শিক্ষা জীবনের প্রথম দিনের মুহূর্ত।

in আমার বাংলা ব্লগ11 days ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

boy-330582_1280.jpg

source

ছোটবেলা বা শৈশব ছিল আমাদের জন্য স্বর্ণময় একটা সময়।এই সময়টায় আমরা ছিলাম বাঁধনহারা, ছন্নছাড়া।আমাদের কোনো চিন্তা, আবেগ অনুভূতি বা মন খারাপের জায়গা ছিল না।আর সেই সময়টা ছিল আমাদের খেলাধুলা আর আনন্দে কাটানোর সময়। যখন স্কুলে ভর্তি হই তখন কিছুটা চিন্তা মাথায় আসলেও সর্বোপরি আনন্দটাই বেশি ছিল। তবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার জীবনের প্রথম স্কুলে যাওয়ার দিনের কথা। সেই দিনটা আমার এখনো মনে আছে। খুব আনন্দের আর মধুর একটা দিন ছিল।

আমার প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান ছিল কিন্ডারগার্ডেন। আমাদের এরিয়াতে সেটা ছিল নতুন এবং ভালো মানের একটা শিক্ষা প্রতিষ্ঠান। তার পাশাপাশিই ছিল একটা সরকারী শিক্ষা প্রতিষ্ঠান।আসলে আমার আব্বু সবসময়ই চাইতো আমরা যাতে শুরু থেকেই ভালোভাবে পড়াশোনা করি।এজন্য ভালো মানের একটা স্কুলে ভর্তি করানোর ইচ্ছা ছিল।সেখানে আবার আমার আব্বুর ফ্রেন্ড ছিল,যারা আমার শিক্ষক ছিলেন।সব মিলিয়ে আমার জন্য বেশ ভালো এবং উপযুক্ত একটা শিক্ষাপ্রতিষ্ঠান ছিল সেটা।

যাইহোক প্রথম যেদিন স্কুলে যাব ভর্তির জন্য,সেদিন খুব সকালেই উঠে গেলাম। আর সকাল সকাল কিছুটা ঠান্ডা ছিল।যাইহোক সকালের সবকিছু সেরে নিলাম।নাস্তা করার পর রেডি হয়ে নিলাম। এদিকে আমার আব্বুও রেডি।আমাদের এলাকায়ই ছিল স্কুলটা।হেটে যেতে প্রায় ১৫ মিনিট লাগে।তখন আবার দোড়ানো আর হাটায় এক্সপার্ট ছিলাম। আব্বুর সাথে হাটতে হাটতে চলে গেলাম।স্কুল আর বাড়ির মাঝামাঝিতে এক জায়গায় দেখলাম একটা পাখি রাস্তায় পড়ে আছে আহত অবস্থায়। সেটা মনে হয় কোয়েল পাখি ছিল।তখন আমার আব্বু সেটা নিয়ে নিল।আর এটা নিয়ে স্কুলে গেলাম।

স্কুলে গিয়ে দেখলাম কত বাচ্চাকাচ্চা। আবার কিছু কিছু বাচ্চা দেখলাম আমার মতই ভর্তি হতে এসেছে।আমি তখন অফিসরুমে গিয়েই বসলাম।যেহেতু আমি সবাইকেই চিনি তাই আমার আর তেমন ভয় ভীতি ছিল না তখন।কিন্তু মাধ্যমিকে ভর্তি হওয়ার সময় ভয়টা ছিল।যাইহোক সেদিন বিভিন্ন প্রসেসিং সেরে আমাকে নতুন বই দেয়া হলো।আমি তো ভীষণ খুশি। বইগুলো তখনই দেখছিলাম।আমার তখন থেকেই খুব পছন্দ ছিল আর্টের বইটা।যাইহোক আমি বই আর পাখিটা নিয়ে বসে ছিলাম। তারপর আব্বু লেনদেন ক্লিয়ার করে আমাকে নিয়ে বাইরে বের হলো।

সেদিন ছিল আমার প্রথম ভর্তি এবং প্রথম ক্লাস।আমরা কয়েকজন শিক্ষার্থী ছিলাম সেখানে।আর প্রথমদিন ১টা ক্লাস করে ছুটি দিয়েছিল আমাদের। এদিকে আমি আর আমার সেই পাখিটা ক্লাসেই ছিল,হাহাহা।যাইহোক ক্লাস শেষে আব্বু সহ বাড়িতে ফিরছিলাম। মজার ব্যাপার হলো পাখিটা যেই জায়গা থেকে কুড়িয়ে পেয়েছিলাম সেই জায়াগার কাছাকাছি আসতেই সেটা আমার হাত থেকেই উড়ে চলে গেল। আর আমি অপেক্ষা করছিলাম সেটা আবার ফিরে আসে কিনা, তার আঘাত ঠিক হয়েছে কিনা।কিন্তু সে আর ফিরে আসেনি।

আর এভাবেই সেদিনটা কেটে যায়।বই নিয়ে আমার কত কল্পনা শেষ হয়। আমি একদিনে বসেই সব বইয়ের পাতা দেখদ নিলাম।নতুন বই পাওয়ার আনন্দটা আমার খুব বেশি ছিল। সেদিন থেকে আমার প্রাতিষ্ঠানিক শিক্ষার পথ শুরু হয়।তবে আমার আব্বু সবসময় আমার সাথে যেত। আমাদের পড়ালেখার ব্যাপারে সবসময়ই আব্বু সিরিয়াস ছিল,এখনও তাই। আমাদের ন্যায় শিক্ষার পিছনে শিক্ষাপ্রতিষ্ঠান এর আগেই ছিল আমার বাবা মা।যাইহোক আজ আপনাদের মাঝে এই মুহূর্তটা শেয়ার করতে পেরে খুব ভালো লাগলো।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণশৈশব স্মৃতি
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 8 days ago 

আমি মনে করি আমাদের সবচেয়ে বড় শিক্ষক হচ্ছেন আমাদের বাবা-মা। আপনার স্কুল জীবনে প্রথম দিনের মুহূর্ত পড়ে বেশ ভালো লাগলো আপু।আরো ভালো লাগছিল কোয়েল পাখিটির কথা জেনে। ধন্যবাদ শিক্ষা জীবনের প্রথম দিনের মুহূর্ত শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 11 days ago 

আসলে আপনি আপনার প্রথম দিনের স্কুলে একজন সঙ্গী পেয়ে গেলেন। এই পাখিটি আপনার প্রথম দিনের সঙ্গী হতে এসেছিলে এবং প্রথম দিনের স্কুল শেষে সে আবার উড়ে চলে গেল। আসলে আপনার প্রথম দিনের স্কুলের অভিজ্ঞতা শুনে আমাদের সবার খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনার এত সুন্দর একটা অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 11 days ago 

বাহ! কিন্ডারগার্টেনের প্রথম দিনের ভর্তি এবং একটা ক্লাসের কথা খুবই সুন্দর ভাবে মনে আছে আপনার। অনেক চেস্টা করেও আমি আমার প্রথম দিনের কথা গুলো মনে করতে পারলাম না।

যাহো। ধন্যবাদ আপনাকে আপনার জীবনের একটা স্মৃতি আমাদের সাথে শেয়ার করার জন্যে।

ভাল থাকুন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 60364.09
ETH 2378.39
USDT 1.00
SBD 2.57