মানুষ চিনতে সময় নয়, পরিস্থিতি লাগে

in আমার বাংলা ব্লগ4 months ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

Purple Watercolor Floral Presentation (1).jpg

প্রতিদিন আমরা নানা রকম মানুষের সঙ্গে মিশি।পরিবার, বন্ধু, সহকর্মী কিংবা অপরিচিত কেউ। তাদের আচরণ, ব্যবহার, কথা বলার ভঙ্গি দেখে আমরা অনেক সময় মনে করি, মানুষটিকে বুঝে ফেলেছি। কিন্তু বাস্তবতা হলো, একজন মানুষকে চেনার জন্য শুধু সময় নয়, তার জীবনে বা আমাদের জীবনে ঘটে যাওয়া বিশেষ পরিস্থিতিই আসল পরীক্ষার মঞ্চ।

মানুষের আসল রূপ বা প্রকৃতি সহজে প্রকাশ পায় না। ভালো সময়ে সবাই ভালো আচরণ করে, মুখে মিষ্টি কথা বলে, সহানুভূতির ভান করে। কিন্তু যখন বিপদ আসে, অর্থের টান পড়ে, সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি হয় বা কোনো সংকট দেখা দেয়, তখনই বোঝা যায় কে সত্যিকারে আপনার আপন, আর কে শুধু মুখোশ পরে আছে।

ধরুন, আপনি কোনো বিপদের মধ্যে পড়লেন।হয়তো অর্থনৈতিকভাবে দুর্বল, কিংবা মানসিকভাবে ভেঙে পড়েছেন। সেই সময় যে মানুষটি আপনার পাশে থাকে, সাহস দেয়, সমর্থন করে, সে-ই সত্যিকারের মানুষ। আর যারা ব্যস্ততার অজুহাতে সরে যায়, দূরে থেকে যায় বা আপনার দুর্বলতাকে সুযোগ হিসেবে দেখে, তাদের চেনা তখনই সম্ভব হয়।

ভালো সময়ে যখন হঠাৎ করে আপনি অন্যদের চেয়ে এগিয়ে যান, চাকরি, অর্থ, সুখ, সাফল্যে।তখনো কিছু মানুষের ভেতরের ঈর্ষা, বিদ্বেষ ধরা পড়ে। তখন তাদের আসল মনোভাব বোঝা যায়, যা আগে কখনো প্রকাশ পায়নি।এই কারণে আমাদের উচিত মানুষের প্রতি অন্ধ বিশ্বাস না রাখা। সব সময় সুন্দর ব্যবহার দেখেই কাউকে খুব কাছের মনে করা ঠিক নয়। সময়ের সঙ্গে সঙ্গে নানা পরিস্থিতি আসবে, আর সেই পরিস্থিতিই আমাদের শেখাবে কার উপর ভরসা রাখা যায়, আর কার উপর নয়।

শেষ কথা হলো, মানুষকে সত্যিকার অর্থে বোঝার জন্য শুধু সময় নয়, জীবনের বদল, চ্যালেঞ্জ আর সংকটগুলোই সবচেয়ে ভালো আয়না। পরিস্থিতিই মানুষের মুখোশ খুলে দেয়, আর চেনায় কে আমাদের বন্ধু, আর কে ভান করে আপন সেজে আছে।তাই সম্পর্ক গড়ার আগে নয়, ভাঙার সময় বুঝে নিন, কে কেমন মানুষ। তখন আপনি সত্যিকারের সম্পর্ক গড়তে পারবেন এবং ভুল মানুষদের থেকে নিজেকে বাঁচাতে পারবেন।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Posted using SteemPro

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

 4 months ago 

ঠিক বলেছেন আপু মানুষ চিনতে সময় লাগে না। পরিস্থিতির স্বীকার হলে মানুষ খুব ভালো করে চেনা যায়। ধরুন আপনি কোনো বিপদে পড়েছেন তখন দেখবেন যে যে আপনার প্রকৃত বন্ধু সেই আগে আসবে।আর যে উপরে আপনার সাথে মিল দিবে সে বিপদে কখনোই পাশে দাঁড়াবে না।খুব সুন্দর কিছু কথা তুলে ধরেছেন আপু।পড়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 4 months ago 

আপনার লেখাটি খুবই সময়োপযোগী। সত্যিই পরিস্থিতিই মানুষের প্রকৃত চরিত্র উন্মোচন করে। ভালো সময়ে সবাই পাশে থাকে, কিন্তু সংকটে যে দাঁড়ায়, সে-ই সত্যিকারের বন্ধু। এই বিষয়টি আরও গভীরভাবে বিশ্লেষণ করা যেতে পারে।আমার জীবনে এমন একটি ঘটনা ঘটেছিল যখন আমি অসুস্থ ছিলাম, তখন কেউ কেউ দূরে সরে গিয়েছিল। আপনার লেখাটি পড়ে সেই স্মৃতি মনে পড়ল। সত্যিই, পরিস্থিতি মানুষকে চিনতে সাহায্য করে। ধন্যবাদ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার জন্য।

 4 months ago 

আমাদের ভালো সময়ে আমরা কখনোই মানুষ চিনতে পারব না। কথাটা একেবারেই ঠিক। এর জন্য সময় লাগে পরিস্থিতি লাগে। সাথে লাগে বিবেক। সময়ের সাথে অনেক মানুষের চরিত্র একেবারে পরিষ্কার হয়ে যায়। বেশ সুন্দর গুছিয়ে লিখেছেন আপু।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.33
JST 0.034
BTC 111130.52
ETH 4299.27
SBD 0.83