স্বরচিত কবিতা-:বসন্ত
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করার জন্য এলাম।
ছয়টি ঋতুর মাঝে আমার খুব পছন্দের ঋতু হলো বসন্ত।শুধু আমার না বলা চলে প্রায় প্রতিটি মানুষের কাছেই এই বসন্তকালটা ভীষণ প্রিয়।বসন্তের প্রকৃতি আলাদা রকম সুন্দর।এই প্রকৃতি অনেক কিছুর জানান দেয়। খুব ভালো লাগে এই আবহাওয়া আর প্রকৃতি।যাইহোক আজকের এই বসন্ত নিয়েই একটা চমৎকার কবিতা লেখার চেষ্টা করলাম।আশা করি আপনাদের ভালো লাগবে।
♥️বসন্ত♥️
বসন্তের বাতাসে সুখের গন্ধ,
মনে জাগে নতুন আশা, নতুন দিগন্ত।
গাছেরা হাসে, ফুলেরা হাসি ছড়ায়,
তাদের রঙে পৃথিবী আলোকিত হয়ে যায়।
বসন্ত এসেছে, মাটি সুগন্ধে ভরে,
ফুলে ফুলে খুশি হয়ে রঙিনতায় ডুবে।
পাখিরা গান গেয়ে ওঠে গগনে,
আলো ঝিলমিল করে উজ্জ্বলতার পানে।
হাওয়ায় হাওয়ায় দোলা দেয় ফুলের বাগান,
মধুর কিরণ ছড়িয়ে, স্নিগ্ধতার আলোড়ন।
চঞ্চল পাখি উড়ে আকাশের পানে,
হাসি মাখা পৃথিবী প্রাণে সুখ আনে।
কানে বাজে মধুর সুর নিয়মিত,
এমন দিনের বারবার চাই স্বাদ নিতে।
সবুজে সবুজ রঙে সাজে প্রকৃতি,
বসন্তের রঙে দূর হয় পুরনো স্মৃতি।
নদীও হাসে তালে তালে ঢেউ বয়ে যায়,
পথে পথে ফুলেরা সৌরভ ছড়ায়।
সন্ধ্যার আকাশ হয়ে উঠে লাল,
বসন্তের সৌন্দর্য রয়েছে বহাল।
বসন্তের রঙে হৃদয় মেলে,
আনন্দে সব কষ্ট যেন যায় চলে।
ফুলেরা হাসে, পাখি গায়,
প্রকৃতি রঙিন আলোয় ভেসে যায়।
আমার অনুভূতি |
---|
বসন্ত আসায় প্রকৃতিতে এক নতুন জোয়ার আসে, যা হৃদয়কে প্রশান্তি ও আনন্দে পরিপূর্ণ করে। মধুর বাতাস, রঙিন ফুল, গাছের হাসি, এবং পাখির গান যেন পৃথিবীকে এক অনন্য সৌন্দর্যে রাঙিয়ে তোলে। নদীর ঢেউ, সন্ধ্যার লাল আকাশ এবং সবুজ প্রকৃতির মাঝে পুরনো স্মৃতিগুলো মুছে গিয়ে নতুন আশা ও ভালোবাসার জন্ম হয়। এই ঋতু আমাদের জীবনে উজ্জ্বলতা, সুখ এবং শান্তির বার্তা নিয়ে আসে।সবাই এই সময়টাকে বারবার ফিরে পেতে চায়।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
মোবাইল ও পোস্টের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | কবিতা |
ক্যামেরা.মডেল | জে৫ প্রাইম |
ফটোগ্রাফার | @bristy1 |
লোকেশন | ফেনী |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন । বরাবরই আপনি খুব সুন্দর কবিতা লিখে থাকেন। আপনার কবিতা গুলো আমার অনেক বেশি ভালো লাগে। এবং চেষ্টা করি সব সময় পড়ার জন্য। আপনার মত কবিতা লিখতে আমি নিজেও অনেক বেশি পছন্দ করি। ধন্যবাদ কবিতাটা শেয়ার করার জন্য।
সবসময় আমার লেখা কবিতা পড়ে সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
,
❤️❤️
ঠিক বলেছেন আপু, বসন্ত শুধু আমার বা আপনার নয় প্রায় সকলের পছন্দের ঋতু। তাইতো বসন্তকে বলা হয় ঋতুরাজ। বসন্তের সৌন্দর্যের প্রশংসা যতই করা হোক না কেন তা কম হবে। বসন্তের রূপের বর্ণনা দিয়ে চমৎকার কবিতা লিখেছেন আপু। বসন্ত কে ঘিরে লেখা সুন্দর একটি কবিতা আবৃত্তি করতে পেরে ভালো লাগলো।
একদম ঠিক বলেছেন আপু। বসন্ত হলো ঋতুরাজ।আর এই ঋতুকে সবাই পছন্দ করে।
বসন্ত নিয়ে কবিতাটা আজ সকালে যখন প্রথম ব্লগ খুলেছিলাম তখনই পড়লাম। কিন্তু বাড়িতে ছানা পোনা নিয়ে এত ব্যস্ত হয়ে গেলাম যে কমেন্টই করে উঠতে পারিনি। খুব সুন্দর লিখেছেন কবিতাটা। বসন্ত কাল এসে গেলে প্রকৃতিতে যে রূপ পরিবর্তন দেখা যায় আপনার কবিতার প্রতিটি পংক্তিতে এইসবেরই প্রতিফলন পাওয়া গেছে। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।
এরকম মাঝে মাঝে আমারও হয়। কোন পোস্ট পড়েছি কিন্তু কমেন্ট করতে পারিনি। পরে আর কমেন্ট করা হয় না। যাই হোক মন্তব্য দেখে খুবই ভালো লাগলো।
কবিতাটিতে প্রকৃতির বিভিন্ন উপাদান যেমন গাছ, ফুল, পাখি, নদী ইত্যাদির বর্ণনা এতটা জীবন্তভাবে উপস্থাপিত হয়েছে যে পাঠক মনে করতে পারে যেন সে নিজেই সেই পরিবেশে উপস্থিত। এই জীবন্ততা কবিতাকে আরও আকর্ষণীয় করে তুলেছে।কবিতাটির ছন্দ ও মাত্রা খুব সুন্দরভাবে ব্যবহৃত হয়েছে। এটি কবিতাটিকে শ্রুতিমধুর করে তুলেছে এবং পাঠককে কবিতার মধ্যে ডুব দিতে সাহায্য করে।
খুবই ভালো লাগলো আপনার উৎসাহমূলক মন্তব্য দেখে। ধন্যবাদ আপনাকে।
বসন্তের সুন্দর অনুভূতি গুলো নিয়ে আপনি আজকে অনেক সুন্দর একটা কবিতা লিখেছেন। আমার কাছে আপনার লেখা আজকের পুরো কবিতাটা পড়তে অসম্ভব ভালো লেগেছে। ছন্দ মিলিয়ে এরকম কবিতা গুলো লেখা হলে পড়তে খুব ভালো লাগে। আপনার লেখা কবিতার সবগুলো লাইন অসম্ভব সুন্দর ছিল।
সব সময় ছন্দ মেলানো সম্ভব হয় না। তবুও মিল রেখে চেষ্টা করেছি কবিতা লেখার জন্য। ধন্যবাদ আপনাকে।
https://x.com/bristy110/status/1900203296046170255
আপু আপনার কবিতাটি পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। বসন্ত এসে গেছে, দারুন কবিতা লিখেছেন। বসন্তের প্রতিটি দিক খুব সুন্দরভাবে কবিতার মাঝে তুলে ধরেছেন। সব থেকে বেশি ভালো লাগছে একটি লাইনের শেষের অংশের সাথে আরেকটি লাইনের শেষের অংশের মিল দেখে। এমন মিল হলে কবিতাগুলো পড়তে ভীষণ ভালো লাগে। চমৎকার হয়েছে আপনার লেখা কবিতাটি ধন্যবাদ আপু।
চেষ্টা করেছি মিল রেখে কবিতা লেখার জন্য। কিন্তু সেটা সব সময় সম্ভব হয় না ধন্যবাদ আপু।
বাহ আপনি তো অনেক সুন্দর কবিতা লিখেন আপু। আপনার কবিতাটি পড়ে আমার খুবই ভালো লাগলো। বসন্ত নিয়ে কবিতা লিখেছেন প্রত্যেকটি লাইন সুন্দর ভাবে গুছিয়ে লিখেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
খুব ভালো লাগলো এত সুন্দর একটা মন্তব্য দেখে । ভালো থাকবেন আপু।