স্বরচিত কবিতা আবৃত্তি।
♥️আসসালামুআলাইকুম♥️
আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে একটি কবিতা আবৃত্তি নিয়েই এই পোস্টটি শেয়ার করতে যাচ্ছি।আশা করি ভালো লাগবে।
আজ অনেক দিন পর আবারো আপনাদের মাঝে একটা কবিতা আবৃত্তি নিয়ে হাজির হয়ে গেলাম।কবিতা আমার বরাবরই প্রিয়। কবিতা লিখতে যেমন ভালো লাগে তেমনি আবৃত্তি করতেও এখন ভালো লাগে।বেশ অনেকদিন হলো আপনাদের মাঝে কবিতা আবৃত্তি শেয়ার করা হয় না। তাই ভাবলাম আজকে একটা কবিতা আবৃত্তি শেয়ার করে ফেলি। এজন্যই আমার পছন্দমত একটা কবিতা নিয়ে নিলাম। আমার নিজের লেখা একটা কবিতা আজকে আপনাদের মাঝে আবৃত্তি করে শেয়ার করব।
যাইহোক কথা না বাড়িয়ে তাহলে আমার আজকের কবিতা আবৃত্তিটা শেয়ার করা যাক। কেমন লেগেছে সেটা অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন।
কবিতার নামঃ- তোমায় পাওয়ার ব্যাকুলতা।
লেখক
@bristy1
আবৃত্তি
@bristy1
কবিতা আবৃত্তি |
---|
এই ছিল আমার আজকের কবিতা আবৃত্তি ।আশা করি উপভোগ করবেন।
কবিতা |
---|
চাঁদনি রাতের মায়াতে স্নিগ্ধতা খুঁজে পাই,
তোমার হাতের ছোঁয়াতে পূর্ণতা ফিরে পাই,
দীর্ঘশ্বাসের নিঃশ্বাসে দূর্বলতার আভাস পাই,
চোখের চাওয়াতে মনের তৃষ্ণা মেটাই।
জ্যোৎস্না ভরা আকাশে তারার মেলা দেখি,
তোমার চোখের মাঝে আপনত্ব খুঁজি,
আকাশের বিশালতায় তোমার স্বপ্ন বুনি,
নির্ভরতার আদলে তোমার কাছেই ঋণি।
বিশ্বাস ভরসা নিয়ে অপেক্ষায় বসে রই,
অনুভূতির ছোঁয়াতে অভিভূত হই,
দিনের প্রতিটিক্ষণে তোমায় পাওয়ার ব্যাকুলতা,
তোমায় নিয়ে আমার শত প্রত্যাশা।
একূল অকূল দুই কূলেতেই তোমায় পাশে চাই,
তোমায় পাওয়ার অপেক্ষায় দিন গুনে যাই,
তোমার ঐ চাহনী যেন মন কেড়ে নেয়,
চাঁদনী রাতের জ্যোৎস্নাকেও তুমি হার মানাও।
আবেগের বেড়াজালে নিজেকে বন্দী করি,
দূর্বলতার মায়াজালে নিজেই আটকা পরি,
তোমায় শুধু আপন করে একবার কাছে চাই,
ভালোবাসার পরশে তোমায় আপন করতে চাই।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | কবিতা আবৃত্তি |
ইউজার | @bristy1 |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
অসাধারণ কবিতা লিখেছেন আপনার কবিতা পড়ে খুবই ভালো লাগলো। এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ।
1 | https://x.com/bristy110/status/1927689454593954200
2 | https://x.com/bristy110/status/1927690224160653519
3 | https://x.com/bristy110/status/1927690793306685526
4 | https://x.com/bristy110/status/1927691680125169751
5 | https://x.com/bristy110/status/1927692343785783794
বেশ সুন্দরভাবে আপনি কবিতাটি আবৃতি করেছেন। কবিতাটি যেমন সুন্দর আপনার আবৃত্তি তেমনই অনেক সুন্দর লেগেছে আমার কাছে। ভীষণ সুন্দর সুর করে আপনি আবৃত্তি করেছেন। শুনতে বেশ ভালো লাগলো ধন্যবাদ।
নিজের লেখা কবিতা আবৃত্তি করার মজাই আলাদা। আপু আপনি দেখছি নিজের লেখা কবিতা আমাদের মাঝে আবৃত্তি করেছেন। আপনার কন্ঠে কবিতা আবৃত্তি শুনতে অনেক ভালো লাগে। ধৈর্য ধরে নিজের লেখা তোমায় পাওয়ার ব্যাকুলতা কবিতাটি আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।