প্রথমে হাতের কব্জির দিকে গোল করে কিছু ডিজাইন করে নিলাম।কয়েকটা পাতা দিয়ে আবার উপরের দিকে একইরকম করে ডিজাইন করলাম।
এই ধাপে লতানো করে কিছু ডিজাইন এঁকে নিলাম।বাঁকা করে ডিজাইনগুলো আঙুলের দিকে নিতে থাকলাম।
এখন কিছু পাতার ডিজাইন দিলাম প্রতিটি বাঁকা অংশে।তারপর কনিষ্ঠ আঙুলে কিছু লতা টেনে নিলাম।
আড়াআড়িভাবে আরও কিছু লতা এঁকে নিয়েছি।প্রতিটা জয়েন্টে কিছু বিন্দু এঁকে নিলাম।
এবার মাঝের আঙুলটার উপরে কিছু ডিজাইন করলাম।পাতা আর বিন্দু দিয়ে ডিজাইন করে নিলাম।
এখন বাকি দুইটা আঙুলেও কিছু ডিজাইন করে নিলাম।কাছাকাছি কিছু ডিজাইন করে নিয়েছি পাতা আর বিন্দু দিয়ে।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
💦
💦 BRISTY 💦
💦
আপনি দেখছি আজকে আপনার হাতের মধ্যে খুবই সুন্দর একটি মেহেদী ডিজাইন অ্যাপলাই করেছেন। আপনার হাতে আর্ট করা মেহেদী ডিজাইন টি সিম্পল হলেও অনেক বেশি সুন্দর লাগছে। আর নিজের হাতের মধ্যে নিজেই মেহেদী ডিজাইন আর্ট করলে অনেক বেশি ভালো লাগে।
আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। আসলে সময় হলে হয়তো আপনাদের মাঝে আরো কিছু শেয়ার করব।
Upvoted! Thank you for supporting witness @jswit.
হাতে মেহেদি লাগাতে আমি নিজেও অনেক বেশি পছন্দ করি। আর এরকম সিম্পল ডিজাইনগুলো আমার অনেক বেশি পছন্দের। অনেক সুন্দর একটা মেহেদির ডিজাইন আর্ট করেছেন আপনি নিজের হাতে। এই সিম্পল ডিজাইনটা আপনার হাতে অনেক সুন্দর লাগছে দেখতে। আমাদের মাঝে এটি শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো।
দেখতে সিম্পল হলেও করতে অনেকটাই সময় লেগে যায় আপু, এজন্যই করা হয়ে ওঠে না। ধন্যবাদ আপনাকে।
আপু সময় পরিবর্তন। আসলে এখন মেহেদী নিতে ইচ্ছে করলেও সময় থাকে না। আপনার মেহেদী ডিজাইন সিম্পল হলে ও দেখতে বেশ ভালো লেগেছে। আর এই সিম্পল ডিজাইন গুলোই বেশি ভালো লাগে। ধন্যবাদ আপু সুন্দর একটা ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য।
হ্যা আপু,সময় করতে পারলেও অনেক সময় ইচ্ছে করে না।যাইহোক ধন্যবাদ আপনাকে।
আপনার হাতে এই সিম্পল মেহেদির ডিজাইন টা দেখেই তো আমার কাছে খুব ভালো লাগলো আপু। পুরোটা আপনি অনেক সুন্দর ভাবে অংকন করেছেন নিজের হাতে। সিম্পল ডিজাইন টা অনেক সুন্দর ছিল। অনেক সুন্দর করে আমাদের মাঝে ডিজাইন টি শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে ভাইয়া আমার এই ডিজাইনটা দেখে প্রশংসা করার জন্য।
আসলেই সময়ের সাথে সাথে সবকিছুর পরিবর্তন হয়। আগের মতো এখন আর মেহেদী দিতে ইচ্ছে করেনা ইচ্ছে করলেও সময় থাকে না। আজ আপনি আপনার হাতে সিম্পল একটি মেহেদি ডিজাইন করেছেন। ডিজাইনটি দেখতে সুন্দর হয়েছে। সুন্দর ডিজাইনটি প্রত্যেক ধাপে ধাপে আমাদের সাথে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ঠিক বলেছেন আপনি সময়ের সাথে সব কিছুর পরিবর্তন হয়ে যায়। যাইহোক অনেক ধন্যবাদ আপনাকে।।
বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে নিজ হাতে সিম্পল মেহেদী ডিজাইন করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা মেহেদীর ডিজাইন দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে হাতের মধ্যে ডিজাইন অল্প হলেও দেখতে কিন্তু বেশ আকর্ষণীয় ছিল ডিজাইনটি। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
সিম্পল হলেও এটা করতে আমার বেশ সময় লেগেছিল। অনেকদিন পরে করেছি তো তাই।
ডিজাইনটি খুব চমৎকার হয়েছে। সত্যি বলতে সিম্পল হলেও দেখতে ভালই লাগছে। ধন্যবাদ তোমাকে এই মেহেদি অংকনের দৃশ্যটি তুলে ধরার জন্য।
এরকম সিম্পল ডিজাইন গুলো আমার কাছে বেশ ভালো লাগে।।
আসলে সবকিছুই সময়ের সাথে পরিবর্তন হতে থাকে। আগে হাতে মেহেদি পড়ার সময় থাকতো কিন্তু এখন সেই সময়টুকু পাওয়া যায় না। তারপরেও আপনি নিজের হাতে অনেক সুন্দর মেহেদী আর্ট ডিজাইন আমাদের সাথে শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো। এরকম সিম্পল ডিজাইন গুলো আমার কাছেও পছন্দ হয়। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।
একদম ঠিক বলেছেন ভাইয়া সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়। আর এজন্যই এখন সময় পাইনা মেহেদি দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে।
একে বলে বুদ্ধি প্রয়োগে কম পরিশ্রমে বাজিমাত। কি সুন্দর করে হালকা ডিজাইনের উপর কিন্তু স্মার্ট দেখতে মেহেন্দি পড়েছেন আপনি। এটা তো সত্য কথাই পুরো হাত জুড়ে ঘন করে মেহেন্দি করতে হলে অনেকটা সময় লেগে যায়। সংসারে মেয়েদের এত সময় কোথায়! তবে হাতের উপর মেহেন্দি দেখতে আমারও বেশ ভালোই লাগে। ডিজাইনটা হালকা হলেও খুব স্মার্ট ও স্টাইলিশ লাগছে দেখতে।
পরিশ্রম কম হয়নি আপু। অনেকদিন পর দেয়ার কারণে অনেক সময় লেগেছে। যাইহোক ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ পরিশ্রম হয় খুবই। আমারও হাত ব্যথা করত। কারও দুই হাত ভর্তি করে পরাতে গেলে তো আরওই কষ্ট হত।