আলহামদুলিল্লাহ স্বপ্ন পূরণে বাংলাদেশ নৌবাহিনীর একজন নবীন নাবিক।
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিমেট কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন? আমি @biplob89 বাংলাদেশ থেকে বলছি আজ (৩০/ ১১/২০২৪) রোজ: শনিবার ।
💞শান্তিতে সংগ্রামে সমুদ্র দুর্জয়💞
আসলে আমি অত্যন্ত খুশির সংবাদ নিয়ে আজকে আমি আপনাদের মাঝে পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আমি আশা করছি আমার পোস্ট পড়লে আপনাদের অনেক ভালো লাগবে। তবে প্রতিটা সফলতার পেছনে যে একটা কষ্টের গল্প থাকে সেটাই আমি আগে শেয়ার করছি।
আসলে ছোটবেলা থেকেই আমার শখ ছিল আমি ডিফেন্সে চাকরি করব। তবে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরপর এই সেই আশা যেন আমার আর ঘুমাতে দেয় না। শুধু তাই নয় সে স্বপ্ন পূরণ করার জন্য আমি যেন একদম মরিয়া হয়ে উঠেছি। আমি বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করেছি ২০২২ সালে। এসএসসি পাস করার পরে আমি ইন্টার এ বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছিলাম। এভাবে ঠিক ইন্টারে ভর্তি হওয়ার পরে আমার মনে সেই ডিফেন্সের চিন্তাভাবনা শুরু হলো। এভাবে ঠিক তিন মাস আমি ইন্টারমিডিয়েটে বিজ্ঞান বিভাগেই লেখাপড়া করলাম। পরবর্তীতে ভাবলাম যেহেতু আমাকে ডিফেন্সে চাকরি করতেই হবে এবং এটা আমার অনেক শখ এবং ছোটবেলার স্বপ্ন। তাই আমি সবকিছু ভেবেচিন্তে বিভব পরিবর্তন করে মানবিকে আসলাম। এরপরে ঠিক বয়স শুরু হতে আমি বিভিন্ন চাকরির জন্য এপ্লাই করলাম। এভাবে বেশ কয়েকটা মাঠ ও আমি করেছি কিন্তু শেষমেশ আমি ব্যর্থ হয়েছি। আমি যে মাঠেই চাকরির জন্য যেতাম আমি একদম প্রতিটা পর্যায়ে খুব সুন্দর ভাবে টিকে যেতাম। কিন্তু পরিশেষে একদম শেষ ধাপে এসে আমাকে যে কোন একটা মাধ্যমে বাদ দিয়ে দিত। আসলে একদম শেষ পর্যায়ে পর্যন্ত টিকে থেকে বাদ পড়ে যাওয়ার যে কি দুঃখ সেটা আমি বুঝি। এভাবে কিন্তু আমি কখনো হাল ছেড়ে দেইনি।
আমি যখনই মাঠ থেকে বাদ পড়ে বাসায় আসতাম তখন আমার বাবা-মা এবং পরিবারের সকলে আমার অনেক সাহস দিত। এমনকি আমার বাবা বলতো তুমি প্রতিটা মাঠেই যাবে ইনশাআল্লাহ তোমার একদিন স্বপ্ন পূরণ হবে এবং হাসিমুখে বাড়িতে আসবে।
আলহামদুলিল্লাহ সেই স্বপ্ন আমার পূরণ হয়েছে। এইতো গত ১২ নভেম্বর আমার খুলনায় নৌবাহিনীর মাঠ ছিল। আর এই মাঠে আমার স্বপ্ন পূরণ হয়েছে। আসলে আমি এই স্বপ্নটা পূরণ করার জন্য কঠোর পরিশ্রম করেছি। শুধু তাই নয় মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানী এবং রহমতে এই স্বপ্নটি আমার পূরণ হয়েছে। বর্তমানে আমি একজন নৌবাহিনীর নবীন সদস্য। আসলে এই চাকরির জন্যই আমি এতটা দিন আপনাদের মাঝে সময় দিতে পারেনি । এমনকি নিয়মিত পোস্ট শেয়ার করতে পারেনি। তবে যাই হোক ২০২৫ দেশে আমি নৌ বাহিনীতে চূড়ান্তভাবে সিলেক্টেড হয়েছে এটাই আমার কাছে অনেক পাওয়া। তবে আমার এই সফলতার পিছনে ছিল অনেক কষ্টের গল্প যা না বললেই নয়। কেননা আমি বারবার হোঁচট খেয়ে ও কখনো আশা হারাই নাই। কেননা আমি আমার রবের উপরে বিশ্বাস করতাম। যে একসময় তিনি আমাকে এত কিছু দিবে যা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আলহামদুলিল্লাহ সেটা হয়েছে। তবে আমি অনেক খুশি যে আমার স্বপ্নটা পূরণ হয়েছে। এইতো আর মাত্র ২৮ দিন পরে ই পরিবার ছেড়ে আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব সবাইকে ছেড়ে চলে যেতে হবে চাকরির জীবনে। আসলে সবাইকে ছেড়ে চলে যাওয়ার সেই দিনটা যে আমি কেমনে কাটাতে পারব সেটা আমার জানা নেই তবে তার পরেও নিজেকে সবকিছু মানিয়ে নিতে হবে। কেননা কষ্টের পরেই সুখ রয়েছে। ঠিক এই কষ্ট শেষেই একদিন সফলতার হাসি নিয়ে সেই স্বপ্ন বাড়ি যাবে।
এইতো আগামী মাস থেকেই আমার ট্রেনিং শুরু হবে। তাই আমি সকলের কাছে দোয়া চাই যাতে সম্পূর্ণভাবে আমি ট্রেনিং শেষ করতে পারি। সবাই নিজের জায়গা থেকে আমার জন্য মন থেকে দোয়া করবেন।
আজ এখানেই শেষ করলাম পরবর্তীতে আরো নতুন কোনো পোস্ট শেয়ার করবো ইনশাআল্লাহ।
টেবিল ০১ | টেবিল ০২ |
---|---|
ডিভাইস | OPPO A15 |
পোস্ট তৈরি | @biplob89 |
Upvoted! Thank you for supporting witness @jswit.
চেস্টার পর সফলতা আসবেই এটাই চিরন্তন সত্য। আপনি বার বার ব্যর্থ হওয়ার পরও হাল ছেড়ে দেননি ,চেস্টা করেছেন নিজের লক্ষ্য পূরন করতে। আর তাইতো আজ সফল হয়েছেন। আশাকরি ভালোভাবে আপনি আপনার ট্রেইনিং শেষ করতে পারবেন। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।
একদম ঠিক বলেছেন আপু ধন্যবাদ।
অভিনন্দন ভাইয়া। আসলে আমার ও অনেক ইচ্ছা ছিল ডিফেন্সের চাকরি করার। প্রচুর পরিমাণে চেষ্টার পর ও সফলতা অর্জন করতে সক্ষম হয়নি। যাইহোক, আপনার স্বপ্ন পূরণ হয়েছে, জেনে বেশ ভালো লাগলো। আশা করছি আপনি একদম সততার সাথে আপনার দায়িত্ব পালন করবেন। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।
জি ভাইয়া আলহামদুলিল্লাহ আমার স্বপ্নটা পূরণ হয়েছে। ধন্যবাদ ভাই আপনার গঠনমূলক মন্তব্য শেয়ার করার জন্য।
বন্ধু তোমাকে প্রথমে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে এই খবরটি বেশ কিছুদিন আগেই তুমি আমাকে ফোনের মাধ্যমে জানিয়ে ছিলে সত্যি তোমার এই খবর শুনতে পেয়ে আমার কাছে বেশ ভালো লেগেছিল। আশা করি তুমি তোমার দায়িত্ব নিজের জায়গা থেকে সব সময় সর্বোচ্চটুকু দিয়ে পালন করার চেষ্টা করবে তোমার ভবিষ্যৎ সুন্দরভাবে রাঙিয়ে তোলো এটাই কামনা করছি।
অসংখ্য ধন্যবাদ বন্ধু তোমার শুভেচ্ছার এই বার্তা পেয়ে আমি অনেক খুশি।
বন্ধু এখন হতে নিয়মিতভাবে প্রতিদিন এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে এবং কমেন্টে স্ক্রিনশট শেয়ার করতে হবে।
https://steemit.com/hive-129948/@rex-sumon/very-important
জেনে অনেক ভালো লাগলো ভাইয়া আপনি নৌবাহিনীর সদস্য হয়েছেন। মহান সৃষ্টিকর্তা নসিবে যেটা রাখবে সেটা একদিন হবেই হবে। আপনার যাত্রা শুভ হোক সেই দোয়া রইল।
ধন্যবাদ আপু।
অভিনন্দন ভাই ❤️🎉
আপনার কষ্টের ফসল আপনি পেয়েছেন এটাই সবথেকে বড় আনন্দের ব্যাপার। এই অর্জনের পেছনের গল্পটা শুনে সত্যিই শেখার আছে অনেক কিছু। আপনি এগিয়ে যেতে থাকুন উপর ওয়ালা সাথে রয়েছেন। তবে ব্লগিং ছাড়িয়েন না, ইনশাআল্লাহ ভালো কিছু হবে।
ইনশাআল্লাহ ভাইয়া দোয়া করবেন। তবে ট্রেনিং অবস্থায় ফোন আমার কাছে থাকবে না যে কারণে এই কাজ থেকে অবশ্যই আমাকে বিরত নিতে হবে ভাইয়া।
তাহলে এডমিন প্যানেলে অবশ্যই বিষয়টি অবগত করবেন এবং খুব তাড়াতাড়ি আবারো আমাদের মাঝে ফিরে আসবেন। দোয়া রইল।
একেবারে শেষ ধাপে গিয়ে বাদ যাওয়ার ব্যাপার টা খুবই দুঃখজনক। তবে শেষমেশ আপনার স্বপ্ন পূরণ হয়েছে। বাংলাদেশের প্রতিরক্ষা বিভাগের একটা অঙ্গ বাংলাদেশ নৌবাহিনী তে আপনি চূড়ান্তভাবে সিলেক্ট হয়েছেন দেখে ভালো লাগল। আপনার জন্য শুভকামনা ।
ধন্যবাদ ভাইয়া।