লাইফস্টাইল: ছাদবাগানে কাঠগোলাপ ফুলের আগমন।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।
কিছুদিন আগে আমি আপনাদের সাথে ছাদে লাগানো কাঠগোলাপ গাছের ডিটেইলস শেয়ার করেছিলাম। আজকে আবারো হাজির হয়ে গেলাম আমার সেই প্রিয় ফুল গাছ এবং গাছের ফুল নিয়ে কিছু কথা শেয়ার করার জন্য। ব্যক্তিগত ভাবে আমার পছন্দের তালিকার শীর্ষে রয়েছে বেলি ফুল, গন্ধরাজ ফুল আর কাঠ গোলাপ ফুল। এই ফুলগুলো আমার কাছে এতটাই ভালো লাগে যে এর একটা বাগান তৈরি করার খুব ইচ্ছে আছে।
কিন্তু অনেক সময় দেখা যায় সময় স্বল্পতার কারণে বাগান করার কাজটা হয়ে ওঠেনা। বাগান করা একটা শখ হলেও এর ভেতর অনেক বেশি পরিশ্রম দিতে হয়। ফুলের বাগান, সবজির বাগান যে কোন কিছুতেই অনেক বেশি পরিশ্রম দিলে সেখানে ফলন ভালো হয়। তবে ছাদের পরিবেশ পরিস্থিতির কথা চিন্তা করে খুব বেশি গাছ রোপন করতে পারি না। কারণ সেখানে অনেক ধরনের শাকসবজি গাছ লাগানো হয়ে থাকে। ফুল গাছ লাগালেও বাচ্চারা উঠে সবকিছুই ছিড়ে ফেলবে। তবুও খুব শখ করে একটা কাঠগোলাপ গাছের আবদার করেছিলাম আমার হাজবেন্ডের কাছে।
গত বছর বৃষ্টির সময়টাতে প্রথমে কাঠগোলাপের চারাটা নিয়ে আসা হয়েছিল। তার সাথে অনেক ধরনের সবজি গাছও নিয়ে আসা হয়েছিল। কিন্তু কাঠগোলাপ গাছ দেখে আমি এতটাই আনন্দিত হয়েছিলাম যে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ওই গাছটা রোপণ করেছিলাম। এই গাছটা যখন আমি রোপণ করেছিলাম তার কিছুদিন পর আমার ছোট আন্টিও একটা কাঠগোলাপ গাছ চট্টগ্রাম থেকে এনেছিল। ৬-৭ মাসের মাথায় তার গাছে ফুল ধরেছে। কিন্তু আমার গাছটা তখনও তেমন একটা বৃদ্ধি হয়নি। সেটা দেখেই আমার খুব মন খারাপ হচ্ছিল।
গত পর্বে আপনাদের মাঝে শেয়ার করেছিলাম হঠাৎ করেই এই গাছে ফুল দেখে কতটাই আনন্দিত হয়েছিলাম সেই বিষয়টা। ফুল দেখেছি বললে ভুল হবে কারণ তখন সম্পূর্ণটাই কলি ছিল। কলিগুলো যখন বড় হতে থাকলো তখন আমার ভেতরকার আনন্দগুলো যেন আরো বেশি বৃদ্ধি পেতে থাকলো। যাই হোক আমি যেহেতু বর্তমানে আমার বাবার বাসায় আছি। আর সেখান থেকে গতকাল বিকেলবেলা বাড়িতে গিয়েছিলাম। বাড়িতে গিয়ে আমি প্রথমে ছাদে চলে গেলাম। আমার কাঠগোলাপ গাছের আপডেট দেখার জন্য। সিঁড়ি থেকে ছাদে পা রাখার সাথে সাথে আমার মনটা এত বেশি ভালো হয়ে গিয়েছিল যে নিজেকে যেন ধরে রাখতে পারছিলাম না।।
সেখানে গিয়েই ফটোগ্রাফি করা শুরু করে দিলাম। আর এর সুগন্ধ নিচ্ছিলাম। খুব সুন্দর মিষ্টি গন্ধ নাকে ভেসে আসছিল। আর দেখতে এতটা মায়াবী লাগছিল যে ইচ্ছে করছিল সেখানে বসেই তাকিয়ে থাকি। অনেকগুলো ফটোগ্রাফি করেছি এবং সাথে ভিডিওগ্রাফিও করেছি। আসলে এই আনন্দের মুহূর্তটা আপনাদের মাঝে শেয়ার করতে এত বেশি ভালো লাগছে যা বোঝানোর মত নয়। শখের কোন জিনিস যদি এভাবে সৌন্দর্য বৃদ্ধি করে তখন আরো বেশি ভালো লাগে।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
অনেক ভালো লাগলো জেনে যে আপনার কষ্ট করে বৃষ্টিতে ভিজে লাগানো কাঠগোলাপ গাছে ফুল ধরেছে। আশা করি আরও ফুল ফুটবে এবং আপনার মুখের হাসি এবং মনের খুশি আরো অনেক গুণ বেড়ে যাবে। ধন্যবাদ এত সুন্দর অনুভূতি এবং এত সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার কাঠ গোলাপ ফুলের গাছের মধ্যে ফুল ফুটেছে, জেনে বেশ ভালো লাগলো আমার কাছে। আমার বেশ কয়েকটি ফুল খুবই প্রিয়, তার মধ্যে অন্যতম হচ্ছে এই কাঠ গোলাপ ফুল। আসলে এই কাঠ গোলাপ ফুল গুলো খুব একটা বেশি নেই আমাদের এলাকার মধ্যে।কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফী গুলো দেখে বেশ ভালো লাগলো আমার কাছে।
ওয়াও আজকে আপনি আমাদের মাঝে কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফি এবং আকর্ষণীয় একটি ভিডিওগ্ৰাফি শেয়ার করেছেন। আমার প্রিয় ফুল কাঠ গোলাপ। আপনার ভিডিওগ্ৰাফিটি দেখে মুগ্ধ হয়ে গেলাম আপু। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি ও দারুন হয়েছে ধন্যবাদ আপু আপনাকে।
Congratulations, your post has been manually
upvoted by 20% from @steem-bingo trail
Thank you for joining us to play bingo.
STEEM-BINGO, a new game on Steem that rewards the player! 💰
How to join, read here
DEVELOPED BY XPILAR TEAM - @xpilar.witness
নিজের লাগানো গাছের মধ্যে ফুল ফুটলে তখন নিজের কাছে কিন্তু অন্যরকম ভালো লাগে। আপনাদের ছাদবাগানে কাঠগোলাপ ফুল গাছের মধ্যে ফুল ফুটেছে। তবে আমার কাছেও কাঠগোলাপ ফুল এবং বেলি ফুল ব্যক্তিগতভাবে ভালো লাগে। আর ছাদের উপর এরকমভাবে ফুল গাছ লাগালে সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায়। যাইহোক কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করেছেন আমাদের মাঝে।ভালো লাগলো আপনার পোস্টটি দেখে।