কিছুটা সময় ঘোরাঘুরি করতে গিয়ে জবা ফুলের সাথে দেখা।

in Incredible Indialast month

মানুষ সব সময় চাই তার জীবনটা ফুলের মতো সুন্দর হোক। মানুষ সব সময় চাই ফুলের মতো ভালোবাসা আমরা ও পেতে চাই। কিন্তু সবাই ফুলের মতো ভালোবাসা পায় না। সবাই ফুলের মতো সুন্দর জীবন পায় না। আপনারা অনেকে জানেন আমি কতটা ফুল পছন্দ করি। এবং আমি সত্যি ফুল অনেক ভালোবাসি এবং ফুল দেখলে আমার অনেক ভালো লাগে।

1000041634.jpg

1000041635.jpg

যখন আমি কোনো না কোনো ফুল দেখি তখন তার সাথে কিছুটা সময় কাটাতে আমি পছন্দ করি। কয়েক দিন আগে একটি ফুলের দেখা পেয়েছিলাম। এই ফুলটি আমাদের সবার অতি পরিচিত একটি ফুল। এই ফলটি অনেকেই রক্ত জবা নামে পরিচিত। কিন্তু আমাদের দিকে জবা ফুল বললে সবাই চেনে। আমিও তাই আমিও জবা ফুল নামে এই ফুল জানি।

আমি জানি না এই ফুলের আর কোনো নাম আছে কি না। যাইহোক যখন এই ফুলটি আমি দেখি তখন ফুলের ছবি ধারণ না করে। ফুলের সাথে নিজের ছবি ধারণ করেছিলাম কিছু। যে ছবি গুলো আপনাদের মাঝে শেয়ার করেছি আজ। কোন একটি সময় এই ছবি গুলো ধারণ করা ছিলো তাই আজকে ভেবেছি আপনাদের মাঝে শেয়ার করব।

1000041628.jpg

1000041629.jpg

জবা ফুল আমরা চলতে পথে অনেক দেখি এবং এই ফুল গুলো লাল রং এবং সাদা রংয়ের হয়ে থাকে। বিশেষ করে দেখা যায় সব জায়গায় লাল জবা ফুল গুলো। এবং সাদা জবা ফুল গুলো দেখা যায় কিন্তু খুবই কম। এই ফুল অনেক মানুষের কাজে আসে। আমি এই ফুল উপভোগ করেছি এবং তার সুবাস গুলো অনেক সুন্দর ছিলো।

কিছুটা সময় ঘোরাফেরা করে এই সুন্দর ছবি গুলো ধারণ করে ভালো লাগছে। সব সময় ফুলের ফটোগ্রাফি ধারণ করি আজকে এই ফুলের সাথে কাটানো সময় ধারণ করলাম। ফুল আমাদের আশে পাশে আছে এবং থাকবে। ফুলের প্রতি ভালোবাসা চিরজীবন থেকে যাবে আমাদের মনে। এবং আমাদের প্রত্যেকটা মানুষের ফুল গাছের প্রতি যত্ন নিতে হবে। শুধু ফুল ভালোবাসলে হবে না ফুল গাছের প্রতি যত্ন নিয়ে ফুল গাছ ভালো রাখতে হবে।

1000041632.jpg

1000041633.jpg

ফুল গাছের প্রতি আমরা যতো বেশি যত্ন নেবো ততো বেশি সুন্দর সুন্দর ফুল দেখতে পাবো। এই গাছ গুলো যত্ন নেয়ার জন্য আলাদা মানুষ আছে। এখানে সব সময় পরিষ্কার থাকে এবং ফুল গাছের প্রতি যত্ন নেয়ার জন্য আলাদা একটি মানুষ রাখা আছে। আমি যখনই যাই এই জায়গায় তখন গিয়ে সুন্দর পরিবেশ দেখতে পায়।

আসলে যে জায়গায় মানুষজন চলাফেরা করে সেই জায়গায় নিজেদের সচেতন হয়ে ভালো ভাবে পরিষ্কার রাখার চেষ্টা করতে হবে। এই ফুল গাছের এখানে মানুষ সচেতন হয়ে পরিষ্কার রাখে তার ওপরে অন্য মানুষ আছে প্রতি দিন গাছ গুলো দেখাশোনা করে নিজের দায়িত্বে। তাইতো এখানের পরিবেশ অনেক সুন্দর আছে এবং থাকবে।

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন

@baizid123

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...
 last month 

ফুল সবারই ভালো লাগে, আমি নিজেও ফুল গাছ দেখলে সেখানে কিছুক্ষণ দাড়াই এবং ফুল দেখতে থাকি, মনে চায় ফুল তুলে নিয়ে বাড়ি থেকে, আপনার ঘোরাঘুরি এবং ফুলের সাথে ছবি দেখে খুব ভালো লাগলো, ধন্যবাদ সুন্দর পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last month 

ফুল আমাদের প্রত্যেকেরই ভীষণ প্রিয় ।ফুলের মত নিষ্পাপ জীবন তো সকলেই চাই। আপনার মত আমারও ফুল গাছ যেমন লাগাতে আর ফুলেদের সাথে সময় কাটাতে খুবই ভালো লাগে। তবে জবা ফুল অনেক রকমেরই হয়। লাল জামাটা বেশি চোখে লাগে। আপনার সুন্দর পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last month 

ফুল একটি সুন্দর বস্তু যা সকলেরই ভালো লাগে। জবা ফুল আমার কাছে খুবই ভালো লাগে। হলুদ জামাগুলো দেখতে অনেক সুন্দর লাগে তবে আপনার দেখানো লাল জবা খুবই সুন্দর। সুন্দর লেখাটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 68872.12
ETH 2524.42
USDT 1.00
SBD 2.53