নাটক রিভিউ-: বন্ধুত্ব নাকি ভালোবাসা।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷ সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।
প্রতি সপ্তাহের ন্যায় আজকে আবারো একটা নাটক রিভিউ পোস্ট শেয়ার করার জন্য চলে এলাম। আসলে নাটক দেখার সুযোগ খুব বেশি হয় না।তবুও মাঝে মাঝে চেষ্টা করি নাটক দেখার জন্য। আর নাটক দেখার পর যখন ভালো লাগে তখন সেই নাটকের রিভিউ আপনাদের মাঝে শেয়ার করে থাকি। ঠিক তেমনি আজকের এই বন্ধুত্ব থেকে ভালোবাসায় পরিণত হওয়ার সুন্দর একটি নাটক আজকে রিভিউ করব। আশা করি ভালো লাগবে।
বন্ধুত্ব নাকি ভালোবাসা নাটকের রিভিউ।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
নাটকের নাম | বন্ধুত্ব নাকি ভালোবাসা |
---|---|
পরিচালক | সোহেল |
অভিনয় | শ্বাশ্বত দত্ত, ফারিন খান সহ আরো অনেকে |
ভাষা | বাংলা |
মুক্তির তারিখ | ১৩ জুলাই ২০২৪ |
নাটকের শুরুতে এখানে নায়ককে দেখানো হয়৷ সে তার বান্ধবীর সাথে অনেক মজা করে৷ তার বান্ধবী সহ তারা সব জায়গায় যায়৷ সব ধরনের জায়গায় তারা একসাথে থাকে৷ সকল কাজগুলো তারা একসাথে করে৷ তাদের দুজনের মধ্যে যে ভালো একটা সম্পর্ক রয়েছে সেটি কোন ভাবে তারা নষ্ট করতে চায় না৷ সব সময় তারা একে অপরের জন্য অনেক কিছু করে৷ এই ক্ষেত্রে নায়ক একটু বেশিই তার প্রতি কেয়ারফুল থাকে৷ সব সময় নায়িকাকে খুব ভালোভাবে সে যত্ন নিতে চায়৷
সে সবসময় নায়িকার প্রতি অনেকটাই যত্নশীল থাকে৷ যখন প্রথমে নাটকের মধ্যে তাদের এই সম্পর্ক থাকে তখন তা অনেকটা বন্ধুত্বের সম্পর্কের মতো থাকে৷ তবে নায়িকা তার কলেজের অন্যান্য যে সকল ছেলে ছিল তাদেরকে তার ভালোবাসার কথা প্রকাশ করতে চাইতো৷ তবে সেই ছেলেগুলো কোনভাবেই নায়িকার সাথে বেশিদিন সম্পর্ক টিকিয়ে রাখতে পারতো না৷ ফলে নায়িকা অনেকটাই কষ্ট পেত৷ সেই কষ্টের কথাগুলো সে নায়কের সাথে শেয়ার করত।
যখন নায়িকার কাছ থেকে কথাগুলো শুনত তখন সে অনেকটাই দুঃখ প্রকাশ করত। সে বলত যে যেহেতু একজন ছেলে তাকে পছন্দ করছে না তাতে কি হয়েছে হাজার হাজার ছেলে সে দাঁড় করিয়ে দেবে৷ এরকম অনেক ধরনের কথা সে বলছিল৷ তবে কোনভাবে নায়িকা তার ভালোবাসার মানুষদের খুঁজে পাচ্ছিল না৷ কারণ নায়িকা যাকে পছন্দ করতো সেই হয়তো নায়িকাকে ছেড়ে চলে যেত। অথবা তার অন্য কোন মেয়েকে পছন্দ হতো৷ এভাবেই নায়িকা প্রতিনিয়তই অনেকটাই কষ্ট পেতে থাকে৷
তবে নায়িকার এই কষ্টগুলো দূর হয়ে যেত যখন নায়িকা নায়কের সাথে এসে সময় কাটাতো৷ নায়কের সাথে যখন সে সময় অতিবাহিত করত তখন সে সময় তাদের মধ্যে যেন কোন ধরনের দুঃখই আসতো না ৷ তারা দুজন দুজনের সাথে অনেক ভালোভাবে কথাবার্তা বলত৷ যার ফলে তাদের দুঃখ কোনোভাবেই যেন থাকতো না৷ এক নিমিষেই সেই দুঃখগুলোকে শেষ হয়ে যেত৷ এর পরবর্তীতে নায়িকাকে একটি ছেলে অনেক পছন্দ করত৷ যে একটা সময় পর নায়িকাকে ভুলে যেতে চেয়েছিল৷ তবে সে কোনভাবে নায়িকাকে ভুলতে পারে না৷ তার পরিবার থেকেও বলে যেহেতু সে নায়িকাকে এখন বলতে পারছে না সে যেন নায়িকাকে বিয়ে করে ফেলে৷
এর পরবর্তীতে কলেজের একটি অনুষ্ঠানে সেই ছেলের সাথে নায়িকার কথাবার্তা হয়৷ নায়িকা যখন এই কথাটি শুনে যে তার জন্য একটা ছেলে এতদিন যাবত কোন কিছুই করছিল না শুধুমাত্র তাকে পাওয়ার ইছায়। সে এতদিন যাবত বসেছিল৷ তখন নায়িকা অনেক বেশি খুশি হয়ে যায়৷ তবে নায়ক যখন দেখে যে ওই ছেলের সাথে নায়িকার সম্পর্ক ভালোভাবে গড়ে উঠছে তখন নায়ক নিজ থেকেই সে সম্পর্ক থেকে দূরে সরে আসে৷ সে নায়িকার সাথে কথাবার্তা বলা কমিয়ে দেয়৷ সে কোনভাবেই নায়িকার সাথে কথাবার্তা বলবে অথবা তার সাথে কথাবার্তা বলার জন্য চেষ্টা করবে সেটিও চিন্তা করছিল না৷
সে নায়িকাকে তার নিজের মতো করে ছেড়ে দেয়৷ নায়িকা তার ইচ্ছে মতো চলতে থাকে৷ নায়ক তার থেকে দূরে চলে আসে৷ তার সাথে কোন ধরনের যোগাযোগও সে করে না৷ তবে নায়িকা যখন একদিন বৃষ্টির মধ্যে ভিজে তখন সে বুঝতে পারে যে সেই ছেলেটিও তাকে আসলে ভালোবাসে না৷ সবাই তার সাথে ভালোবাসার অভিনয় করে এবং চলে যায়৷ তবে শেষ পর্যন্ত নায়ক তার ভালোবাসার কথা প্রকাশ করে৷ সে বলে যে নায়িকাকে যেভাবে এতদিন নায়ক ভালোবাসা দিয়ে গিয়েছে কোনদিনও নায়িকা এই ভালোবাসা দেখেনি, বুঝতেও পারেনি৷ সে শুধুমাত্র নিজের মতো করে চলছিল৷ তবে নায়ক যেভাবে এতদিন যাবত তাকে ভালোবেসেছিল সে কোনভাবেই তা বুঝতে পারিনি৷ এর পরবর্তীতে যখন নায়ক তার ভালোবাসার কথা প্রকাশ করে তখন নায়িকা সবকিছু মেনে নেয় এবং এভাবে নাটকটি শেষ হয়ে যায়।
আমার ব্যক্তিগত মতামত।
খুব সুন্দর ছিল নাটকটি এবং নাটকের মধ্যে যেভাবে এত সুন্দর কিছু বিষয়কে শেয়ার করা হয়েছে তা একেবারে অসাধারণ৷ প্রথমে নাটকের মধ্যে যখন নায়ককে দেখানো হয় এবং নায়িকার সাথে তার যে সম্পর্ক ছিল সেটি বন্ধুত্বের থেকেও যেন বেশি ছিল৷ তবে নায়িকা সেটি শুধুমাত্র বন্ধুত্বের ভিতর সীমাবদ্ধ রেখেছিল৷ নায়িকা অন্যান্য ছেলেদেরকে তার ভালবাসার মানুষ হিসেবে বেছে নিতে চেয়েছিল৷ তবে কোন ছেলেই তাকে বেছে নিতে পারেনি৷ শেষ পর্যন্ত যে ছেলেটি তাকে ভালোবাসার কথা বলেছিল সেই ছেলেটিও যখন নায়িকাকে ছেড়ে চলে যায় তখন নায়িকা অনেক কষ্ট পেতে থাকে৷ শেষ পর্যন্ত নায়ক তার ভালোবাসার কথা প্রকাশ করলে নায়িকা বুঝতে পারে যে আসলে তাকে এতদিন কে ভালবেসে গিয়েছে। সে এই ভালোবাসা কখনোই বুঝতে পারেনি৷ আসলে আমরা আমাদের বাস্তব জীবনেও এমন অনেক মানুষকে দেখতে পাই যারা আমাদেরকে অনেক বেশি কেয়ার করে এবং যারা আমাদেরকে সবসময়ই ভালো কিছু দেওয়ার চেষ্টা করে, আমরা কোনভাবেই সেই বিষয়গুলো বুঝতে চাই না অথবা বুঝতে পারিনা৷ তবে শেষ পর্যন্ত যখন আমরা বুঝতে পারি অনেক ক্ষেত্রে আমাদের জীবনে তাদের ঠাঁই হয়৷ তবে বেশিরভাগ ক্ষেত্রেই তারা আমাদের জীবন থেকে দূরে সরে যায়৷
আমার ব্যক্তিগত মতামত অনুসারে নাটকের রেটিং
৯.৭/১০
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
"নাটকটি সত্যিই অসাধারণ ছিল।এটি আমাদের চোখ খুলে দেয় যে অনেক সময় সবচেয়ে সত্যিকারের ভালোবাসা আমাদের কাছেই থাকে, কিন্তু আমরা সেটি বুঝতে দেরি করে ফেলি। জীবনের কিছু উপলব্ধি ঠিক সময়ে না হলে, কিছু মানুষ হারিয়ে যায় চিরদিনের জন্য।"
একদম ঠিক বলেছেন আপু। নাটকটাতে এটাই বোঝানো হয়েছে। ধন্যবাদ সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।
প্রতিনিয়ত সুন্দর সুন্দর নাটক রিভিউ শেয়ার করেন দেখে ভালো লাগে। আজকে আপনি বন্ধুত্ব নাকি ভালবাসা নাটকটির রিভিউ শেয়ার করলেন। আমি মনে করি আগে বন্ধুত্ব তারপরে ভালোবাসা। এত সুন্দর একটি নাটক রিভিউ দেখে খুব ভালো লেগেছে। বিশেষ করে এই ধরনের নাটক গুলো থেকে অনেক কিছু শিখার বিষয় রয়েছে। ধন্যবাদ দেখার সুযোগ করে দেওয়ার জন্য।
বন্ধুত্ব থেকে ভালোবাসার বিষয়গুলো আসলেই সুন্দর। কারণ এখানে অনেক বেশি গভীরতা থাকে।
আপু আপনি দারুণ একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করছেন। ফারিন খানের কয়েকটি নাটক দেখছিলাম,খুব সুন্দর অভিনয় করে।যাইহোক আপনার নাটকের রিভিউ পড়ে মনে হচ্ছে নাটক টি দারুণ। সময় করে নাটক টি দেখে নিবো।ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।
এই নাটকটা আমারও ভালো লেগেছিল। দুজনের অভিনয় খুব সুন্দর ছিল। ধন্যবাদ ভাইয়া।
আপনি তো দেখছি আজকে আমার খুবই পছন্দের নায়ক নায়িকার নাটকের রিভিউ নিয়ে হাজির হয়েছেন। এই নায়ক এবং নায়িকা আমার অনেক বেশি পছন্দের। তাদের বেশিরভাগ নাটকই আমার দেখা হয়েছিল। তবে এখন আর ব্যস্ততার জন্য তাদের নাটক খুব একটা দেখা হয় না। পুরো কাহিনীটাকে খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন।
এই নাটকটা ভীষণ সুন্দর ছিল ভাইয়া,দেখতে পারেন। ধন্যবাদ সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।
আপনার শেয়ার করা আজকের এই নাটকের রিভিউ টা খুব সুন্দর ছিল। কারণ নাটকটা অনেক বেশি সুন্দর। এরকম নাটক গুলো আমি মাঝেমধ্যেই দেখার জন্য চেষ্টা করি। নায়ক তার ভালোবাসার কথা প্রকাশ করার পর নায়িকা দেখছি সবকিছু মেনে নিয়েছিল। যাইহোক নাটকটা আমার খুব ভালো লেগেছে। তাই জন্য ভাবছি সময় পেলে নাটকটা আমি দেখব।
নাটকটা খুবই সুন্দর ছিল। আমার কাছে তো অনেক ভালো লেগেছে এই নাটকটা দেখে। ধন্যবাদ আপনাকে।
নাটকটি বেশ চমৎকার। যদিও নাটকটি দেখা হয়নি, তবে রিভিউ পড়ে মনে হলো যে আসলে অভিনয় যথাযথ ছিল এবং দেখার মত একটি নাটক। ধন্যবাদ তোমাকে নাটকটি আমাদের উদ্দেশ্যে শেয়ার করার জন্য।
নাটকটি আসলেই বেশ চমৎকার ছিল। বেশ ভালো লেগেছিল নাটকটা দেখতে ধন্যবাদ তোমাকে।
শাশ্বত দত্ত অর্থাৎ এই নায়কের নাটক দেখা হয়েছে আমার, কিন্তু এই নায়িকার নাটক মনে হয় না কখনো দেখেছি। যাইহোক এই নাটকের কাহিনী তো আসলেই খুব সুন্দর। বাস্তব জীবনেও কিন্তু অনেক সময় বন্ধুত্ব থেকেই প্রেম ভালোবাসার সৃষ্টি হয়। এতো চমৎকার একটি নাটকের রিভিউ আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
নায়িকাটা খুব বেশি নাটক করেনি ভাইয়া। আমিও এই নাটকটাই দেখেছিলাম ওর।