স্বরচিত একগুচ্ছ অনুকবিতা।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একগুচ্ছ অনুকবিতা শেয়ার করার জন্য এলাম।আজকের অনু কবিতাগুলো একদমই ভিন্ন রকম ভাবে লেখা। ছন্দমিল নেই তবে অনুভূতিতে ভরপুর। বিভিন্ন রকম আবেগ মিশ্রিত হয়েই আমার লেখা কবিতাগুলো আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম।
(১)
তোমার চোখের গভীরতায় ডুবে গিয়ে আমি ভুলে যাই সময়ের হিসেব,
তোমার নিঃশ্বাসে মিশে থাকে এক প্রশান্তি, যা আমায় দেয় বেঁচে থাকার তাগিদ।
ভালোবাসা মানে শুধু থাকা নয়, বরং হারিয়ে যাওয়া দু’জনের মাঝে,
যেখানে ভাষা নয়, অনুভবই বলে তোমাকে পেয়েই আমি পরিপূর্ণ।
(২)
আলোর মাঝে থেকেও কখনও কখনও মনে হয় আমি একা, খুব নিঃসঙ্গ,
চারপাশে পরিচিত মুখ, তবু কারও চোখে নেই আমার অভাবের দৃষ্টি।
নিঃশব্দ রাত্রির মতোন কিছু একাকিত্ব হৃদয়ে ছায়া ফেলে নিরবধি,
এই নিঃসঙ্গতার মাঝেই আমি খুঁজি নিজের হারিয়ে যাওয়া অংশটুকু।
(৩)
অন্ধকার যতই হোক, আলো ঠিক আসবেই নতুন ভোরে ঘুম ভাঙাতে,
হতাশার আকাশ ছিন্ন করে কখনও দেখা যায় রঙিন সম্ভাবনার রংধনু।
পথ যত কঠিন হোক, আশা তো পথের ছায়া হয়ে পাশে হাঁটে,
ভেঙে পড়া হৃদয়েও গড়ে ওঠে নতুন স্বপ্নের প্রতিটি ইট।
(৪)
বেদনারও একটি ভাষা আছে, যা চোখ দিয়ে ঝরে পড়ে শব্দহীন,
হৃদয়ের গভীরতম কোণায় জমে থাকা কথা কখনও কখনও হয়ে ওঠে ভারী।
সবাই বোঝে না সেই নিঃশব্দ হাহাকার, যেটা হাসির আড়ালে লুকানো থাকে,
আর সেই না বলা কান্নাগুলোই রাত গভীর হলে নিঃশব্দে ফিরে আসে।
(৫)
আমি খুঁজি নিজেকে প্রতিটি ফাঁকা আয়নায়, প্রতিটি হারিয়ে যাওয়া গল্পের ভেতরে,
যেখানে স্বপ্নগুলো ধুলোমাখা দিনের ক্যানভাসে রঙ তুলির মতো লুকিয়ে থাকে।
পথ যত বিভ্রান্ত করুক, আমার ভেতরের আলো বলে দেয় কোনটা ঠিক, কোনটা ভ্রান্ত,
নিজেকে খুঁজে পেলে তবেই তো বোঝা যায়,
স্বপ্ন কেবল ঘুমের নয়, তা জীবনেরও প্রতিচ্ছবি।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
মোবাইল ও পোস্টের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | একগুচ্ছ অনুকবিতা |
লোকেশন | ফেনী |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনি কিন্তু অনেক সুন্দর অনু কবিতা লিখতে পারেন। আপনার লেখা অনু কবিতা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে পড়ে। খুবই সুন্দর ছিল আপনার প্রতিটা অনু কবিতা লেখার টপিক। এরকম সুন্দর অনু কবিতা গুলো আশা করি সবসময় শেয়ার করবেন।
আমাদের এই কমিউনিটির কমবেশি সবাই এখন সুন্দর সুন্দর কবিতা লিখে থাকে। আর তার মধ্যে আপনিও অনেক সুন্দর কবিতা লিখে থাকেন। সুন্দর ছিল আপনার এই অনু কবিতা গুলো লেখার টপিক। অনু কবিতা গুলোর প্রত্যেকটা লাইন এত সুন্দর করে লিখেছেন। এটা দেখে আমার কাছে অসম্ভব ভালো লাগলো।