স্বরচিত কবিতা||প্রকৃতির রূপ
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করার জন্য এলাম।
আমি চেষ্টা করি আপনাদের মাঝে বিভিন্ন রকম কবিতা নিয়ে আসার জন্য। আসলে ভালোবাসা-ভালোলাগা, আবেগ-অনুভূতি, নীরবতা বিভিন্ন বিষয়টি কেন্দ্র করে প্রায় সময় কবিতা লেখা হয়। তবে আজকের কবিতাটি লিখলাম প্রকৃতির সুন্দর রূপ নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে।
♥প্রকৃতির রূপ♥️
সবুজ ঘাসে হেলে পড়ে,
শিশির বিন্দু গড়িয়ে চলে।
নীল আকাশে সাদা মেঘ,
ভেসে চলে, মনে দেয় আবেগ।
পাখিরা গায় সকাল বেলা,
ডাকে সুখের কাকলি মেলা।
সূর্য ওঠে রাঙা মুখে,
আলো ঝরে গাছের সুখে।
নদীর জল যায় বয়ে,
তীরে বসে মন হারায় সে।
চলছে নাও উঠছে ঢেউ,
বুকে তার প্রেমের ঢেউ।
বনভূমি যেন সবুজ শাড়ি,
পাহাড় ডাকে ঢেউয়ের বাড়ি।
ফুলের গন্ধ মাটির বুকে,
ভ্রমর গায় সুরের আলোকে।
বৃষ্টি আসে টাপুর টুপুর,
মাটিতে সুগন্ধে ভরপুর।
রংধনু হাসে ঝলমলে,
আকাশ রঙে রাঙা চলে।
চাঁদ ওঠে নীরব রাতে,
জোছনা নামে শান্তি হাতে।
প্রকৃতি বলে এসো কাছে,
ভালোবেসে রবে বেঁচে।
আমার অনুভূতি |
---|
প্রকৃতি কখনো হাসায়, কখনো শান্ত করে, আবার কখনো গভীর ভাবনায় ডুবিয়ে দেয়।আকাশ, মেঘ, নদী, ফুল সবকিছুই যেন নিজের মতো একটা মিষ্টি গল্প বলে যায়।ভোরের পাখির ডাক থেকে শুরু করে রাতের জোছনার আলো সবই খুব শান্ত, কোমল।এমন কিছু দারুণ অনুভূতি নিয়ে আজকের কবিতাটি লিখলাম।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
মোবাইল ও পোস্টের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | কবিতা |
ক্যামেরা.মডেল | জে৫ প্রাইম |
ফটোগ্রাফার | @bristy1 |
লোকেশন | ফেনী |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য আপনি আপনার কবিতার মাধ্যমে বর্ণনা করেছেন তা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। অপূর্ব সুন্দর হয়েছে আপনার লেখা কবিতাটি। প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে যেমন ভাল লাগে তেমনি প্রকৃতির অপরূপ সৌন্দর্য নিয়ে কবিতা পড়তেও অনেক বেশি ভালো লাগে। কবিতা পড়তে পড়তে যেন সেই কল্পনার জগতে চলে যাই এবং সুন্দর্য নিজের চোখে দেখতে পাই। ধন্যবাদ এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনি প্রকৃতির রূপ নিয়ে যে অপূর্ব সুন্দর কবিতা লিখেছেন তা পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। প্রকৃতির অপরূপ সৌন্দর্য নিয়ে এত সুন্দর বর্ণনা করে কবিতাটি রচনা করেছেন যে আমি আপনার এত সুন্দর দক্ষতার প্রশংসা করার ভাষা হারিয়ে ফেলেছি। ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর মনমুগ্ধকর কবিতা শেয়ার করার জন্য।
আজকে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন আপু। আপনার লেখা প্রকৃতির রূপ কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে প্রকৃতির নিয়ম এমন কখনো বা মানুষকে হাসায় আবার কখনো বা মানুষকে কাঁদায়। তবে সুন্দর অনুভূতি দিয়ে কবিতাটি লিখে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।
আপনার কবিতা গুলো সব সময় অনেক সুন্দর হয়ে থাকে। যেভাবে আপনি এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করছেন তা পড়ে খুব ভাল লাগছে৷ একইসাথে এখানে আপনি প্রকৃতির রূপ নিয়ে যেভাবে এত সুন্দর একটি কবিতা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তার মধ্যে লাইনের সামঞ্জস্যতা যেরকম খুব সুন্দর ভাবে বজায় রেখেছেন৷ তেমনি এখানে আপনার কাছ থেকে এত সুন্দর একটি কবিতা পড়ে খুব ভালোই লাগলো৷