স্বরচিত একগুচ্ছ অনুকবিতা।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একগুচ্ছ অনুকবিতা শেয়ার করার জন্য এলাম।
মাঝে মাঝে সময়গুলো নিয়ে বড় আফসোস লাগে।কত দ্রুত সময় চলে যাচ্ছে।কত মানুষ আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে। যাদের আর কখনো ফিরে পাবো না।কত মানুষ হচ্ছে পরিচিত। কিন্তু এই সময় থামছে না, থামবে না।কেউ সুস্থ বা কেউ অসুস্থ সময় চলছে নিজের নিয়মে।এইতো যেন শুক্রবার গেল মাত্র কদিন এর মাঝে আবার শুক্রবার চলে আসলো।দিন কত দ্রুত আমাদের জীবন থেকে চলে যাচ্ছে। আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি।যদিও আমাদের জানা নেই কার মৃত্যু কখন হবে।
যাইহোক অনেক কথাই বলে ফেললাম।তবে আমাদের সবাইকে এই সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে। আর তাল মিলিয়ে চলা মানেই সময়কে কাজে লাগানো।আর ঠিক তেমনি আজকের এই সময়ে আমি কিছু অনুকবিতা শেয়ার করব।
(১)
অনুরাগে ছুঁয়ে দিলে তুমি আমায়,
বিনিয়োগে আমি শুধু চাই তোমায়,
কুয়াশার চাদরে ঢেকে যায় সন্ধ্যা,
রাতের আধারের আলো তুমি দিয়ে যাও আনন্দ।
(২)
মৃত্যু সে তো সন্নিকটে ঘুরছে,
আমলনামায় হচ্ছে লিখা হিসাব,
করছি কি মোরা জানিনা যে তা,
মৃত্যুর দুয়ার হবে যে খোলা,
আসবে সেদিন সবার,
তোমার আমার সারা জগতের,
মিলবে সব হবে নিরব।
(৩)
চুপটি করে বসে আছি এক কোণে,
নিরবতা যেন ধরেছে আমায় সঙ্গোপনে,
হয়েছি আমি ছন্নছাড়া হয়েছি ভীষণ ক্লান্ত,
নিঃসঙ্গতা আমায় করে তুলেছে ক্ষান্ত।
(৪)
আবেগের মায়ায় ছড়িয়েছে শান্তির ছায়া,
সহস্র বেদনার দেয়াল গড়েছে মনের ভেতর,
কে ভাঙবে এই প্রাচীর জানা নেই আজও,
মনের দুয়ারে নেই কোনো স্বস্তির নজির।
(৫)
তুমি ছিলে আমার স্বপ্নের ধারক,
তুমি ছিলে আমার এক অনন্য রূপক,
তুমি ছিলে মায়ার বাঁধনে বাঁধা,
কেন হলে নিজেই মায়ার বাঁধন ছাড়া?
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
মোবাইল ও পোস্টের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | একগুচ্ছ অনুকবিতা |
ক্যামেরা.মডেল | জে৫ প্রাইম |
ফটোগ্রাফার | @bristy1 |
লোকেশন | ফেনী |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
এটা ঠিক বলেছেন আপু, মনে হচ্ছে একটা সপ্তাহের পর আরেকটা সপ্তাহ অনেক তাড়াতাড়ি চলে আসে। আসলে সময় আপন গতিতে চলছে। যাই হোক আপনার লেখা অনু কবিতা গুলো খুবই দারুণ ছিল আপু। চমৎকার লিখেছেন আপনি। বিশেষ করে দ্বিতীয় অনু কবিতা টা অনেক ভালো লাগলো আমার কাছে। ধন্যবাদ আপু।
জি আপু, একদম ঠিক বলেছেন সময় চলে যাচ্ছে নিজের আপন গতিতে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
একদম ঠিক বলেছেন আপু সপ্তাহ শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়। এভাবে মাস বছর চলে যাচ্ছে খুব দ্রুত। আর আমরা মৃত্যুর খুব সন্নিকটে পৌঁছে যাচ্ছি। যাই হোক আপনার আজকের অনু কবিতা গুলো খুব সুন্দর হয়েছে। ছোট ছোট অনু কবিতা পড়তে আমার কাছে খুবই ভালো লাগে।
সময় গুলো খুব দ্রুতই চলে যাচ্ছে আপু। কিভাবে যে পার করে ফেলছি বুঝতেই পারতেছি না। ধন্যবাদ আপনাকে।
বেশ চমৎকার লিখেছেন আপু। সময় গুলো আসলেই আমাদের জীবন থেকে খুব দ্রুতই চলে যাচ্ছে। ধীরে ধীরে চলে যাচ্ছি আমরা মৃত্যুর দিকে। আর এই ক্ষুদ্র সময়ে কে কি করছি সব কিছুই লেখা হচ্ছে আমাদের হিসেবের খাতায়। অনু কবিতা গুলি অত্যন্ত সুন্দর হয়েছে। তবে কবিতার মধ্যে আমি তুমি এই বিশেষণ গুলো ব্যতীত অন্য শব্দ চয়ন করার চেষ্টা করবেন আরো সৌন্দর্য বৃদ্ধি পাবে, ধন্যবাদ।
অবশ্যই ভাইয়া আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমেই তো ভুল শুদ্ধ সবকিছু দেখতে পারি ধন্যবাদ।
অনেক সুন্দর অনু কবিতা আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা প্রত্যেকটা অনু কবিতা অনেক সুন্দর হয়েছে। প্রতিনিয়ত আপনি অনেক সুন্দর সুন্দর অনু কবিতা লিখে থাকেন। আপনার লেখা অনু কবিতাগুলো আমার পড়া হয়েছে এর আগেও। ছন্দ মিলিয়ে দারুন ভাবে লিখেছেন অনু কবিতাগুলো।
অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু আমার কবিতা গুলো পড়ার জন্য।।
সময় চলে যাচ্ছে তার আপন গতিতে। কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে আমরা চলতে পারছি না।যাই হোক আজকে আপনার শেয়ার করা অনু কবিতাগুলো পড়ে অনেক ভালো লাগলো।অনেক সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন।ছন্দে ছন্দে মিলনের কারণে পড়ে অনেক মজা পেলাম।
অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া, ভালো লাগলো আপনার মন্তব্য দেখে, ভাল থাকবেন।
লেখা এই অনু কবিতা গুলো পড়ে অনেক ভালো লাগলো। খুবই সুন্দর সুন্দর অনুভূত আমাদের মাঝে শেয়ার করলেন। কবিতার ভাষাগুলো ছিল অসাধারণ।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আমার কবিতাগুলো পড়ার জন্য।
প্রতিটি অণুকবিতাই চমৎকার লিখেছেন আপনি। লেখার বিষয়বস্তু গুলো মন ছুঁয়ে যাওয়ার মতন। শুধু একটু আমি আর তুমির ব্যবহার কমিয়ে দিলেই নিটোল হয়ে যায়।
যখন যেটা মনে আসে মিলিয়ে নেয়ার জন্য মাঝে মাঝে ব্যবহার করতে হয় আপু ধন্যবাদ আপনাকে।
আপনার লেখা প্রতিটি কবিতা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। চমৎকার ভাষায় সৌন্দর্যময় ছন্দে মিলিয়ে এই কবিতাগুলো লিখেছেন। আমার পড়ে তাই ভালো লাগলো।
প্রতিনিয়ত আপনাদের উৎসাহ পেলে কবিতা লিখতে ভালো লাগে ভাইয়া, ধন্যবাদ।
সুন্দর কয়েকটি অনু কবিতা আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। কবিতার বিষয়বস্তু দারুন ছিলো।কবিতাগুলো আবৃতি করতে ভালো লাগলো। সুন্দর এবং সাবলীল ভাষায় ছন্দ তাল মিলিয়ে কবিতাগুলো লিখেছেন। সুন্দর কবিতা গুলো আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ আপু আমার কবিতা গুলো আবৃত্তি করে পড়ার জন্য। ভালো লাগলো আপনার মন্তব্য দেখে ভালো থাকবেন।