স্বরচিত একগুচ্ছ অনুকবিতা।

in আমার বাংলা ব্লগlast month

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একগুচ্ছ অনুকবিতা শেয়ার করার জন্য এলাম।

White Minimalist Simple Thank You Card_20240913_081002_0000.png

আমরা সব সময় তাদের প্রতি বেশি অন্যায় করি যারা আমাদের প্রতি অনেক বেশি দায়িত্ববান হয়। আসলে তারা যা করে থাকে তাদের দায়িত্ব, ভালোবাসা, আন্তরিকতা থেকেই করে। কিন্তু আমরা মনে করি এগুলো হচ্ছে নিতান্তই ভালো সাজার মত ব্যবস্থা করা। আসলে যারা এসব করে তারা নিজেরা সব সময় অন্যকে এভাবেই বিশ্লেষণ করে। আপনি যদি আপনার দায়িত্ব পালন করতে না পারেন তাহলে অন্যের দায়িত্ব পালন করাকে উপহাস করতে পারেন না। আপনি কারো উপকার করতে না পারলে তার অপকার করতে কেন যাবেন?কিন্তু বর্তমান সময়ে এই চেতনা গুলো মানুষের মধ্য থেকে উধাও হয়ে গিয়েছে। তারা কারো ভালো সহ্য করতে পারে না। দায়িত্ব পালন না করেও অন্যের দায়িত্ব পালন করাকে মনে করে কোন একটা পুঁজি করা। এই মানুষগুলো সব ক্ষেত্রে কিন্তু ক্ষতিকর।

যাইহোক পারিপার্শ্বিক জীবন বিশ্লেষণ করতে গেলে অনেক কিছুই আপনাদের মাঝে বলা যায়। তবে প্রতিনিয়ত আপনাদের মাঝে কিছু না কিছু শেয়ার করে যাই। এজন্য আজকে আর বেশি কথা বললাম না।কিছু অনুকবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আসলে সকাল থেকে বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকতে হয়। এইজন্য মূলত পোস্ট করতে অনেকটা দেরি হয়ে যায়। আর এদিকে কারেন্টের সমস্যার কারণে রাত্রে ঘুম হয় না। সব সময় একটা অস্বস্তির মধ্যেই কাটাতে হয়। যাইহোক সবকিছু মিলিয়েই তো আমাদের জীবন। আর এটা নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে। আজ চলে এলাম আপনাদের মাঝে কিছু অনুকবিতা শেয়ার করার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে।

(১)
আমার তীব্র চাওয়া মানেই তুমি,
আমার স্নিগ্ধ ছোঁয়ার উৎস তুমি,
আমার মনের ঘরের পরী তুমি,
আমার হিয়ার রাজ্যের রানী তুমি।

(২)
জীবনের মানে খুঁজেছি বারংবার,
পাইনি কোনো সুষ্ঠ মানে তার,
জীবন যখন যেখানে যেমন,
মানিয়ে নিয়ে চলতে হয় আজীবন।

(৩)
ব্যাথার আঘাত শুকাতে লাগে না সময়,
মনের ক্ষত সারে না অসময়,
কষ্টগুলো অভিমানী হয়ে উঠে,
হতাশাগুলো ছায়ার আশ্রয় খুঁজে।

(৪)
চেয়েছিলাম তোমায় আমি মনের গহীনে,
রাখবো আমি তোমায় ওগো খুব যতনে,
ভালোবাসার রাজ্যে তোমায় রাখবো আপন মনে,
তোমার তরে থাকবো আমি রেখো সঙ্গোপনে।

(৫)
তোমার ঐ হাসিতে ফেসে গেলাম আমি বহুবার,
দেখছি যত হচ্ছি তত খুশি হাজারবার,
তোমায় আমি বেসেছি ভালো আমার মত করে,
থেকো তুমি আমার মাঝে, আগলে রাখবো মনের ঘরে।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণএকগুচ্ছ অনুকবিতা
ক্যামেরা.মডেলজে৫ প্রাইম
ফটোগ্রাফার@bristy1
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

আপনার লেখা আজকের এই কবিতাটা আমার অনেক ভালো লেগেছে পড়তে। আপনার এই কবিতার টপিক অনেক সুন্দর ছিল। এরকম সুন্দর কবিতা গুলো আমি লিখতেও অনেক বেশি ভালোবাসি। ভিন্ন ভিন্ন টপিক নিয়ে কবিতা লিখলে অনেক বেশি সুন্দর হয়। আপনার লেখা এই কবিতাটা অসম্ভব সুন্দর হয়েছে। আশা করছি সব সময় এরকম কবিতা আমাদের মাঝে শেয়ার করবেন।

 last month 

ধন্যবাদ আপনাকে ভাইয়া।আসলে কবিতা লিখতে গেলে ভিন্ন কিছু ট্রাই করি।

 last month 

আসলেই মানুষের উপকার করতে না পারলে অন্তত যেন অপকার না হয় সেদিকে খেয়াল রাখা উচিত। বর্তমানে মানুষের মধ্যে এরকম চিন্তা ভাবনা খুব কম দেখা যায়। যাইহোক খুব সুন্দর এক গুচ্ছ অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রথম দুইটা কবিতা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপু।

 last month 

ঠিক বলেছেন আপু,উপকার না করতে পারলে অপকার করার কি প্রয়োজন। ধন্যবাদ আপনাকে।

 last month 

আপনার লেখা একগুচ্ছ অন কবিতা অনেক সুন্দর হয়েছে। আমি কবিতা লিখতে পছন্দ করি। কবিতা পড়তেও খুব ভালো লাগে। আপনি অনেক সুন্দর ভাবে কবিতা গুলো গুছিয়ে লিখেছেন। এত সুন্দর ভাবে কবিতা লিখে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last month 

চমৎকার কিছু অনু কবিতা নিয়ে উপস্থিত হলেন। দারুণ লেগেছে আপনার কবিতাগুলো পড়ে। আপনি ঠিক বলছেন আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছেন যারা অন্যের ভালো সহ্য করতে পারে না। করার কিছু নেই তাদের কাজ তারাই করে যাবে আমরা আমাদের মত করে করেই যাব। ধন্যবাদ খুব সুন্দর কবিতা গুলো লিখে উপহার দেওয়ার জন্য।

 last month 

আপু বর্তমানে কারেন্ট না থাকলে রাত্রে ঠিকমতো ঘুমানো যায় না। আর সকাল থেকে সবাইরে কমবেশি কাজ থাকে পরিবারের। যাইহোক আজকে আপনি অনেক সুন্দর করে কিছু অনু কবিতা লিখেছেন। অনু কবিতাগুলো ছোট হলেও পড়তে অনেক ভালো লাগে। তবে আপনার অনু কবিতাগুলো এমনিতে চমৎকার হয়। মনের অনুভূতি দিয়ে অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন ।তাই ধন্যবাদ আপনাকে।

 last month 

এটা ঠিক বলেছেন আপু কিছু কিছু মানুষ আছে যারা অন্যের উপকার করবে না কিন্তু কেউ কারো উপকার করলে সেটাও সহ্য করে না।যাই হোক অনুকবিতাগুলো বেশ ভালো লাগলো আপু। ধন্যবাদ সুন্দর সুন্দর কিছু অনুকবিতা লিখে আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.17
JST 0.028
BTC 69075.42
ETH 2475.71
USDT 1.00
SBD 2.35