স্বরচিত কবিতা||নিঃসঙ্গ।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করার জন্য এলাম।
আমি চেষ্টা করি আপনাদের মাঝে বিভিন্ন রকম কবিতা নিয়ে আসার জন্য। আসলে ভালোবাসা-ভালোলাগা, আবেগ-অনুভূতি, নীরবতা বিভিন্ন বিষয়টি কেন্দ্র করে প্রায় সময় কবিতা লেখা হয়। তবে আজকের কবিতাটি লিখলাম নিঃসঙ্গতা নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে।
♥নিঃসঙ্গ♥️
নিঃসঙ্গ রাতে জোনাক জ্বলে,
চুপটি বসে মন যে কাঁদে তলে।
চেনা মুখ আর ফিরে না আসে,
স্মৃতিরা খেলে একাকী পাশে।
নীরবতায় বাজে হৃদয়ে দোল,
ভিতরটা যেন পাথরের দল।
হাসি মুখে লুকানো ব্যথা,
নিঃসঙ্গতার এ যেন তিক্ত কথা।
চাঁদের আলোয় ভিজে মন,
শূন্যতায় ভরে প্রতিটা ক্ষণ।
কেউ বোঝে না, কেউ শোনে না,
অভিমানে হৃদয় খুঁজে না মানা।
ভালোবাসা আসে, রয় না বেশিদিন,
থেমে যায় সব, রয়ে যায় অচিন।
কান্না লুকিয়ে হাসির আড়ালে,
মন হাঁটে চুপটি অচেনা পথে।
নিঃসঙ্গতা এক অনন্ত বেদনা,
কখনো গল্প, কখনো ছায়াপথ রচনা।
তবুও বাঁচি, স্বপ্ন আঁকি,
নিঃসঙ্গ পথেই জীবন ফাঁকি।
আমার অনুভূতি |
---|
নিঃসঙ্গতা মানেই জীবনের এক বিরাট অধ্যায়।এই অধ্যায় খুব তারাতারি শেষ হতে চায় না। নিঃসঙ্গতায় কেউ পাশে থাকে না ভরসা দেয় না।সবকিছুই তখন এলোমেলো মনে হয়।প্রতিটা মানুষের জীবনে এমনই এক মুহূর্ত আসে যা কখনো কাম্য নয়।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
মোবাইল ও পোস্টের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | কবিতা |
ক্যামেরা.মডেল | জে৫ প্রাইম |
ফটোগ্রাফার | @bristy1 |
লোকেশন | ফেনী |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
কবিতাটা যেন নিঃসঙ্গতার এক নীরব ডায়েরি ,যেখানে প্রতিটি লাইন এক একটা দীর্ঘশ্বাস।পড়তে পড়তে মনে হলো, কেউ আমার মনের কথা গুলোকেই শব্দ করে দিল। “চাঁদের আলোয় ভিজে মন” কী চমৎকার ছবি।এত কষ্টের কথা এত সুন্দর করে লেখা, যে মনটা কষ্ট পেলেও চোখ তৃপ্ত হয়ে গেল। নিঃসঙ্গতা এখানে কষ্টের হলেও, আপনার কলমে সেটা যেন এক নিখুঁত শিল্প। ধন্যবাদ
নিঃসঙ্গতা নিয়ে অনেক সুন্দর ভাবে আপনি বর্ণনা করেছেন। দিনশেষে দেখা যায় আমরা সবাই নিঃসঙ্গ। ভীষণ ভালো লাগলো আপনার কবিতাটি পড়ে। অন্যরকম একটা অনুভূতি অনুভব হলো। এত সুন্দর একটি কবিতা রচনা করার জন্য ধন্যবাদ।