স্বরচিত কবিতা আবৃত্তি

in আমার বাংলা ব্লগ3 months ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে একটি কবিতা আবৃত্তি নিয়েই এই পোস্টটি শেয়ার করতে যাচ্ছি।আশা করি ভালো লাগবে।

Green Watercolor Sav

আজ আবারো আপনাদের মাঝে একটা কবিতা আবৃত্তি নিয়ে হাজির হয়ে গেলাম।কবিতা আমার বরাবরই প্রিয়। কবিতা লিখতে যেমন ভালো লাগে তেমনি আবৃত্তি করতেও এখন ভালো লাগে।গত সপ্তাহেই আপনাদের মাঝে কবিতা আবৃত্তি শেয়ার করেছিলাম। ভাবলাম আজকেও একটা কবিতা আবৃত্তি শেয়ার করে ফেলি। এজন্যই আমার পছন্দমত একটা কবিতা নিয়ে নিলাম। আমার নিজের লেখা একটা কবিতা আজকে আপনাদের মাঝে আবৃত্তি করে শেয়ার করব।

যাইহোক কথা না বাড়িয়ে তাহলে আমার আজকের কবিতা আবৃত্তিটা শেয়ার করা যাক। কেমন লেগেছে সেটা অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন।

কবিতার নামঃ- জ্যোৎস্না রাত

লেখক
@bristy1

আবৃত্তি
@bristy1

কবিতা আবৃত্তি

এই ছিল আমার আজকের কবিতা আবৃত্তি ।আশা করি উপভোগ করবেন।

কবিতা

কালো মেঘে ছেয়ে গেছে আকাশ,
রুপালি চাঁদ আর দিচ্ছেনা আলো,
মেঘের ফাঁকে যাচ্ছে দেখা তাকে,
মৃদু আলোয় বলছে যেন সরে যাও সামনে থেকে।
ক্ষণিকের কালো মেঘ যখন পার হয়ে যায়,
পূর্ণ চাঁদ আবারো রুপালি আলো ছড়ায়,
চাঁদনী রাতের আলোতে পুকুর পাড়ে বসে,
স্তব্ধ হয়ে দেখি তাকে মুচকি একটু হেসে।
নীল আকাশের রূপটা এখন বদলে গেছে অনেক,
তার মাঝে আছে এখন সাদা কালো মেঘ,
মৃদু বাতাস গায়ে লাগিয়ে দেখছি দিব্বি চাঁদকে,
গরম যেন হাওয়ার বেগে পালিয়ে যাচ্ছে দূর দেশে।
চাঁদনী রাতে হাতটি ধরে হাটবো দুজন একসাথে,
দেখবো জ্যোৎস্না কাটাবো রাত দুজনে গল্প করে,
এই মায়াতে থাকতে চাই সারাটি জনমভর,
জ্যোৎস্না রাত আসুক ফিরে জীবনে বার বার।
তোমার মুখের মিষ্টি হাসি দেখতে আমি চাই,
জ্যোৎস্না রাতের চাঁদের আলোয় মুখ লুকিয়ে রই,
চুপিসারে দেখছি তোমায় টের যেন না পাও,
এই আলোতে তুমি আমায় আপন করে নাও।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
♥️আল্লাহ হাফেজ♥️
ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণকবিতা আবৃত্তি
ইউজার@bristy1

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Posted using SteemPro

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

@bristy1, আপনার "জ্যোৎস্না রাত" কবিতা আবৃত্তি শুনে মুগ্ধ হলাম! 🌙🎤 আপনার নিজের লেখা কবিতা আবৃত্তি করার সাহস এবং আন্তরিকতা সত্যিই প্রশংসার যোগ্য। কবিতার ছন্দ এবং সুরের মাধুর্য মন ছুঁয়ে যায়। বিশেষ করে, "চাঁদনী রাতে হাতটি ধরে হাটবো দুজন একসাথে" এই লাইনগুলো আমার খুব ভালো লেগেছে।

আপনার পোস্টে সুন্দর ছবি এবং সাবলীল উপস্থাপনা এটিকে আরও আকর্ষণীয় করেছে। যারা কবিতা ভালোবাসেন, তাদের জন্য এটি একটি দারুণ উপহার।

আমি নিশ্চিত আপনার এই আবৃত্তি আরও অনেক শ্রোতার মন জয় করবে। আপনার ভবিষ্যৎ কবিতা এবং আবৃত্তির জন্য শুভকামনা রইল! আপনার অন্যান্য কাজগুলোও দেখতে চাই। keep creating! ✨

 3 months ago 

আপনার কবিতাটি বেশ সুন্দর আপনি রচনা করেছেন এবং এই কবিতাটি আরো সুন্দরভাবে আপনি আবৃত্তি করেছেন। সুন্দর সুর করে আবৃতি করার জন্য শুনতে ভীষণ ভালো লাগছে। আপনার আবৃতি করার দক্ষতা বেশ ভালো।

 3 months ago 

ভীষণ সুন্দর একটি কবিতা, আর এই কবিতাটি আপনি সুন্দর করে সুর মিলিয়ে আবৃত্তি করেছেন। বেশ ভালো লাগলো আবৃত্তি শুনে। আবৃত্তি করার আপনার দক্ষতা অনেক বেশিই প্রশংসনীয়।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.35
JST 0.035
BTC 116034.04
ETH 4730.15
SBD 0.86