স্বরচিত কবিতা আবৃত্তি। অন্যায় অবিচার
♥️আসসালামুআলাইকুম♥️
আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে একটি কবিতা আবৃত্তি নিয়েই এই পোস্টটি শেয়ার করতে যাচ্ছি।আশা করি ভালো লাগবে।
প্রতি সপ্তাহেই চেষ্টা করি আপনাদের মাঝে কবিতা আবৃত্তি শেয়ার করার জন্য। আসলে কবিতা আবৃত্তি করতে খুবই ভালো লাগে। আপনাদের উৎসাহ পেয়ে কবিতা আবৃত্তি করার মন মানসিকতা আরো বেশি হয়ে যায়। তাই তো আজকে আমার লেখা একটা কবিতা আপনাদের মাঝে নিয়ে আসলাম।
আজকে যে কবিতাটা আপনাদের মাঝে আবৃত্তি করে শেয়ার করলাম এই কবিতাটা আমার খুব পছন্দের একটা কবিতা। মনের আবেগ আর কষ্ট গুলোকে খুব সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। যদিও এই কবিতা লিখেছি অনেক আগে । তাই সেখান থেকে খুঁজে নিয়ে আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। আমার কবিতা লেখায় আপনারা যেভাবে প্রশংসা করেন ঠিক তেমনি কবিতা আবৃত্তিতেও খুব সুন্দর উৎসাহ দেন। এজন্য এই কবিতা আবৃত্তি করতে খুব ভাল লাগে।
যাইহোক কথা না বাড়িয়ে তাহলে আমার আজকের কবিতা আবৃত্তিটা শেয়ার করা যাক। কেমন লেগেছে সেটা অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন।
কবিতার নামঃ- অন্যায় অবিচার।
লেখক
@bristy1
আবৃত্তি
@bristy1
কবিতা আবৃত্তি |
---|
এই ছিল আমার আজকের কবিতা আবৃত্তি ।আশা করি উপভোগ করবেন।
কবিতা |
---|
অন্যায় অবিচার চলছে প্রতিনিয়ত,
নিরপরাধে কাঁদছে মানুষ অবিরত।
দুর্নীতির জঞ্জাল ঢেকে রেখেছে পথ,
অবিচারের তলে চাপা পড়ছে সবার রক্ত।
ধন-সম্পত্তির জন্য চলে দখলের খেলা,
ভুলে গিয়ে সবাই হাসছে, চলছে শুধুই ঝামেলা।
এ পৃথিবী এখন হয়ে উঠেছে অন্ধকার,
যারা চাইছে আলো, তাদের উপর চলছে অত্যাচার।
অবিচারের তালে তালে গান গেয়ে যায়,
অন্তরাত্মা চুপ, চোখের পানি গড়ায়।
যতই উঠুক প্রতিবাদ, তবু মিথ্যা প্রচার,
আবারও শান্তির বদলে আসে ঝড়ের আভাস।
কবে আসবে দিন সব হারিয়ে যাবে ক্ষোভ,
ভুল সুধরে কবে সবার মনে বাজবে বোধ।
তবুও জানি, একদিন আসবে রোদ,
অন্যায় অবিচারের সময় হবেই প্রতিরোধ।এখনো ভাঙা স্বপ্নে জ্বলে,এগিয়ে চলে আশা,
তবুও মুছবে না কষ্টের ছায়া।
প্রতিটি ক্ষত গভীর, প্রতিটি ভুল ভয়ানক,
যতই চুপ থাকুক, সত্যের ধ্বনি থাকবে আজীবন।
শুধু একটুকু আশা, সত্যের জয় হবে একদিন,
মিথ্যার রাজত্বে শুরু হবে শেষ দিন।
প্রতিটি মানবের হৃদয়ে জাগবে শান্তির মূর্চ্ছনা,
অন্যায় অবিচার হবে ইতিহাস, আর ভালোবাসাই হবে প্রেরণা।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | কবিতা আবৃত্তি |
ইউজার | @bristy1 |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
দারুন লিখেছেন কবিতা খানা। পড়ে ভীষণ ভালো লাগলো। কেননা আপনার লেখা কবিতার প্রতিটি লাইন ভীষণ সুন্দর হয়েছে। কি করবেন আর বর্তমান যুগটা এরকমই হয়ে গেছে। ক্ষমতাবানরা ন্যায় অন্যায় কোন কিছুই বোঝেনা তারা তাদের ইচ্ছা পূরণে ব্যস্ত।
আপু আপনার লেখা কবিতা এবং কবিতা আবৃত্তি কিন্তু অসাধারণ হয়। আজকে আপনি খুব সুন্দর করে অন্যায় অবিচার কবিতাটি আবৃত্তি করেছেন। আসলে কবিতা আবৃত্তি করতে হলে ধৈর্য ও সাহস দুটো লাগে। আর আপনি ধৈর্য ও সাহস নিয়ে কবিতাটি আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।