স্বরচিত একগুচ্ছ অনুকবিতা
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একগুচ্ছ অনুকবিতা শেয়ার করার জন্য এলাম।
(১)
সবুজ ঘাসে হেলে পড়ে রোদ,
নদীর বুকে বয়ে চলে স্রোত।
পাখিরা গায় সকাল বেলা,
ফুলে ফুলে ঝরে রঙের মেলা।
গাছের ছায়া দেয় যে শান্তি,
প্রকৃতি যেন অপরূপ রূপে মায়াবী।
(২)
চোখে চোখে হাসির ভাষা,
নিঃশব্দে বলে গভীর ভালোবাসা।
হাতের ছোঁয়ায় মিলে যায় মন,
ভালোবাসায় কাটে জীবনক্ষণ।
কখনো কান্না, কখনো গান,
ভালোবাসায় হয় না কোনো অপমান।
(৩)
মায়ের কোলে শান্তির ঘুম,
ভুলিয়ে দেয় সব দুঃখের আগুন।
ডাকলেই আসে ছুটে সে,
ভালোবাসা দেয় সারাক্ষণে।
জীবন জুড়ে মায়ের ছায়া,
তাঁর স্নেহে কাটে সব মায়া।
(৪)
বন্ধু মানে হাসির জোয়ার,
দুঃখে থাকে পাশে যে বারবার।
আনন্দ ভাগে, কান্নায় সাথি,
মনে গেঁথে থাকে নিরবধি।
বন্ধু ছাড়া জীবন ফাঁকা,
তারাই তো হয় মনের আশা।
(৫)
সময় চলে ধীরে ধীরে,
থামে না সে কারো তরে।
ভালো কাজে সময় দাও,
তবেই জীবন সাজিয়ে নাও।
সময় গেলে শুধুই আফসোস,
তাই তো সময়ই সবচেয়ে বড় মূল্যবোধ।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
মোবাইল ও পোস্টের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | একগুচ্ছ অনুকবিতা |
লোকেশন | ফেনী |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
খুবই সুন্দর করে লিখেছেন তো আপনি আজকের কবিতাগুলো। আপনার এত সুন্দর সুন্দর অনু কবিতা গুলো পড়ে মনটা ভালো হয়ে গেল। প্রতিটা অনু কবিতা আপনি অনেক সুন্দর টপিক তুলে ধরে লিখেছেন। সবগুলো কবিতা খুবই সুন্দর ছিল। এরকম অনু কবিতা গুলো আমার অনেক ভালো লাগে।
অনেক সুন্দর সুন্দর কিছু কবিতা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। অনেক সুন্দর ছন্দময় হয়েছে আপনার কবিতা গুলি। বিভিন্ন ধরনের টপিক নিয়ে লেখা আপনার কবিতা গুলি আবেগে পরিপূর্ণ। ধন্যবাদ এত সুন্দর কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
মায়ের কোলের সেই শান্তির ঘুম সত্যি পৃথিবীর সবকিছুই যেন ভুলিয়ে দেয়। দারুণ লাগল আপনার কবিতা গুলো আপু। অনু কবিতা গুলো চমৎকার লিখেছেন আপনি। অসংখ্য ধন্যবাদ আপনাকে।