স্বরচিত কবিতা||মায়াভরা তুমি।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করার জন্য এলাম।
দেখতে দেখতে কিভাবে যে দিনগুলো পার হয়ে যাচ্ছে তা বুঝতেই পারছি না।এই তো গত ২ দিন আগে এসেছিলাম কক্সবাজার। আর আজ আমাদের শেষ দিন এই কক্সবাজারে।কেন জানি একটা মায়া কাজ করে এখানে। এই পর্যন্ত আমার ৩বার আসা হয়েছে। এখান থেকে যেন যেতেই ইচ্ছে করছে না।ইচ্ছে করছে এখানেই থেকে যাই। কিন্তু তা তো আর কোনোভাবেই সম্ভব না।কি আর করা ঘুরাঘুরি শেষ করে আজ সন্ধ্যা বেলায় রওনা দিতে হবে নিজ গন্তব্যে।আজকের শেষের দিনটায় কিছুটা সময় সমুদ্রের পাড়ে নিজের ক্লান্তিগুলো ধুয়ে মুছে নিতে চাই।জীবনটা বিষাক্ত তেতো পাতার মতই হয়ে গিয়েছে। বিষাদগ্রস্ত জীবনটায় ফিরতে ইচ্ছে করে না আর।জানিনা এই বিষাদ কবে মিটবে। তবুও তো ফিরতে হবে আপন নীড়ে।
যাইহোক আজ এলাম একটা দারুণ অনুভূতির কবিতা নিয়ে। আজকের কবিতার মূল ভাবটা আমি নিচের দিকেই শেয়ার করলাম।আশাকরি আমার আজকের লেখা কবিতাটা আপনাদের ভালো লাগবে।যাইহোক আজ আর কথা বাড়াবো না , চলুন তাহলে কবিতাটা পড়ে নেই....
♥️মায়াভরা তুমি♥️
মায়াভরা চোখের মাঝে খুঁজে পাই অনুভূতি,
মায়াহীন দুনিয়াতে নেই কোনো আকুতি,
তোমার মাঝে খুঁজি আমি আমার সুখের ছায়া,
পৃথিবীতে নেইকো আর অন্য কিছুর মায়া।
দিনশেষে আমি পাই তোমাকে আমার আপন করে,
তুমি আমার সুখের আলো রেখেছি যতন ভরে,
তোমার জন্য জীবন আমার হয়েছে ওগো ধন্য,
তুমিই আমার জীবন মরন,তুমিই অনন্য।
স্নিগ্ধতার এক নাম যে তুমি করে রেখেছো প্রিয়,
অনুভূতিতে ভরিয়ে রেখো আমায় করে শ্রেয়,
ভালোবাসার পঙক্তিমালায় আমি তোমায় রাখি,
যতন আর আদরে সোহাগে তোমায় শুধু দেখি।
তুমি আমার মন জুড়ানোর একমাত্র ভরসা,
তোমায় জন্য রাখি আমি কত শত আশা,
তোমায় আমি চাই যে আমার বুকের মধ্যিখানে,
রাখবো তোমায় আমার মত করে খুব যতনে।
তোমার হাসির মাঝে ফুলের ছড়াছড়ি অবিরত,
স্নিগ্ধ মায়ায় আটকে গেছি দেখছি কত শত,
মায়াবী ঐ মুখটি যেন আমার খুশির কারণ,
এই খুশিতে অন্য কারো ভাগ বসানো বারণ।
আমার অনুভূতি |
---|
একজনকে ভালোবেসে যখন তার মাঝেই সবকিছু খুঁজে বেড়ায় তখন মনটা শুধু তাতেই সীমাবদ্ধ থাকে।তার হাসি,চোখের চাহনিতে নিজের সুখ খোঁজা যেন বিরাট বড় অভ্যাসে দাঁড়িয়ে যায়।সবসময় সেই মানুষটাই তার সুখের কারণ হয়ে দাঁড়ায়। সুখ বলতে সেই মায়াবী চেহারাকে মনে পড়ে যায়।আর এই মায়ায় অন্য কারো প্রবেশ নিষেধ।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
মোবাইল ও পোস্টের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | কবিতা |
লোকেশন | ফেনী |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
অসাধারণ একটি কবিতা লিখেছেন আপু।প্রিয়জনের মায়া ভরা চোখে আমরা নিজের অনুভূতি খুঁজে পাই।খুঁজে পাই তার মাঝে নিজের সুখ।দারুন লিখছেন আপু।ভালো লাগলো অনেক।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আপু আপনি আবারো কক্সবাজার ঘুরতে গিয়েছেন জেনে ভালো লাগলো। সত্যি আপু ভালো সময় কাটানোর পর আবারও নিজের বাস্তব জীবনে ফিরতে হয়। হয়তো একটু প্রশান্তি নিয়ে ফিরতে হয়। দারুন কবিতা লিখেছেন আপু। অনেক ভালো লাগলো কবিতা পড়ে।
খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে অনেক ভালো লাগলো। কবিতার মধ্যে যেন মায়া ভরা ভালবাসা সুন্দরভাবে প্রকাশ করেছেন।
বেঁচে থাকার জন্য যেটুকু সুখের প্রয়োজন হয় তা পুরোটাই মায়া থেকে জন্ম নেয়। আপনার কবিতাটি বেশ চমৎকার হয়েছে।তবে দ্বিতীয় লাইনটি মনে রাখার মতন।
সত্যিই তো কিছুই যা কিছু করি তা মায়ার উপর বশবর্তী হয়েই করি।
আসলে আমরা সবকিছুর মাঝে তখন আমাদের সেই মানুষটাকেই খুঁজে থাকি। একজনকে মন থেকে ভালোবাসলে আর কারো বিষয়ে কোনো কিছু চিন্তা করা যায় না। তখন সবকিছুতে শুধু ওই মানুষটা থাকে। অনেক সুন্দর ছিল আপনার এই কবিতাটা লেখাটা টপিক। আমার কাছে খুব ভালো লেগেছে পুরো কবিতাটা সম্পূর্ণভাবে পড়তে।
কক্সবাজার যায় জায়গাটি এতই সুন্দর যে যায় সেই মন চায় আবার ঘুরতে যেতে। তবে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।মায়াভরা তুমি কবিতার মধ্যে মনের সুন্দর কিছু অনুভূতি তুলে ধরেছেন। আর নিজের মনের সুন্দর অনুভূতি দিয়ে কিছু লিখলেও অন্যরকম হয় পড়তে। তবে আপনার কবিতা পড়ে অনেক ভালো লাগলো আমার কাছে।