আমার কবিতার খাতা থেকে : ধুলোময় শহরের বুকে ।।১৪ অক্টোবর ,বৃহস্পতিবার ২০২১।।

in আমার বাংলা ব্লগ3 years ago

|image.png

Source

একটা বিশ্বাস নিয়ে আমরা শহরে এসেছি
আমরা বিশ্বাস করতাম প্রতিদিন ক্ষুধার যন্ত্রণায়,
শহরে টাকা উড়ে শহরে খাদ্যের ফোয়ারা চলে।
এই বিশ্বাস নিয়ে আমরা গ্রাম থেকে তল্পিতল্পা নিয়ে
শহরের উপকণ্ঠে উপস্থিত হয়েছি।
আমাদের বিশ্বাস এখানে কাজ মিলবে অহরহ
আমরা ভুলে যেতে চাই প্রত্যেকদিন এর ক্ষুধার যন্ত্রণা
নবজাতক শিশুর কান্নার আওয়াজ,
বেড়ে ওঠা শিশুর দুধের অভাব,
বৃদ্ধার উন্মাদনা আমরা ভুলে যাই।
আমরা শহরে এসেছি একটা বিশ্বাস নিয়ে,
শহরে এসে দেখি অন্য রূপ অন্য জৌলুস
এখানে কারও কোনো কিছু শোনার সময় নেই,
প্রত্যেকে চলছে নিজের ছায়াকে অনুসরণ করে।
কাজের জন্য হন্যে হয়ে ঘুরছি রাত দিন এক করে
কারো কোনো মাথাব্যথায় নেই,
নিষ্ঠুরতা মহাকাব্যের মতন তো জনপ্রিয়।
আমরা ক্ষুধার যন্ত্রণা আর অভাব নিয়ে
যে মরীচিকার স্বপ্নে এখানে উপস্থিত হয়েছি ,তা অধরা।
তাই আবার ফিরছি গ্রামের দিকে শহরকে পিছনে রেখে,
গ্রামেই বেঁচে থাকার সংগ্রাম,
আবার ফিরে যেতে চায় মন সবুজের মাঝে।
এই স্বপ্ন নিয়ে একদিন পৃথিবী আমাদের,
ফিরিয়ে দেবে সৌভাগ্য আমাদের স্বপ্নের মত করে।



BoC- linet.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

image.png

Sort:  

শহরের চেয়ে গ্রামেই জীবন যাপন করা অনেক বেশিই ভালো লাগে প্রকৃতি আগলে রাখে আমাদের কে। আপনি অনেক সুন্দর লিখেছেন দাদা। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

শহরে এসে জীবিকার সন্ধানে হাজারো মানুষ হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে। একমুঠো ভাত অনেক সময় তার কপালে জুটছে না। ক্ষুধার যন্ত্রণায় চারপাশ যখন অন্ধকার হয়ে আসে তখনও কেউ পাশে এসে হাতটা ধরে না। শহরের জীবন যে যার মতো ব্যস্ত। আর ব্যস্ততার মাঝে হারিয়ে যায় হাজারো মানুষের ভিতরে লুকানো কষ্ট বেদনা। এই পৃথিবীটা বড়ই বিচিত্র। কারো জীবন বিলাসিতায় ভরা আবার কেউবা খুজে এক মুঠো খাবার। আপনার এই কবিতার মাঝে লুকিয়ে রয়েছে হাজারো মানুষের জীবনের কথা। অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দিয়েছেন দাদা। আপনাকে অনেক ধন্যবাদ দাদা।

 3 years ago 

ধন্যবাদ।

 3 years ago 

ধুলোময় শহরের বুকে কথাটা একদমই ঠিক বলেছেন।

আবার ফিরে যেতে চায় মন সবুজের মাঝে।
এই স্বপ্ন নিয়ে একদিন পৃথিবী আমাদের,
ফিরিয়ে দেবে সৌভাগ্য আমাদের স্বপ্নের মত করে।

শহরের চেয়ে গ্রামেই জীবন যাপন করা অনেক বেশিই ভালো লাগে প্রকৃতি আগলে রাখে আমাদের কে। আপনি অনেক সুন্দর লিখেছেন দাদা। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইলো

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @blacks,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Please consider to approve our witness 👇

Come and visit Italy Community

 3 years ago 

একটা বিশ্বাস নিয়ে আমরা শহরে এসেছি
আমরা বিশ্বাস করতাম প্রতিদিন ক্ষুধার যন্ত্রণায়,
শহরে টাকা উড়ে শহরে খাদ্যের ফোয়ারা চলে।
এই বিশ্বাস নিয়ে আমরা গ্রাম থেকে তল্পিতল্পা নিয়ে
শহরের উপকণ্ঠে উপস্থিত হয়েছি।

এই কথাগুলো অসম্ভব বাস্তব কিছু কথা ভাইয়া।
কত মানুষ প্রতিদিন গ্রাম ছেড়ে চলে আসে।কারণ অনেকের ধারণা এই শহরে বুঝি অনেক টাকা, অনেক কাজের সুযোগ। কিন্তু এ শহরে তো কাজের বড়ই অভাব।সবার ব্যস্ততার মাঝেই সেই চাপা কষ্ট থাকে।

 3 years ago 

আমাদের বিশ্বাস এখানে কাজ মিলবে অহরহ
আমরা ভুলে যেতে চাই প্রত্যেকদিন এর ক্ষুধার যন্ত্রণা।

দাদা এই লিখাটা একদম ১০০% সত্যি। আমার ঢাকায় আজ হাজারো মানুষ ছুটে আসে একটু খাবারের জন্য🥺🥺। আজ সকালে দেখলাম এক বিদ্ধ মানুষ রিক্সা চালাচ্ছে আমি তার রিক্সাতেই উঠেছি। বললাম চাচা ছেলে নেই? বল্ল আছে বাবা একটা ছেলে। আমি বললাম চাচা এই বয়সে রিক্সা চালাচ্ছেন। বলল বাবা গ্রাম থেকে এসেছি খেতে যে হবে🥺🥺বেলা ১১ টা বেজে গেছে বললাম চাচা খেয়েছেন? বল্ল না পরে চাচাকে নিয়ে এক সাথে নাস্তা করে হাতে ১০০ দিয়ে বললাম চাচা রেখে দিন। কি এক তিপ্তিময় নিশ্বাস যে নিল তা বলার মতন না। এটাই আসলে জীবন।

 3 years ago 

Apni sottikarer manusher dharmo k dharon koren.kakhono apnar ai Vitorer manush ta k hariye jete deben na.

 3 years ago (edited)

ভাই,শহর থেকে গ্রাম অনেক ভালো।কারণ গ্রামে সহজ সরল মানিষগুলো বসবাস করে। একে অন্যের বিপদে এগিয়ে আসে।আর শহরে সবাই নিজ নিয়ে ব্যস্ত।
অনেক সুন্দর কবিতাটি লিখেছেন,সে জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনার কবিতার মাঝে পল্লি কবি জসিমউদদীনের গ্রাম প্রেম ফুটে উঠে এসেছে। গ্রামের মতো শান্তি এবং সুখের যায়গায় কোথাও মেলে না। গ্রামের টানে শহরে মন থাকতে চায় না। যারা শহরে থাকেন তাদের মাঝেও একধরনের অস্থিরতা কাজ করে। অনেক সুন্দর কবিতা ছিলো ভাই। জাযাকাল্লাহ দান করুক আল্লাহ্ তায়ালা

আমার বাবা মাঝেমধ্যে এই কথা বলে যে সে নাকি গ্রামে চলে যাবে, ওইখানেই শান্তি। আমরা তখন জিজ্ঞেস করি কিসের অভাব তোমার এখানে। আব্বা এক কথায় উত্তর দেয় গ্রামের শান্তির। সত্যি ভাই আপনি অনেক গুলো ভালো কথা লিখছেন আপনার কবিতায়।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.033
BTC 62980.19
ETH 3123.74
USDT 1.00
SBD 3.87