স্বরচিত একগুচ্ছ অনুকবিতা।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একগুচ্ছ অনুকবিতা শেয়ার করার জন্য এলাম।
(১)
বন্ধু মানে হাতে হাত রাখা,
দুঃখে–সুখে পাশে থাকা।
হাসির মাঝে লুকায় যন্ত্রণা,
তবু দেয় ভালোবাসার মন্ত্রণা।
ভালো বন্ধু জীবনের আলো,
তার সাথেই পথ চলে ভালো।
(২)
তোমার চোখে দেখেছি স্বপ্ন,
মনে বাজে ভালোবাসার সুর।
তোমার ছোঁয়ায় মেলে শান্তি,
সব দুঃখ-ব্যথা হয় দূর ।
তুমি পাশে থাকলে আমি,
জীবনটাকে ভাবি স্বর্গজামী।
(৩)
তোমার ছোঁয়ায় জেগে উঠে প্রাণ,
হৃদয়ে বাজে মধুর গান।
চোখে চোখে ভাষা খেলে,
মনটা শুধু তোমায় চায় আনমনে।
ভালোবাসা মানে নিঃশব্দ ছায়া,
তাতে জমে থাকে হাজার মায়া।
(৪)
জীবনটা ভরা কঠিন আবেগ নিয়ে,
নিশ্চুপ মন চায় ভালোবাসতে,
তবুও ভালোবাসা হারিয়ে যায় অজানায়,
খুঁজে পাইনা তাকে কোনো ঠিকানায়।
(৫)
একা একা বসে আছি অবেলায়,
নির্বাক নিরালায় জীবন পার হয়,
অচেতন মন চায় সারাক্ষণ,
ভালোবাসায় যেন ধন্য হয় জীবন।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
মোবাইল ও পোস্টের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | একগুচ্ছ অনুকবিতা |
লোকেশন | ফেনী |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ছোট ছোট অনু কবিতা গুলো পড়তে আমার খুবই ভালো লাগে। আপনার লেখা প্রতিটা কবিতা ছিল অসাধারণ। কবিতার লাইন গুলো খুব সুন্দর ভাবে ছন্দে ছন্দে ফুটিয়ে তুলেছেন আপু।যা পড়ে খুবই মুগ্ধ হলাম।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
পাঁচটি অনু কবিতা ৫ ধরনের আবেগ প্রকাশ পেয়েছে। তবে বন্ধুত্বের যে অনু কবিতাটি আপনি লিখেছেন সেটা আমার অনেক বেশি ভালো লেগেছে। বন্ধুত্ব মানে তো এমনই হওয়া উচিত। অনেক সুন্দর এক গুচ্ছ অনুকবিতা লিখেছেন আপনি ধন্যবাদ।
1 | https://x.com/bristy110/status/1925814771145666786

2 | https://x.com/bristy110/status/1925816391342362715
বন্ধুত্ব, ভালোবাসা, এবং একাকীত্ব সব মিলিয়ে অনেক সুন্দর কিছু অনু কবিতা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আবেগ অনুভূতি ভরা আপনার অনু কবিতাগুলি। বেশ ভালো লাগলো কবিতা গুলি পড়তে, অনেক সুন্দর ভাবে আপনি কবিতাগুলি রচনা করেছেন ধন্যবাদ।।
খুবই সুন্দর হয়েছে আপনার আজকের অনু কবিতাগুলো৷ যেভাবে আপনি এখানে সুন্দর অনু কবিতা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা পড়ে খুব ভালই লাগছে৷ একই সাথে এখানে যেভাবে আপনি এই সুন্দর অনু কবিতা গুলো একের পর এক শেয়ার করেছেন তার মধ্যে যেরকম আপনি খুব সুন্দরভাবে লাইনের সামজ্ঞস্যতা বজায় রেখেছেন। একের পর এক অনু কবিতাগুলো পড়ে যেন বারবার পড়তে ইচ্ছে করছিল৷