জেনারেল রাইটিং :- মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যেই ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র।

in আমার বাংলা ব্লগ13 days ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তেমনি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব।


mickey-mouse-1776697_1280.jpg

আজকে আমি আপনাদের মাঝে সুন্দর একটি শিক্ষনীয় জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করব। আসলে আমরা মানুষ আমাদের ব্যবহারের মধ্যে আমাদের পরিচয় হয়। কিছু মানুষের ব্যবহার আছে মধুর চেয়েও মিষ্টি। আবার কিছু মানুষের ব্যবহার আছে অনেক খারাপ। তবে মানুষ কাজে-কর্মে ব্যবহারের পরিচয় দেই। তবে অনেক মানুষ আছে প্রতিষ্ঠিত হওয়ার আগে একরকম ব্যবহার করে। তাদের ব্যবহারগুলো অনেকের কাছে ভালো লাগে। আবার অনেক মানুষ আছে প্রতিষ্ঠিত হওয়ার পর ব্যবহার চেঞ্জ হয়ে যায়। ওই কথাগুলো অনেক সময় অনেকের কাছে খারাপ লাগে। তবে মানুষের ব্যবহার যখন পরিবর্তন হয় তখন বুঝা যায় ওই মানুষের মধ্যে কোন না কোন পার্থক্য আছে। কারণ মানুষ যখন অভাব থাকে তখন একরকম ব্যবহার করে।

আবার অনেক ক্ষেত্রে দেখা যায় মানুষ টাকা পয়সা হলে তাদের ব্যবহার অনেক পরিবর্তন হয়ে যায়। ওই সময় অনেকের সাথে খারাপ ব্যবহার করে। এবং ওই লোকের প্রতিষ্ঠিত হওয়ার পর তাহলে ধরে নিতে হবে সেটি তার আসল ব্যবহার। কারণ মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পর যদি ব্যবহার পরিবর্তন হয় তাহলে মানুষের ব্যবহারের মধ্যে কোন না কোন পার্থক্য আছে। অনেক মানুষ আছে যখন টাকা পয়সা থাকে না তখন তাদের ব্যবহার থাকে মধুর এবং সবার সাথে ভালো ব্যবহার করে। হঠাৎ করে কেউ যদি বড়লোক হয়ে যায় তখন ওই লোকের ব্যবহার অনেক পরিবর্তন হয়ে যায়। যে লোক আগ থেকে যেমন ব্যবহার করে প্রতিষ্ঠিত হওয়ার পর একই ব্যবহার করলে তাহলে ওই লোকের ব্যবহার ভালো।

আমাদের এইখানে একটি লোক আছে সেই প্রথমে অনেক গরিব ছিল আগে। বর্তমান সময়ে বিদেশ যাওয়ার পর অনেক টাকা-পয়সার মালিক হয়েছে। এখন ওই লোকের ব্যবহার পশুর চেয়েও ভয়ঙ্কর। অল্পতেই মানুষকে খারাপ ব্যবহার করে। তবে অনেকে বলে আগে তার ব্যবহার খুব ভালো ছিল। আসলে টাকা পয়সা হওয়ার পর তার ব্যবহার অনেক পরিবর্তন হয়ে গেছে। আর এখন বুঝে নিতে হবে এটি তার মূল ব্যবহার। কিছুদিন আগে বাড়ির একটি লোকের সাথে সে অনেক আজেবাজে ব্যবহার করেছে। অথচ একসময় ওই লোকের বাবার কাজ করতেন এই লোক। আর এখন তার ছেলেকে গরিব এবং খারাপ ব্যবহার করে কথা বলল।

এরকম লোক গুলো যখন টাকা-পয়সার পর যে ব্যবহার করে ওটি তার আসল ব্যবহার। টাকার কারণে বা প্রতিষ্ঠিত হওয়ার পর অনেক মানুষের ব্যবহার এমনিতে পরিবর্তন হয়ে যায়। তখন গরিব মানুষের সাথে সঠিকভাবে কথা বলে না। তাদের কথাগুলো হয় ভয়ংকর তীরের মত। আবার অনেক সময় দেখা যায় ভিন্ন কোন কারণে মানুষ ব্যবহার খারাপ করে। বর্তমান সময়ে অনেকের টাকা-পয়সার গরম বেশি দেখায়। তাদের কথাগুলো হয় বিষাক্ত। এই লোকগুলো থেকে মানুষ ব্যবহার পেয়ে কষ্ট পায়। আসলে মানুষের মুখের ব্যবহার মানুষকে বেশি কষ্ট দিয়ে থাকে। আর সত্যি বলতে মানুষ মানুষদের কে সম্মান করলে তাহলে নিজেও অন্য মানুষের থেকে সম্মান পায়।

সত্যি বলতে ব্যবহারের কারণে মানুষ তাদের নিজের কাজকর্মের পরিচয় দেয়। আর মানুষ যখন গরিব থাকা অবস্থায় যে ব্যবহার করে তাকে বড়লোক হওয়ার পর একই ব্যবহার করলে ওই লোক ভালো এবং তার ব্যবহার ভালো। এবং সত্যিকারের মানুষ হচ্ছে ওই। যে প্রতিষ্ঠিত হওয়ার পর ব্যবহার খারাপ করে মূলত সেই ভালো লোক না। হয়তোবা সময়ের কারণে বা অন্য কোন কারণে সেই ব্যবহার পরিবর্তন করে। এই লোকগুলো সময় বুঝে মানুষের সাথে গাদ্দারী ও করে। সত্যি কথা এই লোকগুলো কারো বন্ধু হলেও ক্ষতি। কারণ এরা স্বার্থের কারণে রোপ পরিবর্তন করে। আশা করি আমার টপিক পড়ে আজকে আপনাদের ভালো লাগবে।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

🥰 ধন্যবাদ সবাইকে 🥰

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 13 days ago 

IMG_20241222_160010.jpg

 13 days ago 

প্রতিষ্ঠা হওয়ার আগে একটা মানুষ অন্যরকম থাকে। আর প্রতিষ্ঠিত হওয়ার পর ভিন্ন রকমের হয়ে যায়। আর তখন তারা যে ব্যবহার করে ওটাই তাদের আসল চরিত্র। এটা আমি নিজেও সব সময় মনে করি। আমাদের আশে পাশে তাকালে আমরা এরকম অনেক মানুষকেই দেখতে পাবো, যারা প্রতিষ্ঠিত হওয়ার আগে আমাদের সাথে একরকম ব্যবহার করেছে। আর হওয়ার পর অন্যরকম ব্যবহার করছে।

 10 days ago 

পরবর্তীতে এ ধরনের পোস্টগুলো আরো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব

 12 days ago 

আসলে আমি প্রত্যেকটা মানুষের মধ্যেই মুখোশ রয়েছে। মুখোশের ভিতরে চরিত্র আর বাইরের চরিত্র পুরোপুরি ভাবে ভিন্ন। আর প্রত্যেকটা মানুষ এরকমটা অনেক বেশি করে থাকে। প্রতিষ্ঠিত হওয়ার আগে মানুষের ব্যবহার একরকম থাকে, আর হওয়ার পর অন্য রকমের হয়ে যায়। আমরা আমাদের আশে পাশে তাকালে এরকম অনেক মানুষকেই দেখতে পাবো।

 10 days ago 

সব সময় মানুষের চেহারা অন্যরকম থাকে আপনার কাছে আমার পোস্ট ভালো লেগেছে দেখে খুশি হলাম

 12 days ago 

আপনার পোষ্টের সাথে আমি একমত। আসলে মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পর যে ব্যবহার করে সেটি তার আসল চরিত্র। যেমনটি আপনাদের বাড়ি পাশের লোকটি গরিব ছিল। টাকা পয়সা হওয়ার পর তার ব্যবহার পরিবর্তন হয়ে গেছে। হাজারো মানুষ আছে টাকা পয়সা হলে তাদের আসার ব্যবহার পরিবর্তন হয়ে যায়। অনেক সময় ওই লোক গুলো মানুষকে ইজ্জতও করে না। ধন্যবাদ সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 10 days ago 

টাকা পয়সা মানুষকে এমনিতেও বদলে দেয়

 12 days ago 

হটাৎ যারা বড়লোক হয় তাদের ব‍্যবহার এমনই হয় আপু। তাদের মধ্যে শিক্ষা কম অহংকার থাকে বেশি। আর এইজন্যই তারা মানুষের সাথে বাজে ব‍্যবহার করে। আমি এদের থেকে সবসময় দূরত্ব রেখে চলি। আমাদের সমাজে এমন মানুষের সংখ্যা নেহাত একেবারে কম না।

 10 days ago 

সুন্দর মন্তব্য করে এভাবেই পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাকে

 11 days ago 

আপু আজকে আপনি অনেক সুন্দর একটি বাস্তবমুখী টপিক নিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন যা সম্পূর্ণ্য পড়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার সাথে আমিও একমত পোষণ করছি এবং সেই সাথে আমিও একটি উদাহরণ দিচ্ছি। যা হচ্ছে একজন মানুষ একা একা অন্ধকারে যেরকম ভাবে চলে ঠিক সেরকমই হচ্ছে তার আসল রূপ বা চরিত্র। যাইহোক আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ এরকম সুন্দর একটি বাস্তবমুখী উদাহরণ আমাদের মাঝে সুন্দরভাবে তুলে ধরার জন্য।

 10 days ago 

আমি চেষ্টা করেছি ভালো কিছু শেয়ার করার জন্য আপনাদের কাছে গুরুত্বপূর্ণ পেয়ে ভালো লাগলো

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.27
JST 0.042
BTC 98029.48
ETH 3635.16
SBD 2.42