একজন মহান ব্যক্তির মহত্ব বোঝা যায় ছোট ব্যক্তিদের সাথে তার ব্যবহার দেখে।

in আমার বাংলা ব্লগ3 months ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

family-1866868_1280.jpg

source

আমরা কিন্তু খেয়াল করলেই দেখবো আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা নিজেদের মহান মনে করে। তবে নিজেকে মহান মনে করা বা দাবি করাটা তখনই শোভা পায় যখন তার মধ্যে সেই ব্যক্তিত্বের কোনো গুণ থাকে।এখানে একটা কথা নিশ্চয়ই পড়েছেন,মহান ব্যক্তির মহত্ব দেখা যায় ছোট ব্যক্তি বা বাচ্চাদের সাথে তাদের ব্যবহার দেখে।

সচরাচর আমরা অনেককেই দেখি বাচ্চা বা ছোট মানুষদের সাথে অনেকেই খারাপ ব্যবহার করে।হোক সেটা নিজের বাচ্চার জন্য বা অন্য কোনো কারণে।কিন্তু এটা কি আসলেই শোভা পায়?বাচ্চার সাথে বা ছোট মানুষদের সাথে কথা বলা বা চালচলন তেমন হওয়া উচিত যাতে তারা বড়দের কাছ থেকে কিছু শেখে।ছোটরা কিন্তু বড়দেরই অনুকরণ করে। বড়রা যেভাবে চলে তারাও ঠিক সেভাবেই চলতে চায়।

পরিবার বা সমাজ যেখানেই হোক না কেন, ছোটরা সবসময় অন্যের কাছ থেকে স্নেহ, ভালোবাসা আশা করে।তাদের মাঝে কোনো হিংসা বিদ্বেষ থাকে না। তারা চায় সবাই তাদের ভালোবাসুক,সবাই আপন হোক।কিন্তু যারা এই নিষ্পাপ বাচ্চাদের সাথেই ঠিকমত আচরণ করে না তাদের মাঝে আর কিসেরই বা মহত্ব, কিসেরই বা গুণ থাকে।

মানুষ স্বভাবতই বাচ্চা পছন্দ করে।আমাদের প্রিয় হাবীব, রাসুল(সা.) নিজেও কিন্তু বাচ্চাদের অনেক বেশি পছন্দ করতেন।কখনো বাচ্চাদেরকে মারধর করতেন না। বরং তাদেরকে বিভিন্ন ক্ষেত্রে ছাড় দিতেন। যদি না তারা বড় হয়। আর বড়দেরও বাচ্চাদের প্রতি সহানুভূতিশীল হওয়ার জন্য বলেছেন।কিন্তু এটা কি সবার পক্ষে সম্ভব।আমি তো এমন মানুষও দেখেছি যারা বাচ্চাকেও হিংসে করে। তবে এমনও দেখেই যে শত্রুর বাচ্চাকেও আদর করে।

মানুষ একে অপরের মাঝে বিভিন্ন রকম সমস্যা বাঁধিয়েই রাখে।মূলত কেউ কারো মনের মত চলতে পারে না।আবার কেউ ইচ্ছে করেই বিচ্ছিন্ন মনোভাব নিয়ে থাকে।আর তারাই মূলত বাচ্চাদের প্রতিও বিরূপ মনোভাব পোষণ করে।যেটা আসলে কখনোই কাম্য নয়। আর সে ব্যক্তি যদি নিজেকে মহৎ মনে করে তাহলে আসলেই কি তাকে মহৎ বলা যায়,আপনারা বিবেচনা করে দেখুন।এমন মানুষগুলো আপনার আমার আশেপাশেই বিদ্যমান। একটু চোখকান খোলা রাখলেই বুঝতে পারবেন।

এজন্যই মূলত কথাগুলোর বাস্তব সত্য বুঝতে পারি। কোনো বিষয় উপলব্দি করতে হলে সেক্ষেত্রে সেই বিষয়ে কিছু বাস্তব চিত্র দেখা দরকার।আর তখনই মূলত মহত্ব আর হিংসা বোঝা যায়।আর যাই হোক মহৎ ব্যক্তি কখনো ছোট ব্যক্তি বা বাচ্চাদের সাথে এমন আচরণ করে না, যেটা বাচ্চাদের উপর নেতিবাচক প্রভাব ফেলে।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 3 months ago 

আপনাকে বড় বলে বড় সে নয় লোকে যাকে বড় বলে বড় সেই হয়। আপনি কিন্তু দারুন লিখেছেন আপু। আসলে কে বড় আর কে মহৎ সেটা নির্ভর করে তার ব্যবহারের উপর। আমরা যতই নিজেকে মহৎ বলি না কেন আমাদের ব্যবহারই বলে দিবে আমরা কতটুকু মহৎ। সব মিলিয়ে একটি শিক্ষনীয় পোস্ট ছিল।

 3 months ago 

কিছু কিছু মানুষকে আপন ভেবে বুকে জায়গা দিলে যা হয় আরকি আপু। পরে ছুরি মেরে ঘা করে চলে যায়। যাই হোক অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর একটা মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

 3 months ago 

যারা উদার মনের মানুষ যাদের মন মানসিকতা ঠিক তারা কখনো ছোট মানুষের সাথে খারাপ ব্যবহার করবে না। কারণ একজন ভালো মানুষ ছোট বাচ্চাদেরকে অনেক বেশি আদর করবেন স্নেহ করবেন। আমাদের সাথে ছোটদের কোন শত্রু থাকতে পারে না। যদি এরকম মনোভাব দেখা যায় তাহলে বুঝতে হবে মানসিক বিক্রিত মানুষ কখনো মহৎ হতে পারে না। তাই প্রথমে একজন মানুষকে চিনতে হলে ছোট মানুষের প্রতি তাদের অনুভূতি কেমন তা জানতে পারলে ভালো মানুষ বোঝা যাবে আচরণে কেমন।

 3 months ago 

জি আপু, একদম ঠিক বলেছেন।বিকৃত মস্তিকের মানুষের ব্যবহার বাচ্চাদের সাথেও অমানবিক হয়।

 3 months ago 

আপু কথাটা একদম সত্যি। একজন মহৎ মানুষ সে ই যে ছোট বাচ্চা বা মানুষের সাথে সুন্দর আচরন করে।আমরা অনেকেই মনে করি বাচ্চা ছেলে বা মেয়ে ওর সামনে যা ইচ্ছা সেভাবে কথা বলি।কিন্তু এটা একদম ঠিক নয়।হয়ত সে এখন বাচ্চা কিন্তু সে সেই বাজে আচরন ঠিক মনে রাখবে।বড় হলে তার মধ্যে তার প্রভাব পরবে।তাই ছোট মানুষ বা ছোট ব্যক্তিদের সাথে আমাদের আচরন ভালো করা জরুরী।আপনার লেখা গুলো ভীষন ভালো লাগলো আপু।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 3 months ago 

ছোটরা সব সময় অনুকরণীয়। তারা বড়দের কাছ থেকে শিখে। বড়রা যেভাবে তাদের সাথে ব্যবহার করে তারাও ঠিক সেভাবেই সবার সাথে ব্যবহার করা শিখবে। ধন্যবাদ আপু।

 3 months ago 

ছোট বাচ্চাদের সাথে যারা খারাপ ব্যবহার করে তাদের তো আমি একদমই পছন্দ করি না আপু। ছোট বাচ্চাদের ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে রাখতে হয় সব সময়। ছোট বাচ্চারা আমাদেরকে অনুকরণ করে শেখে তাই সবসময় তাদের সাথে আমাদের ভালো ব্যবহার করা উচিত যেন তারা ভবিষ্যতে এই ভালো জিনিসটাই শিখতে পারে। আপনার এই লেখাগুলো পড়ে অনেক ভালো লাগলো আপু। আপনার এই কথার সাথে আমি পুরোপুরি একমত যে, একজন মহান ব্যক্তির মহত্ব বোঝা যায় ছোট বাচ্চাদের সাথে তার ব্যবহার দেখে।

 3 months ago 

আসলে অনেক সময় দেখা যায় ছোট বাচ্চাদের প্রতি অনেকে ঘৃণিত মনোভাব পোষণ করে। আর তাদের প্রতি কিন্তু আমার নিজেরই ঘৃণা লাগে। নিচ মানসিকতার মানুষদের আমি একদম পছন্দ করি না।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 60973.26
ETH 2366.47
USDT 1.00
SBD 2.58