স্বরচিত একগুচ্ছ অনুকবিতা।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একগুচ্ছ অনুকবিতা শেয়ার করার জন্য এলাম।
শীতের সকাল যেন একটু বেশি ক্লান্তিময়।সকাল বেলা ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না।তবুও আমাদের নানা কাজের তাড়নায় উঠে যেতে হয়। কারণ প্রাত্যাহিক জীবনে সময়ের মূল্য অনেক বেশি। প্রত্যেকটা সময়কেই কাজে লাগাতে হয়।গত কয়েকদিন যাবৎ শরীরটা ভালো নেই। কাল থেকে আবার গলা ব্যথা এবং কাশি বেড়ে গিয়েছে। গলা যেন ফেটে চৌচির। চুপচাপ রয়েছি, কথা বলতে গেলেই যেন আরও ফেটে যায়। সারারাত ঘুমাতে পারি নি নিজের অসুস্থতা আবার ছেলের অসুস্থতায়। যাই হোক তবুও নিজের কাজে ফিরে এলাম।আজ আপনাদের মাঝে কিছু অনু কবিতা শেয়ার করব। যদিও প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের মাঝে ভিন্ন কিছু উপস্থাপন করতে। ঠিক তেমনি আজকের পর্বে থাকছে অনু কবিতা।
অনুকবিতা লিখতে আমার কাছে বরাবরই বেশি ভালো লাগে। তবে মাঝে মাঝে আপনাদের কিছু মন্তব্য দেখে ইচ্ছে করে সবসময় এই কবিতাগুলো লিখে যাই। তবুও সময় না পেলে কি আর করার। যাইহোক আজকে পাঁচটা অনুকবিতা লিখলাম যেগুলো ভিন্ন ভিন্ন আঙ্গিকেই লিখা। এজন্য অনুভূতিগুলো সব সময় ব্যক্ত করা সম্ভব হয়ে ওঠে না। আপনারা আশা করি প্রতিটি অনুকবিতার ভিন্ন অনুভূতিগুলো বুঝতে পারবেন।
(১)
নিস্তবতা ঘিরে ফেলেছে শূন্য হৃদয়টাকে,
একাকিত্বে ভেসে গেছে সব নিরবতা,
নিশ্চুপ মন আজও কারো অপেক্ষায়,
নিরবতা যেন রয়েছে বাঁধনহারা।
(২)
শীত মানেই কুয়াশাঘন সকাল,
শীত মানেই ধোয়া উঠা গরম পিঠা,
শীত মানেই একরাশ মিষ্টি শীতল হাওয়া,
শীত মানেই লেপের নিচে চুপটি করে থাকা।
(৩)
আবেগের দুয়ারে বিবেকের নেই বসবাস,
আবেগ দিয়ে হয় কেনা বেচা ভালোবাসা,
বিবেকের কাছে আবেগের নেই দাম,
আবেগ দিয়ে শুধু হয় রাগ, অভিমান।
(৪)
আমার এক টুকরো সকালটা সুন্দর,
তুমি পাশে আছো তাই,
আমার এক টুকরো বিকেলটা মায়াময়,
তোমার ছোয়ায় হয় মধুময়।
(৫)
একা একা বসে ভাবি তুমি কোথায়,
এ বুক কেন খালি শূন্যতায় ভরা,
তুমি হৃদয় নিয়ে করেছো খেলা,
কষ্ট যেন আমায় কুড়ে কুড়ে খায়।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
মোবাইল ও পোস্টের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | একগুচ্ছ অনুকবিতা |
ক্যামেরা.মডেল | জে৫ প্রাইম |
ফটোগ্রাফার | @bristy1 |
লোকেশন | ফেনী |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
খুবই সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন। এত সুন্দর সুন্দর অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।
Upvoted! Thank you for supporting witness @jswit.
মনের ভিতর থেকে বের হয়ে আসা শব্দ রাশির গাঁথুনিই কবিতা। আপনার শব্দের গাঁথুনি ভালো। আজ ৫ টি ভিন্ন ভিন্ন স্বাদের অণুকবিতা উপস্থাপন করেছেন আপু। প্রতিটি কবিতায় ভালো লেগেছে। বিশেষ করে ৪ নং কবিতার অনুভূতি প্রকাশটা অসাধারণ। অণুকবিতা গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাদের সুন্দর মন্তব্য পেলেই ভালো লাগে আপু।
আপনার শেয়ার করা প্রতিটি অণুকবিতা আমার কাছে ভালো লেগেছে। বিশেষ করে ১ নম্বর অণু কবিতার অনুভূতি প্রকাশ টি বেশ চমৎকার। আমার কাছে বেশ ভালো লেগেছে আপনার এই অণুকবিতা টি ।আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এতো সুন্দর সুন্দর ৫ টি অণুকবিতা শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু,মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।
খুবই সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন । বরাবরই আপনি খুব সুন্দর অনু কবিতা লিখে থাকেন। আপনার অনু কবিতা গুলো আমার অনেক বেশি ভালো লাগে। এবং চেষ্টা করি সব সময় পড়ার জন্য। আপনার মত কবিতা লিখতে আমি নিজেও অনেক বেশি পছন্দ করি। সুন্দর অনু কবিতা গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
সবসময় আমার লেখা অনুকবিতা গুলো পড়ার জন্য অনেক ধন্যবাদ।
বাহ আপু আপনি তো সুন্দর সুন্দর অনুভূতি দিয়ে খুব চমৎকার কিছু অনু কবিতা লিখেছেন। অনু কবিতার মাঝে নিজের সুন্দর অনুভূতিগুলো প্রকাশ করা যায়। তবে আপনার সবগুলো অনু কবিতা অসাধারণ হয়েছে। সত্যি বলতে আপনার অনু কবিতাগুলো আমি কয়েকবার পড়ে ফেললাম। ছোট ছোট অনু কবিতা গুলো লিখে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।
খুব ভালো লাগে আপনাদের মন্তব্য গুলো দেখলে ধন্যবাদ আপু।
আজ তো দেখছি আপনি একের ভিতর পাঁচ ধরনের অনু কবিতা নিয়ে হাজির হয়েছেন। কেননা প্রত্যেকটা কবিতা আলাদা আলাদা মর্ম বহন করে। দারুন দারুন এই অনু কবিতাগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এত সুন্দর সুন্দর অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সব সময়ই পাঁচটি বা ছয়টি অনু কবিতা লেখা হয়ে থাকে ভাইয়া ধন্যবাদ কবিতা গুলো পড়ার জন্য।
এখন আর কারো অপেক্ষায় নেই এই হৃদয়। শুধুমাত্র দূরত্বটাই চাওয়া। শীতের সকালে কুয়াশা অন্যরকম একটা পরিবেশের সৃষ্টি করে দেয়। চমৎকার লাগল আপনার লেখা অনু কবিতা গুলো আপু। সুন্দর লিখেছেন। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
কেউ দূরে গেলেই তো অন্য কেউ কাছে আসবে ভাইয়া হাহাহা। যাইহোক ধন্যবাদ আপনাকে।
তোমার কবিতা বরাবরই মুগ্ধ করে এবং প্রত্যেকটা কবিতা খুব সুন্দর ও অর্থবহ ছিল। খুব ভালো লাগলো পড়ে। ধন্যবাদ সবার উদ্দেশ্যে শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ তোমায় কবিতাগুলো পড়ার জন্য।।