জেনারেল রাইটিং :- হ্যাঁ এবং না কথা দুটো সব চেয়ে পুরনো এবং সব চেয়ে ছোট।
হ্যালো বন্ধুরা
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তেমনি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব।
আজকে আমি আপনাদের মাঝে সুন্দর একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করব। আমার পোস্টটি হচ্ছে হ্যাঁ এবং না কথা দুটো সব চেয়ে পুরনো এবং সব চেয়ে ছোট। এই দুটি কথা অনেক ছোট অক্ষরের। আর এই দুটি কথা অনেক পুরনো। তবে এই দুটি কথা বলতে হলে মানুষকে চিন্তা ভাবনা করে বলতে হয়।। এবং এই দুটি কথার মাধ্যমে অনেক কিছু বোঝানো হয়। তাই চিন্তাভাবনা মাথা খাটিয়ে কথা বলতে হয়। আপনি যখন একটি কাজের সিদ্ধান্ত দিবেন তখন চিন্তা-ভাবনা করে উত্তর দিতে হবে। যদি হ্যাঁ বলেন তাহলে সম্মতি দিয়েছেন। আর যদি না বলেন তাহলে কথাটি আপনার কাছে ভালো লাগে নাই তাই না বলেছেন।
তবে কথা দুটি দিয়ে মানুষ নিজের মনের আবেগ এবং ভালোবাসা চিন্তা ভাবনা সবকিছুকে বোঝানো হয়। আর যে কথা ১০০ বার চিন্তা করে বলতে হয় ওই কথাগুলোর দামও বেশি থাকে। ছোট থেকে বড় সবাই হ্যাঁ না কথা বলতে ভেবেচিন্তে বলতে হয়। মানুষের স্বপ্ন থাকে অনেক বিশ্বাস থাকে মজবুত। তখনো কথাগুলোর উত্তর হ্যাঁ না দিয়ে বলতে হয়। তবে হ্যাঁ দিয়ে যে কোন কিছুর ভালো দিক বা সম্মতি বোঝানো হয়। আর না বললে এই কাজের মধ্যে সম্মতি বা তার মত নেই। তবে কথাগুলো যে কোন কাজের ক্ষেত্রে বলতে হলে ১০০ বার চিন্তা ভাবনা করে বলতে হয়। হুট করে হ্যাঁ না বলা যায় না।
বর্তমান সময়ে ছেলেমেয়েরা প্রেম করে। যখন একজন অন্যজনকে অফার দেই। তারাও কিন্তু হ্যাঁ এবং না কথা বলতে চিন্তা ভাবনা করে বলে। আবার অনেক ক্ষেত্রে না থেকে বলতে বলতে একসময় হ্যাঁ কথাটি আছে। আবার অনেক সময় হ্যাঁ বলতে বলতে একসময় উত্তর নাও আসে। এবং ভালবাসার থেকে শুরু করে যে কোন কাজে হ্যাঁ এবং না কথা দিয়ে উত্তর দিতে হয়। ছোট বাচ্চাটি ও তার কথার মাধ্যমে হ্যাঁ এবং না বলে উত্তর দিয়ে থাকে। তাই এই কথাগুলোর ওজন বেশি। আর এই কথাগুলো চিন্তা না করে বললে আবার বিপদ। চিন্তা ভাবনা করে এই কথাগুলোর উত্তর দিতে হয়। যদি কেউ চিন্তা না করে উত্তর দেয় তাহলে সেই অনেক সময় বিপদে পড়ে।
কারণ শতবার চিন্তা করে হ্যাঁ এবং না বলতে হয়। আর যদি চিন্তা না করে এবং হ্যাঁ এবং না এর উত্তর দেই তাহলে মানুষের অনেক ক্ষতি হয়ে যায়। আর এই কথাগুলো ছোট থেকে বড় সবাই বলতে হয়। একজন অফিসারকে যখন বলা হয় এই কাজে আপনার সম্মতি আছে কিনা। তখন ওই লোকটি ও হ্যাঁ এবং না দিয়ে উত্তর দিতে হয়। কারণ হ্যাঁ এবং না দিয়ে সে ভালো-মন্দ জবাব দেই। তবে এই দুটি অক্ষর অনেক ছোট। এবং এই অক্ষর গুলোর গভীরতা অনেক। হুট করে কিছু বলা ও যায় না। তাই এই কথাগুলোর গুরুত্ব বেশি। যে কথার গুরুত্ব বেশি ওই কথাগুলো এমনিতে ছোট হয়। বড়লোক হতে গরিব লোকসভায় হ্যাঁ এবং না দিয়ে তাদের কথার সম্মতি জানাই।
আর যে লোক এই কথাগুলোর গভীরতা চিন্তা না করে উত্তর দেয়। ওই লোকগুলো পদে পদে বিপদেও পড়ে। কারণ অনেক লোক দেখা যায় হ্যাঁ বলতে গিয়ে অনেক সময় না বলে তাহলে তার জীবন অনেক ক্ষতি হয়ে যায়। তাই এসব কথা দিয়ে উত্তর দিতে হলে হাজার বার চিন্তা করতে হবে। যেই চিন্তা না করবে সেই পদে পদে বিপদে সম্মুখীন হবে। ছোট অক্ষর গুলোর কিন্তু গভীরতা অনেক। হ্যাঁ এবং না বলে মানুষের মনের ভাবও প্রকাশ করে। হ্যাঁ বলে মানুষের যে কোন ভালো দিক এর উত্তর দিয়ে থাকে। আর না বলে মানুষ যেকোনো কথা বা খারাপ দিকের উত্তর দিয়ে থাকে। তাই এই কথা দুটি বলতে হলে আমি মনে করি শতবার চিন্তা করে ভেবেচিন্তে বলা উচিত। আশা করি আমার আজকের টপিক পড়ে আপনাদের অনেক ভালো লাগবে।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/bdwomen2/status/1865636811974033655?t=SjFpFnjfw9wS5wQVJYtDgQ&s=19
আসলেই আপু হ্যাঁ এবং না এই দুটি শব্দ অনেক ছোট হলেও এর মাহাত্ম্য অনেক বেশি। হ্যাঁ হচ্ছে সম্মতি সূচক শব্দ আর না হচ্ছে অসন্মতি সূচক শব্দ। মানুষের জীবনের যেকোনো সময় এই হ্যাঁ এবং না কথাটার গুরুত্ব অনেক বেশি। আমার কাছে মনে হয় হ্যাঁ এবং না এই কথার দুটো জীবনের মোড় পর্যন্ত ঘুরিয়ে দেয়। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিত ভাবে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
ঠিক বলেছেন এই দুইটা শব্দ আমাদের মাঝে সব সময় থাকে
হ্যাঁ এবং না পুরোনা কি না সেটা বিবেচ্য না হলেও শব্দ দুটি মারাত্বক শক্তিশালী। মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া শব্দ। অনেক চিন্তা ভাবনা করে এই ছোট শব্দ দুটি ব্যবহার করতে হয়। আপনি ঠিকেই বলেছেন আপু, চিন্তা ভাবনা করে হ্যাঁ এবং না বললে মানুষ বিপদে পড়ে যায়। হ্যাঁ এবং না শব্দ দুটি নিয়ে সুন্দর আর্টিকেল লিখেছেন আপু। বেশ ভালো লেগেছে। আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
কিছু কিছু শব্দ এমন হয় যেটা কখনো কখনো মানুষকে কষ্ট দিয়েও ফেলে
এই দুইটা কথা অনেক ছোট হলেও এগুলোর মানেটা অনেক বেশি বড়। আর যে কোনো ডিসিশানে এগুলোর গুরুত্ব অনেক বেশি। একবার যদি আমরা এগুলোর ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি, তাহলে অনেক ক্ষতি হতে পারে। এই দুইটা একটা মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাইতো এই দুইটা শব্দ বলার আগে মানুষ অনেক বেশি চিন্তা করে থাকে।
ভালো লাগলো আপনাদের সুন্দর মন্তব্য গুলো পড়ে
সত্যি ই আপু হ্যা আর না কথা দুটো ছোট হলেও এর গভীরতা কিন্তু অনেক।আর এই কথা আমাদের ভেবে চিন্তে বলা উচিত।আপনি চমৎকার উদাহরন দিয়ে তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি চমৎকার এই ব্লগটি শেয়ার করার জন্য।
আজকে আমার লেখার পোস্টে আপনার কাছে ভালো লেগেছে দেখে খুশি হলাম
হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট হলেও কথা দুটো অনেক মূল্যবান।কারণ এই কথা দুটোর উপর জীবনের অনেক কিছু নির্ভর করে। অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হয়।এই কথা দুটোর জন্যেই মানুষের জীবন পরিবর্তনও হতে পারে।বেশ দারুণ লিখেছেন আপু।ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
পরবর্তীতে আরো ভালো একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব
এই কথা টা অনেক অল্প সময় লাগে বলতে। কিন্তু একটা বৃহৎ অর্থ থাকে এই কথাটার। এইজন্য অনেক সময় এই ছোট দুইটা শব্দ আমরা অনেক ভেবেচিন্তে বলে থাকি। বেশ সুন্দর লিখেছেন আপু। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।
ঠিক এই কথা রুটির মধ্যে কেমন যেন সম্পর্কটা সব সময় থেকে যায়
আপনার পোষ্টের সাথে আমি নিজেও একমত। হ্যাঁ এবং না কথা দুটি অনেক পুরনো কিন্তু বলতে হলে অনেক ভেবেচিন্তে বলতে হয়। আর এই কথা দুটি দিয়ে মানুষের প্রতিদিনের অনেক কথার উত্তর দেওয়া হয়। এবং ভালো-মন্দ বিচার করা হয় হ্যাঁ এবং না দিয়ে। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।
আমার পোস্টের সাথে আপনি একমত যে অনেক খুশি হলাম ধন্যবাদ