স্বরচিত কবিতা || ভালোবাসার পরশ
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করার জন্য এলাম।
আমি চেষ্টা করি আপনাদের মাঝে বিভিন্ন রকম কবিতা নিয়ে আসার জন্য। আসলে ভালোবাসা-ভালোলাগা, আবেগ-অনুভূতি, নীরবতা বিভিন্ন বিষয়টি কেন্দ্র করে প্রায় সময় কবিতা লেখা হয়। তবে আজকের কবিতাটি লিখলাম ভালোবাসা নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে।
♥ভালোবাসার পরশ♥️
ভালোবাসার পরশ লাগে হৃদয়ের গভীরে,
শীতল বাতাসে যেমন ছুঁয়ে যায় নদীর তীরে।
নীরব অনুভবে জাগে স্বপ্নের গান,
আবেগে ভেসে চলে অচেনা এক প্রাণ।
একটু হাসি, একটু কান্না, মিশে থাকে মনের মাঝে,
ভালোবাসা তো এমনই, সুরে গাঁথা বাজে।
আবেগে আঁকা জীবন যেন রঙিন ক্যানভাস,
চোখের ইশারায় বোঝা যায় সব হারানো বিশ্বাস।
জীবনটা সহজ নয়, কাঁটা-ফুলে ভরা,
ভালোবাসা থাকলে তবেই হয় স্বপ্নেরা হয় জোড়া।
আবেগ যখন সত্য হয়, ভাঙে না সে বাঁধন,
মন তখন খুঁজে পায় শান্তির অধিকারবাণ।
চোখের ভাষায় জমে থাকে হাজারো অনুভব,
ভালোবাসা দেয় বেঁচে থাকার নতুন এক সুরভ।
ভালোবেসো নিঃস্বার্থে, অনুভবে রেখো প্রাণ,
আবেগেই লুকিয়ে থাকে জীবনের আসল চরণ।
আমার অনুভূতি |
---|
এই কবিতাটায় ভালোবাসা আর মনের অনুভূতির কথা তুলে ধরার চেষ্টা করলাম। জীবনের ছোট ছোট অনুভূতি, ভালোবাসার সেই নিঃশব্দ স্পর্শ, আর আবেগের গভীরতা সব যেন একসাথে মিলে গেছে এখানে।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
মোবাইল ও পোস্টের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | কবিতা |
ক্যামেরা.মডেল | জে৫ প্রাইম |
ফটোগ্রাফার | @bristy1 |
লোকেশন | ফেনী |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
এই ধরনের কবিতা গুলো আমি একটু বেশি পছন্দ করি লিখতে এবং পড়তে দুটোই। বিশেষ করে ভালোবাসার অনুভূতি নিয়ে কবিতা লিখতে অনেক বেশি ভালো লাগে। আপনি বিভিন্ন অনুভূতি গুলোকে নিয়ে এই কবিতাটি লিখেছেন দেখে ভালো লেগেছে। খুব দারুণ হয়েছে কবিতার প্রত্যেকটা লাইন।
আপনার স্বরচিত কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। কবিতা লিখতে যেমন ভালো লাগে পড়তেও আমার অনেক ভালো লাগে। খুব সুন্দর লিখেছেন আপু।