পাওয়ার অনুভূতি শেয়ার করার জন্য।

 7 months ago 

ঠিক বলেছেন ভাবি এরকম ভাই বউ সবার ঘরে ঘরে থাক এটাই কাম্য।জিনিস বড় কথা না ভালোবাসা আন্তরিকতা সবচেয়ে বড় ব্যাপার।ধন্যবাদ ভাবি।

আমি কিন্তু আজকেই প্রথম জানলাম আপনার বৌদির কথা, বড়দি। আমিও তাহলে বৌদি বলেই ডাকব এখন থেকে 😊। বৌদি আর ননদিনীর মিষ্টি সম্পর্ক টা পড়ে সত্যিই খুব ভালো লাগলো। আমার মাকেও দেখি মামীদের সাথে এমন করতে। এই ভালোবাসা গুলোর এক অন্যরকম মানে আছে। বড় দি, মেক আপ আইটেম কিন্তু কম নেন নি,, মেয়েদের এত কিছু লাগে গো! কপাল ভালো যে বউ নাই 😅।

 7 months ago (edited)

হ্যাঁ ছোড়দা শাপলা দত্ত আমার বৌদি হয় তাই সে পুরো জাতির বৌদি। 😁😁আমি কখনোই ওনাদের বৌদি মনে করি না প্রথমত বোন দ্বিতীয়ত বান্ধবীর মতো মনে করি।মিলেমিশে থাকার মধ্যে অনেক শান্তি আছে।আমার মা পিসিরাও ঠিক একইরকম ভাবে ছিলো মাসিমার মতো।মেয়েরা মেকআপ আইটেম কম নিবে এটা কি কখনো হতে পারে ছোড়দা!!!😅 বউ আজ নেই তো কি হয়েছে কাল তো হবেই...।🥰🥰

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61152.47
ETH 2665.18
USDT 1.00
SBD 2.55