স্বরচিত একগুচ্ছ অনুকবিতা।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একগুচ্ছ অনুকবিতা শেয়ার করার জন্য এলাম।
(১)
মনের মাঝে জাগে ঢেউ,
শব্দ ছাড়া কত কিছু বলি,
হাসি-কান্নায় মিশে থাকে,
চোখের জলেই কথা খুলি।
আবেগ মানেই মনের কথা,
চাপা থাকে বোঝে ব্যথা।
(২)
ভালোবাসা এক মধুর গান,
দুই হৃদয়ের বন্ধন প্রাণ।
না বলা কিছু কথা থাকে,
চোখের চাহনিতে দুঃখ আঁকে।
ভালোবাসা মানে বিশ্বাস রাখা,
সব কষ্টে পাশে থাকা।
(৩)
বিশ্বাস গড়তে লাগে সময়,
ভাঙতে এক মুহূর্তও নয়।
শুধু কথায় নয়, কাজে চেনা,
মন থেকে মন হয়ে যায় অচেনা।
যেখানে বিশ্বাস, সেখানে শান্তি,
হারিয়ে গেলে হয়ে যায় নীড়ের অশান্তি।
(৪)
একটুকরো হাসি দেখে,
মনটা কেন হাওয়ায় উড়ে?
সুখের মাঝে দোলা লাগে,
নিঃশব্দে যে হৃদয় জাগে।
নাম না জানা এই অনুভূতি,
তবু মনের গহীনে করে আকুতি।
(৫)
চোখে জল, মুখে নিশ্চুপ,
ভিতরে জ্বলছে ব্যাথার রূপ।
কেউ দেখে না, তবু থাকে,
সব হাসির মাঝে তাকে ডাকে।
ব্যাথা শেখায় কেমন সহন,
তাই তো বলে, ব্যাথাই জীবন।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
মোবাইল ও পোস্টের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | একগুচ্ছ অনুকবিতা |
লোকেশন | ফেনী |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ছোট ছোট কোন অনু কবিতাগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। কারণ ছোট ছোট কবিতা গুলোর মাধ্যমে অনেকগুলো কবিতা একসাথে পড়া যায়।আপনি আপনার মনের ভাব খুব সুন্দরভাবে প্রতিটা কবিতার মাঝে উপস্থাপন করেছেন। যা পড়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আজকে আপনি আবারো একগুচ্ছ কবিতা আমাদের মাঝে শেয়ার করলেন। এভাবেই ছোট ছোট অংশের কবিতা গুলো আমার কাছে পড়তে বেশ ভালো লাগে। কারণ একসাথে অনেকগুলো কবিতার অনুভূতি নেওয়া যায়। আজকে আপনার কোন কবিতাগুলো পড়ে ঠিক একই রকম ভালো লাগলো। আপনি এমনিতেও সব সময় ছোট ছোট অনু কবিতাগুলো আমাদের মাঝে লেখার চেষ্টা করেন।
অল্প লাইনের ছোট ছোট কবিতা গুলো পড়তে ভালোই লাগে। আপনি কিন্তু খুব সুন্দর কবিতা লিখেন। মাঝেমধ্যেই আপনার লিখা কবিতাগুলো পড়া হয়। আজকের প্রত্যেকটা কবিতা ও খুব ভালো লিখেছেন। বিশেষ করে তৃতীয় এবং চতুর্থ কবিতাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপু এত চমৎকার কবিতা লিখে শেয়ার করার জন্য।
অনেক সুন্দর কিছু অনু কবিতা লিখেছেন আপনি। এত সুন্দর সুন্দর টপিক নিয়ে অনু কবিতাগুলো লেখায় খুব ভালো লেগেছে পড়তে। আমি কবিতা লিখতে এবং কবিতা পড়তে খুবই ভালোবাসি। আপনি সব সময় অনেক সুন্দর অনু কবিতা লিখে থাকেন। আজকের অনু কবিতাগুলো পড়ে খুবই ভালো লাগলো।
1 | https://x.com/bristy110/status/1915731604829262226
2 | https://x.com/bristy110/status/1915997866503311551
3 | https://x.com/bristy110/status/1915998444596170956
4 | https://x.com/bristy110/status/1915999116032938253
কথাটা একেবারেই ঠিক আপু। বিশ্বাস গড়তে সত্যি অনেক টা সময় লাগে। কিন্তু ভাঙতে সময় লাগে এক মূহূর্ত মাএ। দারুণ ছিল আপনার অনুকবিতা গুলো। বেশ সুন্দর লিখেছেন। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।