স্বরচিত একগুচ্ছ অনুকবিতা।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একগুচ্ছ অনুকবিতা শেয়ার করার জন্য এলাম।
(১)
সবুজ পাতায় হাসে আলো,
নদীর বুকে ঢেউয়ের তাল।
পাখির ডাকে ভোরের গান,
প্রকৃতির নেই কোনো মান।
বৃষ্টির জল মাটিতে নামে,
ফুলের ঘ্রাণে প্রাণটা থামে।
এই প্রকৃতির রঙিন রূপ,
মন ছুঁয়ে যায়, রঙিন এক সুখ।
(২)
বন্ধু মানে হাসির কথা,
দুঃখে পাশে থাকার ব্যথা।
চোখে চোখে বুঝে যায়,
মন খারাপ কেন, তা জানায়।
একসাথে হাঁটি স্বপ্নের পথে,
ভরসা থাকে বন্ধু যত্নে।
বন্ধুই তো হৃদয়ের গান,
তারাই দেয় জীবনে প্রাণ।
(৩)
সময় চলে থেমে থাকে না,
দুঃখ-সুখ সব বয়ে যায় তা।
যার কদর বোঝে না কেউ,
শেষে কাঁদে, বুঝে সে ঢেউ।
সময়ই জীবনের মূল,
সঠিক পথে চালায় কূল।
(৪)
স্বপ্ন দেখি চোখ বন্ধ করে,
আশা রাখি মনে জড়িয়ে।
হাজার ব্যর্থতা সয়ে,
আবার উঠি আলো নিয়ে।
স্বপ্ন মানেই সাহস রাখা,
পথ হারিয়ে নতুন কিছু দেখা।
(৫)
ভালোবাসা হাসির মতো,
মন ছুঁয়ে যায় প্রতিনিয়ত।
চোখের চাহনিতে থাকে ভাষা,
নীরব মনে জাগে আশা।
কখনো সে ফুলের গন্ধ,
কখনো আবার ব্যথার ছন্দ।
তবুও ভালোবাসা চাই,
তাতেই জীবনের রঙে রঙ মেশাই।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
মোবাইল ও পোস্টের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | একগুচ্ছ অনুকবিতা |
লোকেশন | ফেনী |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার কবিতাগুলির মধ্যে প্রত্যেকটি কবিতাই অসম্ভব সুন্দর হয়েছে। কবিতা গুলি পড়ে মন মুগ্ধ হয়ে গেল। বিশেষ করে দ্বিতীয় এবং পঞ্চম অনু কবিতাটি আমার অসম্ভব সুন্দর লেগেছে। ধন্যবাদ এত সুন্দর কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনি কিন্তু খুব সুন্দর সুন্দর অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেন। আজকে আবারো একগুচ্ছ অনু কবিতা শেয়ার করলেন। আপনার লেখা এই কবিতাগুলো পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। তাছাড়া কবিতার প্রতিটি লাইন পরলে আলাদা একটি অনুভূতি আসে। সবসময় এভাবেই আমাদের মাঝে সুন্দর করে কবিতা লিখে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
খুবই সুন্দর হয়েছে আপনার আজকের এই অনু কবিতাগুলো৷ যেভাবে আপনি এখানে একেকবার এক সুন্দর অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন তা পড়ে খুবই ভালো লাগছে৷ একইসাথে অনু কবিতা গুলো শেয়ার করার মধ্য দিয়ে আপনার কবি প্রতিভাকেও আপনি খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন৷ এর মধ্যে পঞ্চম অনু কবিতা আমার অনেক পছন্দ হয়েছে৷
বাহ দারুণ ছিল আপনার অনু কবিতা গুলো আপু। প্রকৃতির একটা আলাদা অনূভুতি পাওয়া গেল আপনার কবিতার মধ্যে। সবমিলিয়ে বেশ দারুণ ছিল আপনার অনুকবিতা গুলো। ধন্যবাদ আমাদের সাথে অনু কবিতা গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।