স্বরচিত একগুচ্ছ অনুকবিতা
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একগুচ্ছ অনুকবিতা শেয়ার করার জন্য এলাম।
(১)
তোমার চোখে দেখি আমি স্বপ্নের আলো,
তোমার পাশে থাকলেই লাগে সব ভালো।
হাত ধরলে মনে হয়, সবকিছু আমার,
তুমি না থাকলে লাগে ভীষণ একাকার।
(২)
চুপচাপ রাতে নেমে আসে কষ্ট,
হৃদয়ে জমে থাকা এক অলিখিত গল্প।
হাসি মুখে লুকাই যত ব্যথা,
ভেতরে ভেতরে চলে নীরব এক কথা।
(৩)
ঘোর অন্ধকারের পর আসে সকাল,
রোদ এসে দেয় হৃদয়ে ভালোবাসার জাল।
হারানোর মাঝেও পাই নতুন খোঁজ,
আশাই তো জীবনের আসল রোজ।
(৪)
চারপাশে মানুষ, তবুও একা,
কেউ বোঝে না মনের ভেতরের ব্যাথা।
নীরবতা বলে আমার মনের কথা,
আমি আর আমার ছায়া একসাথে গাঁথা।
(৫)
পুরনো ছবি, পুরনো গান,
মনে পড়ে সেই হারিয়ে যাওয়া প্রাণ।
হেসেছিলাম একসাথে বহুবার,
আজ শুধু স্মৃতির ভেতর তার খবর।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
মোবাইল ও পোস্টের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | একগুচ্ছ অনুকবিতা |
লোকেশন | ফেনী |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
অনেক সুন্দর কিছু টপিক তুলে ধরে এই অনু কবিতা গুলো লিখেছেন আপনি। যেগুলো পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এরকম অনু কবিতা গুলো পড়তে আমার কাছে সব সময় অনেক সুন্দর লাগে। আশা করি এরকম অনু কবিতা সব সময় শেয়ার করবেন।
পাওয়ার আপ পোস্ট গুলো দেখলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি পাওয়ার আপ করতে অনেক বেশি পছন্দ করি আর দেখতেও খুব ভালো লাগলো। আপনার পাওয়ার বৃদ্ধি দেখলে অন্যরাও অনেক উৎসাহিত হবে। তাই সবারই উচিত প্রতিনিয়ত অল্প অল্প করে হলেও পাওয়ার আপ করা।
খুব সুন্দর অনু কবিতা লিখেছেন আপনি। আপনার অনু কবিতা গুলো পড়ে আমার কাছে বেশ ভালো লেগেছে। প্রতিটি অনু কবিতায় খুব গুছিয়ে লেখার চেষ্টা করেছেন। যা পড়ে ভালো লাগলো। এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।