আমার করা গত মাসের ডাই পোস্টের সংগ্রহশালা

in আমার বাংলা ব্লগlast year (edited)

20230516_184725.jpg

পোস্টের রিভিউ


✋হ্যালো বন্ধুরা,✋

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। কিন্তু আমি আজকে অন্য কোন পোস্ট নিয়ে আসিনি। আমি এই পুরো এক মাস ধরে কি কি ডাই পোস্ট করেছিলাম সবগুলো পোস্ট একসাথে সংগ্রহশালা তৈরি করার চেষ্টা করলাম। সবার যখন সংগ্রহশালার পোস্ট গুলো দেখি আমার কাছে ভীষণ ভালো লাগে। কারণ সংগ্রহশালা পোস্ট এর মাধ্যমে অনেকগুলো পোস্ট একসাথে দেখা যায়। এছাড়াও কোন পোস্ট যদি করে থাকেন তাহলে সংগ্রহশালা পোস্ট এর মাধ্যমে দেখে নিতে পারেন। এইজন্য আমি আমার গত মাসের সবগুলো ডাই পোস্ট একসাথে আরো একবার আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি আমার আজকের পোস্টের রিভিউ আপনাদের ভালো লাগবে।

পোস্ট - ১ :


রঙিন কাগজ দিয়ে টিস্যু বক্স তৈরি
:

এটি হচ্ছে রঙিন কাগজ দিয়ে টিস্যু বক্স। রঙিন কাগজ দিয়ে আমি অনেক সুন্দর করে টিস্যু বক্সটি বানিয়েছি। এই টিস্যু বক্স বানাতে আমার অনেক সময় লেগেছে। প্রথমে আমি যখন টিস্যু বক্সটি তৈরি করতেছি। তখন আমার কাছে মনে হয়েছে খুব সহজে টিস্যু বক্সটি বানাতে পারবো। পরে অনেকক্ষণ সময় লাগলো এটি তৈরি করতে। যখন টিস্যু বক্সে আমি আপনাদের মাঝে উপস্থাপনা করেছিলাম। তখন আমার রঙিন কাগজের টিস্যু বক্স দেখে আপনারা অনেক সুন্দর মন্তব্য করেছেন। তাই আজকে আমি আবার আপনাদের মাঝে অনেক সুন্দর করে রঙ্গিন কাগজের টিস্যু বক্স রিভিউ শেয়ার করলাম।

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovqXXEmqtLUvCiEm7nFjVsFeR2MkZVHtfBG7TS1e1xd3WqAJMPKThWWemk5ZpaLGvpowo5JGFo7jwiSJtP5so1yQr.jpeg

পোস্টটি দেখার জন্য এখানে ক্লিক করুন


পোস্ট - ২ :


রঙিন কাগজ দিয়ে ফুলের ওয়ালমেট তৈরি
:

এই হচ্ছে রঙিন কাগজ দিয়ে ফুলের ওয়ালমেট তৈরি। এই রঙিন কাগজের ফুল তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগলো। আসলে এই ধরনের ফুলগুলো ঘরের দেয়ালে লাগালে দেখতে বেশ চমৎকার লাগে ‌ ।এবং রঙিন কাগজের ফুলটি যখন আমি সম্পূর্ণ করলাম তখন দেখে আমার কাছে অনেক ভালো লাগলো ‌। এবং রঙিন কাগজের ফুলের ওয়ালমেট আপনাদের মাঝে শেয়ার করলাম তখন আপনারা খুব চমৎকার মন্তব্য করেছেন। এবং আপনাদের কাছে ওয়ালমেট অনেক সুন্দর লাগলো। তাই আজকে আবার আপনাদের মাঝে রঙিন কাগজের ওয়ালমেট তৈরি রিভিউ শেয়ার করলাম।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbTd5DaSPzidFgkzYFRcvKrj9dX8H4iPHSDWC6Eys1QC6LfimuYPH1AstdFKrkbLqqwZbyeCbrEGHZUKpazWoFXDwiQBY.jpeg

পোস্টটি দেখার জন্য এখানে ক্লিক করুন


ধাপ ৩ :


রঙিন কাগজ দিয়ে তৈরি কলমদানি :

এটি হচ্ছে রঙিন কাগজ দিয়ে তৈরি কলমদানি । এই কলমদানি যখন আমি রঙিন কাগজ দিয়ে তৈরি করেছিলাম তখন আমার কাছে অনেক ভালো লাগলো। যদিও এটি তৈরি করতে অনেক সময় লেগেছে। এটি তৈরি করার পর আমি কলমদানির মধ্যে কলম রেখেছি। এবং এই রঙিন কাগজের কলমদানি যখন আপনাদের মাঝে শেয়ার করলাম সত্যি আপনারা অনেক চমৎকার চমৎকার মন্তব্য করলেন। আপনাদের মন্তব্য শুনে আমার কাছে অনেক ভালো লাগলো। তাই আজকে আবার আপনাদের মাঝে আমি রঙিন কাগজের তৈরি কলমদানি শেয়ার করলাম।

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovY6bEX9Zq9WmHWLP3XTyNdaFZjAGChUhigVb3LUFekDcvyxd9gQmSC3urMwhZyFK69erTshAmC7BF5eyDinFvym8.jpeg

পোস্টটি দেখার জন্য এখানে ক্লিক করুন


ধাপ ৪ :


রঙিন কাগজ দিয়ে তৈরি টাকা রাখার ব্যাংক :

এই হচ্ছে রঙিন কাগজ দিয়ে তৈরি টাকা রাখার ব্যাংক । কাগজ দিয়ে যখন ব্যাংকে আমি তৈরি করেছি তখন আমার কাছে অনেক ভালো লাগলো। এবং বাড়ির শোকেসের মধ্যে যখন এটিই রাখলাম দেখতে খুব চমৎকার লাগতেছে। এবং এটি যখন আপনাদের মাঝে শেয়ার করলাম তখন আপনারা অনেক সুন্দর সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করলেন। আপনাদের মন্তব্য শুনে আমার কাছে অনেক ভালো লাগলো ‌ তাই আজকে আমি রঙিন কাগজ তৈরি টাকা রাখার ব্যাংক আপনাদের মাঝে রিভিউ শেয়ার করলাম।

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovbhTdTMJFxW4WBZbAkMUNSYNtdY9rbYS2jrk7nETkn1EhpfvZPP45R8WXwjQKu3n49j5aCsyQx9a12JVuGeb6mQz.jpeg

পোস্টটি দেখার জন্য এখানে ক্লিক করুন


পোস্ট বিবরণ

শ্রেণীরিভিউ
ডিভাইসSamsung galaxy a7
ফটোগ্রাফার@bdwomen
লোকেশনফেনী

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 last year 

আপনার গত মাসের ডাই পোস্ট গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। যদিও আগে সব গুলো দেখা হয়নি। আজ সব একসাথে দেখতে পেয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে বিশেষ করে কলমদানি এবং টিস্যু বক্স আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর সুন্দর ডাই আমাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।

 last year 

চেষ্টা করেছি নিজের আগের পোস্টগুলো নিয়ে আপনাদের মাঝে সুন্দরভাবে হাজির হওয়ার জন্য।

 last year 

প্রতিটি ডাই প্রজেক্ট খুবই সুন্দর ছিল। আমার কাছে বেশি ভালো লেগেছে ব্যাংক তৈরীর বিষয়টি।নিজের ক্রিয়েটিভিটি গুলো এভাবে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। তবে টাইটেলের রেসিপি লেখার জায়গায় ডাই পোস্ট হবে বিষয়টা একটু খেয়াল করে দেখবেন, আশা করি।সুন্দর সুন্দর প্রজেক্ট গুলো রিভিউ এর মাধ্যমে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 last year 

ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপু। চেষ্টা করব যাতে এরকম ভুল আর কখনো না।

 last year 

গতানুগতিক ধারায় রিভিউ করার চাইতে সংগ্রহশালা তৈরি করাটা আমি মনে করে সর্বোত্তম।আর আপনি সেটাই করেছেন দেখে খুব খুশি হলাম। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে সংগ্রহশালা শেয়ার করার জন্য ।

 last year 

আমার রিভিউ পোস্ট আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 last year 

আমার করা গত মাসের রেসিপি পোস্টের সংগ্রহশালা

আপু আপনি ডাই প্রজেক্টের সংগ্রহশালা করেছেন ৷ রেসিপি পোস্ট নয় ৷ একটু ঠিক করে নিবেন টাইটেল ৷

যাই হোক , আপনার করা প্রত্যেকটি ডাই পোস্ট অনেক সুন্দর ছিলো ৷ ডাই পোষ্টের রিভিউ দেখে অনেক ভালো লাগলো ৷ ধন্যবাদ আপনাকে সুন্দর একটি সংগ্রহশালা পোস্ট শেয়ার করার জন্য ৷

 last year 

আমার ভুলটা আমাকে ধরিয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।


This is a manual curation from the @tipu Curation Project.
Also your post was promoted on Twitter by the account josluds

@tipu curate

 last year 

অনেক ভালো লেগেছে দেখে আপু আপনি সংগ্রহশালা পোস্ট তৈরি করেছেন ডাই পোস্টের। কারণ প্রতিটি পোস্ট অনেক ইউনিক ছিল আপনার। আপু রঙিন কাগজ দিয়ে তৈরি করা টাকার ব্যাংক, টিস্যু বক্স এবং এছাড়াও কলমদানি তৈরি করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে দেখার সুয়োগ করে দেওয়ার জন্য।

 last year 

আপনার কাছে আমার পোস্ট ইউনিক লেগেছে যেন আরো খুশি হলাম।

 last year 

আপু আপনার গত মাসের ডাই প্রজেক্ট এর সংগ্রহশালা দেখে অনেক ভালো লাগলো। হয়তো সব গুলো ডাই প্রজেক্ট দেখা হয়নি কিন্তু এখন সংগ্রহ শালা দেখে খুব ভালো লেগেছে। আপনি সবসময় আমাদের সাথে খুব সুন্দর সুন্দর ডাই প্রজেক্ট শেয়ার করে যাচ্ছেন। আপনার জন্য শুভকামনা রইল যাতে সামনে আরো ইউনিক ডাই প্রজেক্ট শেয়ার করতে পারেন।

 last year 

এত সুন্দর উৎসবমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।

 last year 

আপনার গত মাসের পোষ্টের সংসার সারা দেখে অনেক ভালো লাগলো। সময়ের কারণে সবগুলো পোস্ট আগে দেখতে পারেনি। এখন একসাথে দেখে অনেক ভালো লাগলো। রঙিন কাগজের প্রত্যেকটা পোস্ট অসাধারণ হয়েছে আপনার। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে আবার আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

আরে বাহ্ বেশ সুন্দর ছিল তো আপনার করা এতগুলো ডাই পোষ্টের সংগ্রহশালা পোস্ট। আপনার করা গত মাসের এতগুলো ডাই পোষ্টের সংগ্রহশালা আমাদের সবার মাঝে আবারও আজকে নতুন করে তুলে ধরেছেন দেখে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। এরকম ডাই প্রজেক্ট গুলো ভীষণ ভালো লাগে দেখতে। জাস্ট সাধারণভাবে তুলে ধরেছেন।

 last year 

চেষ্টা করেছি পুরো পোস্ট আপনাদের মাঝে সুন্দর ভাবে তুলে ধরার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63191.19
ETH 2615.47
USDT 1.00
SBD 2.73